ব্লেড দিয়ে আঁকা ছবি 

South 24 Parganas News: ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি, ইতিহাস গড়ল কাকদ্বীপের যুবক

কাকদ্বীপ: ফেলে দেওয়া ব্লেডের টুকরো জুড়েই আঁকা হল ছবি। সেই ছবি এঁকেই ইতিহাস গড়ল কাকদ্বীপের যুবক। ওই যুবকের নাম সায়ন মিদ্যা(২৫)। ইতিমধ্যে ভাঙা ব্লেডের টুকরো দিয়ে আঁকা তাঁর এই শিল্পকলা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছে। সায়নের ছবি আঁকার বিষয় ছিল নারীশক্তি। কাকদ্বীপের গণেশ নগরের বাসিন্দা সায়ন ছোট থেকে ছবি আঁকতে ভালবাসত।

আগেও পড়ে থাকা কাগজ জুড়ে, অন্যান্য ফেলে দেওয়া সামগ্রী দিয়ে ছবি এঁকেছিল সে। বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন।এবার সায়নের সৃষ্টি, ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তির ছবি আঁকা। এটা আঁকতে মোট ৭০ টি ব্লেড ব্যবহার করা হয়েছিল। কোনও রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘণ্টায় এই ছবি এঁকেছে সায়ন।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

সায়ন শুনেছিল নতুন কিছু করে দেখালে তবেই রেকর্ড অর্জন করা যায়, সেইজন্য সায়ন এই প্রথম ব্লেড দিয়ে ছবি এঁকেছে। এতেই এসেছে সাফল্য। অভাবের সংসারে পিসি লক্ষী পালের আর্থিক সহযোগিতায় ছবি আঁকা শিখেছে সায়ন। সায়ন ছোট থেকে পিসির কাছেই মানুষ।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

বর্তমানে এলাকার কচিকাঁচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন।সায়ন চায় তার আঁকা ছবি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক। সায়নের এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারাও।

নবাব মল্লিক