Tag Archives: Sheikh Shahjahan

Sheikh Shahjahan: তৃণমূল জিততেই শাহজাহানকে ঘিরে ফিরল পুরনো উচ্ছ্বাস, ‘জয় বাংলা’ শুনে মুখে হাসি ‘প্রাক্তন’ নেতার

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনে বসিরহাটে তৃণমূল বিরাট জয় পেতেই বদলে গেল পরিস্থিতি। সন্দেশখালির ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহাজানকে ঘিরে আবারও উচ্ছ্বাস ফিরে এল। আদালত চত্বরে তাকে দেখে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। তা শুনে হাসি ফিরল শাহজাহানের মুখেও।

উল্লেখ্য, নির্বাচনের আগেই শেখ শাহজাহান ভবিষ্যৎবাণী করেছিলেন, বসিরহাটে ভালভাবেই জিতবে তৃণমূল কংগ্রেস। তা মিলে যাওয়ায় খুশি তাঁর প্রাক্তন অনুগামীরা। বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে জয়ী হন। ২০১৯ সালে টলিউড তারকা নুসরত জাহান যে ব্যবধানে বসিরহাটে জয়ী হয়েছিলেন তার থেকেও বেশি ব্যবধানে জিতেছেন হাজি নুরুল।

আর‌ও পড়ুন: ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ শান্তির বার্তা, কেন জানেন?

সন্দেশখালিতে অবশ্য তৃণমূল বিজেপির থেকে কম ভোট পেয়েছে। কিন্তু তাতেও ব্যবধান খুব বেশি নয়। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন সন্দেশখালি থেকে তাঁরা এক লক্ষেরও বেশি ভোটের লিড নেবেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি মোটে আট হাজার ভোটের কাছাকাছি লিড নিতে পেরেছে। ফলে অনেক আশা নিয়ে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করলেও বিজেপিকে সেই শূন্য হাতেই ফিরতে হয়েছে। এদিন শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার সময় প্রশ্ন করলে তিনি বললেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।

জুলফিকার মোল্যা

Sandeshkhali: শেখ শাহজাহান-কাণ্ডে চঞ্চল্যকর তথ্য! সিবিআই-ইডির চার্জশিট পেশ, এবারে তদন্তে নয়া মোড়?

কলকাতা: ইডি ও সিবিআইয়ের পৃথক মামলায় শেখ শাজাহানের বিরুদ্ধে চার্জশিটে চঞ্চল্যকর তথ্য। ইডির উপর হামলার ঘটনায় সিবিআইয়ের শাজাহান-সহ মোট সাতজনের বিরুদ্ধে চার্জশিটে উল্লেখযোগ্য ফারুখ আকুঞ্জির ভূমিকা। বাকি ছ’জনের বিরুদ্ধে ed-কে মারধর-সহ অশান্তি মামলা থাকলেও ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে শাজাহানকে প্রটেকশন ও আশ্রয়দানের (212ipc)অভিযোগের উল্লেখ চার্জেশিটে। চার্জেশিটে রয়েছে শাজাহান শেখ, শেখ আলমগীর, সিরাজুল মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুখ আকুঞ্জি, জিয়াউদ্দিন মোলা, মাফিজুর মোল্লার নাম।

সিবিআই সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে অস্ত্র ও নগদ টাকা ছিল। ইডির হাত থেকে বাঁচতে গত ৫ জানুয়ারি হামলা চালান হয় ইডির উপর। ঘটনার সময় শাজাহান ও আলমগীর দু’জনে উপস্থিত ছিল। শাজাহান ডেকে পাঠায় অনুগামীদের, ইডির অফিসারদের উপর হামলার জন্য। সিবিআই চার্জেশিটে উল্লেখ রয়েছে। শাজাহান-সহ বাকি ছ’জনের বিরুদ্ধে চার্জেশিতে উল্লেখযোগ্য ধারা হল 120B, 343, 147,148, 143, 149, 323,326, 342, 333, 353, 397, 426, 427, 447, 506ipc, 3 pdpp অ্যাক্ট অর্থাৎ মারধর, কর্তব্যরত অবস্থায় হেনস্থা, অশান্তি গন্ডগোল পাকানো, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা। ফারুক আকুঞ্জির বিরুদ্ধে 212 ipc (অভিযুক্তকে আশ্রয় দান ) ধারার উল্লেখ চার্জশিটে।

আরও পড়ুনঃ লাইনচ্যুত শেওড়াফুলি লোকাল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন! সকাল থেকেই দুর্ভোগে রেলযাত্রীরা

অপরদিকে, শেখ শাজাহান মার্কেট-সহ ২৬ কোটি টাকা সম্পত্তি যোগ করল ইডি, চার্জশিটে তার উল্লেখ রয়েছে। প্রায় ২৬১ কোটি টাকার স্ক্যাম জমি হাতানোর মামলায়। ইডি সূত্রে খবর, ২০১৩ সালের পর থেকে জোত্যিপ্রিয় মল্লিকের হাত ধরে প্রোটেকশন ও রাজনৈতিক ব্যাকআপ পেয়ে উত্থান হয় শেখ শাজাহানের, ইডি সূত্রে খবর। ইডির দেওয়া চার্জেশিটে নাম রয়েছে, শেখ শাহজাহান, তাঁর ভাই আলমগীর, দিদার বক্স মোল্লা ও শিব প্রাসাদ মোল্লার। ৫৭ দিনের মাথায় ইডি চার্জশিট জমা দিল ইডির বিশেষ আদালতে। ১১৩ পাতার ইডির চার্জশিটে চঞ্চল্যকর তথ্য। পাশাপাশি একইদিনে বসিরহাট আদালতে ৩৮ পাতার চার্জশিট জমা করে সিবিআই শাজাহান-সহ ৭ জনের বিরুদ্ধে।

ARPITA HAZRA 

Sheikh Shahjahan: অস্ত্রপাচারের সঙ্গে যুক্ত সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Sheikh Shahjahan: অস্ত্রপাচারেও কি যুক্ত শেখ শাহজাহান। প্রকাশ্যে এল বড় তথ্য…

Sandeshkhali: সন্দেশখালিতে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার! সিবিআই তল্লাশিতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, বিদেশি বন্দুক

দক্ষিণবঙ্গ: আরও একবার সংবাদ শিরোনামে শেখ শাহজাহানের ‘গড়’৷ এবার সন্দেশখালিতে এক পঞ্চায়েত সদস্যের বাড়ির মেঝে খুঁড়েই উদ্ধার হল একের পর এক আগ্নেয়াস্ত্র৷ উদ্ধার হল বিদেশি অস্ত্রও৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০-১৫টি অস্ত্র মিলেছে৷ তার মধ্যে রয়েছে বিদেশি অস্ত্র৷ বম্ব ডিটেক্টর দিয়ে চলছে আশপাশের এলাকায় তল্লাশি৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেফতার শেখ শাহজাহান৷ কিন্তু, সন্দেশখালি জুড়ে এখনও বহাল রয়েছে সন্ত্রাসের ছায়া৷ শুক্রবার শাহজাহান গড়ে তল্লাশিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷

সিবিআই সূত্রের খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগ শেখ শাহজাহানের খোঁজে গত ৫ জানুয়ারিতে প্রথম যখন ইডি গিয়েছিল, তখনই ইডির আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷

আরও পড়ুন: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, ক’টা থেকে কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল? রইল যাবতীয় তথ্য

সেই ঘটনায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে সন্দেশখালিতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সমস্তটার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের সময়েই উদ্ধার হল অস্ত্র।

জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।

আরও পড়ুন: ‘বন্যার সময় ও মানুষকে রান্নাবান্না করে খাওয়ায়,’ প্রচারসভায় দাঁড়িয়ে মমতার মুখে দেবের ভূয়সী প্রশংসা

শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।

Sheikh Shahjahan: সন্দেশখালিতে কী ঘটেছিল? শাহজাহান শেখ নিজেই চাইছেন সিবিআই তদন্ত, দেখুন

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তকে স্বাগত জানাল জেলবন্দি শেখ শাহজাহান। ‘ব্যবহার করে দল ছুড়ে ফেলেছে বুঝতে পেরেই সুর বদল’, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতাকে এভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। কার্যত একই সুর শোনা গেল বিজেপি ও সিপিএমের গলাতেও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিকে ইডির কাছে ক্ষমাপ্রার্থী শেখ শাহজাহান। ইডি অভিযানে হামলার ঘটনায় ইডি অফিসারদের কাছে নাকি দুঃখপ্রকাশ শেখ শাহজাহানের। তবে দুঃখপ্রকাশ করলেও তিনি হামলার ঘটনা প্রসঙ্গে কোনও কিছুই জানতেন না। জিজ্ঞাসাবাদের সময় এক তদন্তকারী আধিকারিকের কাছে এমনই দাবি করেছেন শেখ শাহজাহান। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷

Sheikh Shahjahan: যারা নেই সেই সব মাছ ব্যবসায়ীদের নামেই কেনা হত জমি, যা আসলে সবই শাহজাহনের, ইডি-র চাঞ্চল্যকর দাবি

কলকাতা: শেখ শাজাহানের কোম্পানি এস কে সাবিনাতে কয়েকশ কোটি টাকা যা ( ১০৪+ ৩৩ কোটি= ১৩৭ কোটি )  টাকা নয়ছয়! শাজাহানের কোম্পানি এস কে সাবিনা ফিশারিজে  ১০৪ কোটি টাকা ঢুকেছে ম্যাগনাম এক্সপোর্ট নামে কোম্পানি থেকে , এটা ঢুকেছে ২০২১-২২ এবং  ২০২২- ২৩ সালে।

শাহজাহান ঘনিষ্ঠের থেকে শাজাহানের কোম্পানিতে ৩৩ কোটি টাকা ঢোকে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সালে। মোট ১৩৭ কোটি টাকা কোথা থেকে কি জন্য ঢুকেছিল কোম্পানিতে? এতো কোটি কোটি লেনদেন মধ্যে কালো টাকা সাদা হত? এই ঘটনার তদন্তে ইডি। শেখ শাজাহানের সিন্ডিকেটের ১১ জন ভুয়ো মাছ ব্যাবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট  কন্ট্রোল ও ম্যানেজ করতো শেখ শাজাহান নিজেই – এমনটাই ED সূত্রে খবর।

  শাজাহানের নির্দেশেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে  কত টাকার লেনদেন হবে তা নির্ধারিত হতো। শাজাহানের নির্দেশেই সিন্ডিকেটের ভুয়ো মাছ ব্যবসায়ীদের  নামে  জমি কেনা হতো। ওই  বেনামি প্রপার্টির আসল মালিক শেখ শাহাজান। শাজাহান কীভাবে টাকা নয়ছয় করতেন? ইডির দাবি, আদিবাসীদের বিভিন্ন ভেড়ি , জমির ছিনিয়ে নিয়ে শাহাজাহানকে জমি ব্যাবহার করতে দিত নাগদ টাকার বিনিময়ে। কিন্তু ওই টাকা সরাসরি শাহাজাহান নিত না।

পাশাপাশি ভুয়ো চিংড়ি মাছ সাপ্লায়ারদের  সিন্ডিকেটকে ওই জমি ব্যবহারকারী টাকা দিয়ে দিতেন। এরপর  মাছ ভুয়ো সাপ্লায়রদের থেকে মাছ কিনতো শাজাহান এর কোম্পানি ( S K sabina fishary )।  এর বদলে ওই টাকা ভুয়ো চিংড়ি মাছ ব্যাবসায়ীরা এসকে সাবিনা কোম্পানি মাধ্যমে কালো টাকা সাদা করে কোম্পানি অ্যাকাউন্টে ঢুকত।  আসলে ওই টাকার কন্ট্রোল ছিল শাজাহানের । জমি হাতিয়ে কালো টাকা অনায়াসে সাদা করে  হাতিয়ে নিত শাজাহান।

ইডি সূত্রে খবর প্রায় ১১ জন ভুয়ো চিংড়ি সাপ্লাইর এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে এবং এই ১১ জনের নামে জমি আছে যা আসলে শাহজাহানের । এই ১১ জনকে ইডির তরফে চিহ্নিত করা গেছে । 11 জনের নামের লিস্ট রয়েছে ইডির কাছে। শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে এই ১১ জনের বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বলে দাবি ইডির।

ARPITA HAZRA

Sheikh Shahjahan Investigation: চোখ কপালে তোলা ‘চিংড়ি কেলেঙ্কারি’ শেখ শাহজাহানের! ইডির কাছে বিস্ফোরক দাবী ম্যানেজারের

কলকাতা: শুধু জমি  বা ভেড়ি দখলই নয়,  চিংড়ি মাছ ব্যবসা যাতে শুধু তার কোম্পানির সঙ্গে হয় তার জন্য বৈঠক করে হুমকি দিতো শাহজাহান ! শাহজাহানের কোম্পানিতে ৯০ শতাংশ চিংড়ি কোম্পানিতে আসতো হুমকি দিয়ে ও কেড়ে নেওয়া বেআইনি ভেড়ির থেকে। শেখ শাহজাহানের কোম্পানির ম্যানেজার মহীদুল মোল্লা বিস্ফোরক দাবী করেছেন  ইডির কাছে।

ইডি সূত্রে খবর, শুধু জমি বা ভেড়ি দখলই নয়,  চিংড়ি মাছ ব্যবসা যাতে শুধু শাহজাহানের কোম্পানি সঙ্গে হয় তার জন্য হুমকি দিতো শাজাহান! শেখ শাহজাহান ২০১৯ সালে  সরবেড়িয়াতে শেখ শাজাহান মার্কেটে বৈঠক করে। মাছ ব্যবসায়ীদের হুমকি দেয়। বলে, মার্কেটে সব মাছ যেন মাছ ব্যাবসায়ীরা  শাহজাহানের কোম্পানিতে বিক্রি করেন।

আরও পড়ুন –   তাপমাত্রা বাড়তে বাড়তে সামনের সপ্তাহে কত হবে জানেন? এপ্রিলের শুরুতেই এমন দুর্ভোগ ভাবতেও পারবেন না

আরও পড়ুন –   গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন

বিক্রি না করতে চাইলে হুমকি দেওয়া হয়, ব্যবসা বন্ধ করে দেওয়ার, ইডি সূত্রে খবর এমনই। ইডির দাবী, এক প্রকার গা জোয়ারি করেই চিংড়ি মাছের ব্যবসা থেকে কোটি কোটি কালো টাকা সাদা করেছে শাহজাহান । শাহজাহানের কোম্পানিতে ৫০ শতাংশ চিংড়ি আসত মাছ ব্যাবসায়ীদের থেকে। ৩৫-৪০ শতাংশ চিংড়ি আসত গ্রামে জোর করে ছিনিয়ে নেওয়া বেআইনি মাছ চাষের ফার্ম  থেকে। আর ১০ শতাংশ  চিংড়ি আসতো  শাজাহানের নিজেদের ফার্ম থেকে ইডি সূত্রে খবর।

অর্থাৎ শেখ শাহজাহান নিজের কোম্পানির সঙ্গে মাছ ব্যবসায়ীদের চিংড়ি ব্যবসা করার জন্য হুমকি দিয়ে  মাছের ব্যবসার লেনদেন করত। শেখ শাহজাহান জোর করে আদিবাসীদের জমি বা ভেড়ি হাতিয়ে ভুয়ো চিংড়ি মাছ ব্যাবসায়ীদের মাধ্যমে শাহজাহানের কোম্পানিতে মাছের লেনদেন করে কোটি কোটি কালো টাকা সাদা করেছে বলে অভিযোগ ইডির।

ARPITA HAZRA 

Sandeshkhali Update: শাহজাহানের বাড়িতে ফের সিবিআই! বাড়ির উঠোনে কী পাওয়া গেল…? সন্দেশখালিতে শোরগোল

সন্দেশখালি: বার বার তিনবার। ফের শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে সিবিআই। আচমকা রবিবারের সকালে সিবিআই টিম হাজির সন্দেশখালিতে। এই নিয়ে তৃতীয় বার সিবিআই দল এল শাহজাহানের বাড়িতে। এদিন গোয়েন্দা কর্তাদের নজরে ছিল শাহজাহান শেখের বাড়ির উঠোন।

মার্কেটের ভিতর কী ভাবে হামলা চলেছিল, সেই দিন উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানকে নিয়ে খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। বাড়ির উঠোনে যে জায়গায় হামলার ঘটনা ঘটে সেই জায়গা ফের খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে বাড়ির চারপাশও। এর আগে তল্লাশি অভিযানের দিন থ্রি ডি স্ক্যান করে জরিপ করা হয়েছিল বাড়ি ও সংলগ্ন গোটা এলাকা আজ নজরে বাড়ির উঠোন। চিরুনি তল্লাশি চালাচ্ছেন দুঁদে কর্তারা।

আরও পড়ুন: পাবদা-পার্শে ছাড়ুন…! খাওয়া শুরু করুন ‘এই’ মাছ! নিমেষে কমবে কোলেস্টেরল থেকে ওজন! দূরে থাকবে ক্যানসার! জানুন বিশেষজ্ঞের পরামর্শ

আদালতের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সিবিআইয়ের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। এর আগেও দু-দুবার শাহজাহান শেখের এলাকায় যান তদন্তকারী আধিকারিকরা। ইডি দ্বিতীয় দফায় গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে সিল করে দেয়। সেই সিল করা তালা ভেঙে পরে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই।

আরও পড়ুন: দু-দুটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সতর্কতা…! দোলে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে রাজ্যে! কী হবে বাংলায়? IMD-দিয়ে দিল চরম আপডেট

সপ্তাহ দুয়েক আগে এই তল্লাশিতে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে গিয়েছিলেন দুজন ইডি আধিকারিক এবং ফরেন্সিক দল। ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে কীভাবে ঘটেছিল হামলার ঘটনা সেই নিয়ে জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতেও যায় সিবিআই। ছবি তোলেন গোয়েন্দারা। পাশাপাশি সড়বেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও যান সিবিআই আধিকারিকরা। আজও তেমনই দ্রুত গতিতে এগোচ্ছে তল্লাশি।

Abhishek Banerjee on Sheikh Shahjahan: শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী বললেন? জানুন

Abhishek Banerjee on Sheikh Shahjahan: সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম বসিরহাটে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি বিধানসভা কেন্দ্র৷ স্বভাবতই বসিরহাট থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতা কী বলেন, তা নিয়ে তুমুল আগ্রহ ছিল রাজনৈতিক মহলে৷

যদিও এ দিনের সভা থেকে সন্দেশখালি নিয়ে খুব বেশি সময় ব্যয় করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে মনে করিয়ে দিয়েছেন, ইডি অথবা সিবিআই নয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশই৷ অভিযোগ উঠলবে তৃণমূল দলের নেতাদেরও রেয়াত করে না, এমনও দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

Shahjahan Seikh : শাহজাহানের ভাইয়ের ৫ দিনের CBI হেফাজত, সিবিআই হেফাজতে মাফুজার-সিরাজুলও

Shahjahan Seikh : গারদে দাদা, এবার সিবিআই হেফাজতে ভাইও। শাহজাহানের ভাইয়ের ৫ দিনের সিবিআই হেফাজত। আলমগীরের হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। সিবিআই হেফাজতে মাফুজার-সিরাজুলও। ধৃত ৩ জনকেই হেফাজতে নিয়ে এবার জেরায় জোর CBI-এর। ৫ জানুয়ারি ইডির উপর হামলায় কার, কী ভূমিকা? ক্লুয়ের খোঁজে সিবিআই। দেখুন বাংলা নিউজ ভিডিও  (Watch bangla news video)৷