বাজেটের সমালোচনায় অভিষেক৷

Abhishek Banerjee on union budget 2024: ‘জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টির বাজেট!’ বঞ্চনার জবাব দেবে মানুষ, হুঁশিয়ারি অভিষেকের

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটকে জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টির বাজেট বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই অভিষেকের কটাক্ষ, বাংলা থেকে বিজেপি ১২ জন সাংসদ পাওয়ার পরেও বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে নরেন্দ্র মোদি সরকার৷

এ দিন সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরে অভিষেক বলেন, ‘ব্যর্থ বাজেট, যা বলার আগামিকাল অধিবেশন। জিরো গ্যারান্টি, জিরো ওয়্যারান্টির বাজেট। যা বলার দল বলবে। বাংলাকে বারবার বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, এটা নতুন কিছু নয়। বাংলা থেকে ১২ জন সাংসদ পাঠিয়েও নিট ফল জিরো।’

আরও পড়ুন: স্ট্যানডার্ড ডিডাকশন বেড়ে ৭৫০০০ টাকা, চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর

এর পরেই কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর করা বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক বলেন, ‘চার দিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদের সঙ্গে আছি। আজ সেটাই হয়েছে। নিজেদের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে, অন্ধ্র প্রদেশকে টাকা দিয়েছে। অন্য রাজ্যকে দিক, কিন্তু বাংলাকে বঞ্চিত করে কেন বারবার? বাংলার মানুষ এর জবাব দেবে।’

কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন, গরিব বিরোধী বলে অভিযোগ করেছেন তিনি৷ রাজ্যের প্রাপ্য অর্থ মেটানোর বিষয়েও বাজেটে কোনও উল্লেখ নেই বলে অভিযোগ করেছেন মমতা৷ এই বাজেটকে চেয়ার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও৷