৫ মার্চ দিল্লিতে আন্দোলন তৃণমূলের!

Aadhaar Card: দেশজুড়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয়, ৫ মার্চ দিল্লিতে আন্দোলন তৃণমূলের!

কলকাতাঃ কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমঃশূদ্রদের নিয়ে দিল্লি যাচ্ছে  তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার পর এবার আধার নিষ্ক্রিয় করার প্রতিবাদে নমঃশূদ্রদের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। মুকুল বৈরাগ্য জানিয়েছেন, তিনি রাঁচির অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানতে পেরেছেন, দেশজুড়ে ৩২ কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। এর মধ্যে এ রাজ্যের উত্তর ২৪ পরগনা, নদিয়া, জলপাইগুড়ি, হুগলি ও মালদহের প্রায় সোয়া দুলক্ষ কার্ড রয়েছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে একদিকে যেমন ব্যাঙ্কে লেনদেন করা যাচ্ছে না, মিলছে না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। অন্যদিকে রেশন মিলছে না। আশঙ্কা, এর পর ভোটার কার্ডও নিষ্ক্রিয় করা দেওয়া হবে। অসমের মতো এ রাজ্যেও ‘ডি-ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ করে রাখা হবে।

আরও পড়ুনঃ আচমকাই সক্রিয় আধার! আবির খেলায় মাতলেন জামালপুরের বাসিন্দারা

রাজ্যের নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, যাদের কার্ড বাতিল হয়েছে তাঁদের অধিকাংশই ১০০ দিনের কাজ প্রকল্পের জবকার্ড হোল্ডার। যা দেখে মুকুল বৈরাগ্যের আশঙ্কা, জবকার্ড হোল্ডারদের মনরেগা প্রকল্পের বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা পাওয়া বানচাল করতেই আধার বাতিলের ষড়যন্ত্র করা হতে পারে বলেও মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, ‘অধিকাংশ ক্ষেত্রে মতুয়া, নমঃশূদ্র, তফসিলি জাতি এবং গরিব মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তাঁদের জন্য গত মঙ্গলবার থেকেই রাজ্য সরকার চালু করছে ‘আধার গ্রিভান্স পোর্টাল অব গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁদের বলছি, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করুন। সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজ্যের উদ্যোগে বিকল্প কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখিয়েই মিলবে সরকারি পরিষেবা।’

তিনি আরও জানিয়েছেন, এলাকায় এলাকায় ক্যাম্প করে বিকল্প কার্ডটি মানুষের হাতে তুলে দেওয়া হবে। গোটা প্রক্রিয়ার ভিডিও তুলে রাখবেন আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, ‘যা করার তাই করব। কিন্তু কোনও গরিব মানুষকে না খেয়ে মরতে দেব না।’লোকসভা ভোটের আগে আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিয়েছে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেছেন, ‘আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার ফলে মানুষ ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছেন না। তাঁরা যাতে ভোট দিতে না পারেন সেই চক্রান্ত করেছে বিজেপি। এর প্রতিবাদে গত সোমবার উত্তরবঙ্গ থেকে পদযাত্রা শুরু হয়েছে। আগামী ৫ মার্চ দিল্লিতে হবে ধর্না কর্মসূচি।’ এই ইস্যুতে মুকুলবাবুকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘বিচলিত হবেন না। সরকার সবসময় আপনাদের পাশে আছে।’