সীমান্তে আটকে আলু বোঝাই লরি।

Potato Price Hike: বাংলার চাহিদা না মেটা পর্যন্ত ভিন রাজ্যে আলু রফতানি নয়!

পশ্চিম বর্ধমান: আলু ছাড়া বাঙালির হেঁসেল প্রায় অচল। অথচ লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে আলুর দাম। চলতি বছর আলুর দাম রেকর্ড গড়েছে। এদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে চাহিদা অনুযায়ী যোগান মিলছে না। ফলে আগামী দিনে আলুর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যা রীতিমত অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। এমন অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, বাংলার চাহিদা না মেটা পর্যন্ত ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না। আর তাই আলুর জন্য কড়া নজরদারি চলছে সীমান্তে।

বাংলা থেকে আলু যাতে ভিন রাজ্যে রফতানি করা না হয় তার জন্য বাংলা-ঝাড়খন্ড সীমান্তে কড়া নজরদারি চলছে। ডুবরডি চেকপোস্টে বাড়ানো হয়েছে নজরদারি। চলছে নাকা চেকিং। আলু বোঝাই একাধিক লরি সীমান্তে আটকে দেওয়া হয়েছে। মূলত রাজ্যে আলুর চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখতে এবং আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আর সেজন্যই বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

আর‌ও পড়ুন: ১৮৩ বছরের স্কুল নানান সমস্যায় জর্জরিত, কমছে পড়ুয়ার সংখ্যা

তবে প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে বেশ কিছুটা বিপাকে পড়েছেন লরি চালকরা। যে সমস্ত লরি চালকরা আলু নিয়ে রওনা দিয়েছিলেন, তাঁদের সীমান্তে আটকে দেওয়া হয়েছে। লরিচালকরা বলছেন, প্রায় দু-তিন দিন ধরে তাঁরা সীমান্ত এলাকায় আটকে রয়েছেন। ফলে ভীষণ সমস্যা হচ্ছে। তাই গাড়ি চালকরা বলছেন, তাঁরা যেহেতু আলু নিয়ে বেরিয়ে পড়েছেন, তাদের গাড়ি খালি করতে দেওয়া হোক। নয়ত তাঁদের সমস্যা আরও বাড়বে।

উল্লেখ্য, গত কয়েক মাসে শাকসবজি সহ আলু, পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খোলা বাজারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই প্রশাসন হস্তক্ষেপ করেছে। বিভিন্ন বাজার এলাকায় চালান হচ্ছে অভিযান। তাছাড়া মানুষের হাতে কম দামে নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ, শাকসবজি তুলে দিতে সুফল বাংলার স্টল খোলা হয়েছে। আর তার মধ্যেই রাজ্যে আলুর যোগান ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত। আর তাই কড়া নজরদারি চলছে সীমান্তে।

নয়ন ঘোষ