প্রতীকী ছবি

Aadhaar Cancellation Fear: আধার কার্ড বাতিল হচ্ছে কেন? কাদের হচ্ছে? কী করতে হবে? বড় নির্দেশ জারি নবান্নের

কলকাতা: বর্তমানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে কোনও সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এরই মাঝে বাংলার বহু বাড়িতে ‘আধার নিষ্ক্রিয়’ হওয়ার চিঠি পৌঁছেছে বলে অভিযোগ। যার জেরে মাথায় হাত পড়েছে অনেকেরই। কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে। এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিরা কী করবেন?

ভুক্তভোগীদের সাহায্যের জন্য বড় নির্দেশিকা জারি করল নবান্ন। নবান্ন সূত্রে খবর, যে সব জেলায় আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাঁদের নামের তালিকা অবিলম্বে জোগাড় করতে হবে। জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে। মুখ্যসচিবের নির্দেশ, ‘আপনারা প্রয়োজনে তাঁদের বাড়িতে বাড়িতে যান। তাঁদের বিস্তারিত ঠিকানা এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসুন। নবান্নে তাঁদের বিস্তারিত তথ্য আমাদের পাঠান।’

আরও পড়ুন: ‘লোকসভার আগে বেছে বেছে ওঁদের টার্গেট, গেমপ্ল্যানটা কী?’ আধার কার্ড বাতিল নিয়ে মোদিকে চিঠি মমতার

সোমবারই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে সূত্রে জানানো হয়েছে, ‘যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের জন্য আমরা একটি পোর্টাল চালু করছি। সেই পোর্টালের বিস্তারিত আপনাদের দেওয়া হবে।’ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বলেন মুখ্যসচিব। আধার কার্ড বাতিল নিয়ে এদিন জেলাশাসকদের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন মুখ্যসচিব। ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF

মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ, ‘তফশিলি ফেডারেশন থেকে শুরু করে একাধিক জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি। লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের বেছে বেছে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক।’ আধার বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়