প্রতিকী ছবি

Hooghly News: আবার ও চোর সন্দেহে মহিলাকে বেঁধে রেখে হেনস্থার অভিযোগ তারকেশ্বরে

হুগলি: আবারও চোর সন্দেহে এক মহিলাকে ল্যম্পপোস্টো বেঁধে রেখে হেনস্থা। এমন ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বর। পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করে তদন্ত। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটো তে চাপিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় গ্রামের বাসিন্দারা। পরে একটি গাছে বেঁধে রেখে ওই মহিলাকে হেনস্থা করা হয়। এমন ঘটনায় সোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার এক মহিলা ও এক নাবালককে নিয়ে ভিক্ষা করছিল। গ্রামবাসীদের দাবি চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে চম্পট দেয় ওই মহিলা। এর পরই গ্রামে রটে যায় চুরির ঘটনা। মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রামবাসীরা। অবশেষে তারকেশ্বরের চাউল পট্টি এলাকায় ওই মহিলাকে ধরে হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয়।

এরপর একটি লাইট পোস্টে বেঁধে তদন্ত শুরু করে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজ কুমার সাঁতরা। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে তবে ওই মহিলা চুরির সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ Union Budget 2024: বাজেটের পর মদের দাম কি বাড়ল? সুরাপ্রেমিদের মুখে ফুটল হাসি! না বাড়ল চিন্তা, রইল আপডেট

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে এবং সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানার ফোন নম্বর পোস্টারিং করে সচেতনতা মূলক প্রচার করেছিল হুগলি গ্রামীন পুলিশ। তারপরও এই ঘটনায় প্রশ্নের মুখে সচেতনতা।

রাহী হালদার