Tag Archives: Tarkeshwar

প্রাণের ঝুঁকি নিচ্ছে পূণ্যার্থীরা! সুরক্ষার জন্য ব্যবস্থা নিল প্রশাসন

শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার ভিড় হয় সবথেকে বেশি। বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে আসেন পূণ্যার্থীরা। কিন্তু পূণ্যার্থীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিচ্ছে তাতে নড়েচড়ে বসল প্রশাসন।

Hooghly News: তারকেশ্বর যাওয়ার পথে একী দৃশ্য! পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ পুলিশের

হুগলি: শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষাধিক মানুষের ভিড় হয়। শ্রাবণের প্রতি সোমবার ভিড় হয় সবথেকে বেশি। বাবা তারকনাথের মাথায় আসেন জল ঢালতে আসেন পূণ্যার্থীরা। পায়ে হেঁটে তারা যাত্রা শুরু করেন বৈদ্যবাটি থেকে। তবে সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক পুণ্যার্থীরাই নিচ্ছেন জীবনের ঝুঁকি। ভিড় বাসে ছাদের উপর উঠে তারা আসছেন জল ঢালতে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে হতে পারে বড় বিপদ। বড় বিপদ যাতে না ঘটে তার আগেই এবার শক্ত হাতে পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন। বাসের মাথায় করে আশা পূর্ণ্যার্থীদের নামিয়ে দেওয়া হল বাস থেকে। এমনই চিত্র ধরা পড়েছে আরামবাগের গোঘাটে।

গোঘাটের ভিকদাস সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাসের ছাদ থেকে নামিয়ে দিল পূণ্যার্থীদের। ভক্তরা শিবের মাথায় জল ঢালতে জীবনকে হাতে করে নিয়ে নিত্যদিন যাচ্ছেন। কিন্তু তাদেরকে রক্ষা করতে দেখা গেল প্রশাসনকে। এদিন প্রত্যেকটা বেসরকারি বাস ও ছোট গাড়ি থেকে নামিয়ে দেয় যাত্রীদের পুলিশ কর্মীরা। বিভিন্ন এলাকার ভক্তদেরকে ছাদ থেকে নামাতে গেলে বচসার মধ্যে পড়তে হচ্ছে আধিকারিকদেরকে।

ভক্তদের অভিযোগ, প্রতিদিনই তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন হাজার হাজার মানুষজন। ট্রেন এবং বাসে অতিরিক্ত ভিড় হওয়ার ফলে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাসের ছাদে। অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদেরকেও। পুণ্যার্থীরের অভিযোগ বাঁশের মধ্যে অত্যাধিক ভিড়ের কারণেই বাসের ছাদে উঠে তাদের যাতায়াত করতে হয়। প্রশাসনের তরফ থেকে যদি একটু বেশি সংখ্যায় বাস দেওয়া হয় তাহলে আর এই অসুবিধায় পড়তে হবে না তাদের।

আরও পড়ুনঃ Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, শ্রাবণ মাস উপলক্ষে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই বাস ও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এই বছর শ্রাবণ মাস একেবারে কাঁটায় কাঁটায় পড়ায় ভক্ত সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রাবণের প্রতি সপ্তাহের সোমবারে কম করে কয়েক লক্ষ মানুষ জল ঢালতে আসছেন। তাই তাদের জল ঢালতে আসার সময় যাতে কোন বিপদে না পড়তে হয় সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

রাহী হালদার

Hooghly News: আবার ও চোর সন্দেহে মহিলাকে বেঁধে রেখে হেনস্থার অভিযোগ তারকেশ্বরে

হুগলি: আবারও চোর সন্দেহে এক মহিলাকে ল্যম্পপোস্টো বেঁধে রেখে হেনস্থা। এমন ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বর। পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করে তদন্ত। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটো তে চাপিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় গ্রামের বাসিন্দারা। পরে একটি গাছে বেঁধে রেখে ওই মহিলাকে হেনস্থা করা হয়। এমন ঘটনায় সোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার এক মহিলা ও এক নাবালককে নিয়ে ভিক্ষা করছিল। গ্রামবাসীদের দাবি চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে চম্পট দেয় ওই মহিলা। এর পরই গ্রামে রটে যায় চুরির ঘটনা। মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রামবাসীরা। অবশেষে তারকেশ্বরের চাউল পট্টি এলাকায় ওই মহিলাকে ধরে হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয়।

এরপর একটি লাইট পোস্টে বেঁধে তদন্ত শুরু করে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজ কুমার সাঁতরা। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে তবে ওই মহিলা চুরির সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ Union Budget 2024: বাজেটের পর মদের দাম কি বাড়ল? সুরাপ্রেমিদের মুখে ফুটল হাসি! না বাড়ল চিন্তা, রইল আপডেট

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে এবং সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানার ফোন নম্বর পোস্টারিং করে সচেতনতা মূলক প্রচার করেছিল হুগলি গ্রামীন পুলিশ। তারপরও এই ঘটনায় প্রশ্নের মুখে সচেতনতা।

রাহী হালদার