শাহজাহানকে গ্রেফতার প্রসঙ্গে কী বললেন অভিষেক?

Abhishek Banerjee Attacks BJP: ‘পার্থ-জ্যোতিপ্রিয়কে রেয়াত করেনি দল, শাহজাহান কে?’ বড় ইঙ্গিত অভিষেকের! জুড়লেন শুভেন্দুর নামও

মহেশতলা: লোকসভা ভোটের আগে রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি অভিষেক আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর অভিযোগ আগামী ৮ মার্চ বাংলায় মোদির সভার আগে সন্দেশখালির অশান্তিতে জিইয়ে রাখার নির্দেশ রয়েছে।

এদিন সন্দেশখালির একাধিক ইস্যুতে মন্তব্য প্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, ‘ইডি আধিকারিকদের উপর হামলা এবং তারাই এফআইআর করে। আদালত এসআইটির কথা বলেন। ইডি অ্যাপিল করে স্টে চায় স্টে মঞ্জুর করে। ৬ মার্চ শুনানি রয়েছে। পুলিশ কীভাবে গ্রেফতার করবে? সারদার মামলা ২০১৪ এখনও ট্রায়াল শুরু হয়নি। বৈষম্য কেন? যারা বলছেন শাহজাহানের গ্রেফতার চাই। তারা যান না। তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। শাহাজান কে?’

আরও পড়ুন: ঝোল থেকে ঝাল, ভাজা বা তরকারি; বড়ি বড্ড প্রিয়! জানেন ডালের বড়ি খেলে কী হয় শরীরে?

অভিষেকের অভিযোগ, ‘যত বড় নেতা হোক জনগণের সঙ্গে কিছু করলে রেয়াত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিপিএম বিজেপির নেতারা আগে বলেননি কেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের ছবি পাবেন। বিজেপিতে যাওয়ার পর কেনও বলেননি?’

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

সন্দেশখালিতে যাওয়া নিয়ে অভিষেকের দাবি, ‘সন্দেশখালি যখন যাওয়ার যাবো। পরিস্থিতি ঠিক হলে। ওরা এক এক দিন যাচ্ছে। একদিনে যাচ্ছে না কেন? ব্রিগেড শেষ হলে যাবে। এখন না যাওয়াই ভাল। মানুষ ঠিক থাকলে আগামী দিনে সব হবে’।

উজ্জ্বল রায়