অভিষেকের নিরাপত্তা বাড়ল

Abhishek Banerjee Security: মুম্বই হামলার ষড়যন্ত্রীর নজরে, ঘটনা প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত! শোরগোল রাজ্যে

কলকাতা: জঙ্গিদের নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাঁর বাড়িতে হামলার ছক কষছে জঙ্গিগোষ্ঠী? সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এমনই আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করা হয়েছে। তৃণমূল নেতা ও তাঁর আপ্ত সহায়কের ফোন নম্বর জোগাড় করেন এক ব্যক্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজরার বাড়ির বাইরে এবং ক্যামাক স্ট্রিটে যে অফিসে তিনি বসেন, সেই অফিসের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। কলকাতা পুলিশের আরও বেশ কিছু ফোর্স মোতায়েন করা হবে জানা গিয়েছে।

আরও পড়ুন: SSC-তে চাকরি খোয়ালেন ২৫হাজার ৭৫৩ জন, কিন্তু বেতন ফেরত দেবেন কতজন? জানুন আসল সংখ্যা

সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেখানেই বিস্ফোরক তথ্য জানান তিনি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালাচ্ছিল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে।

পুলিশ সূত্রে খবর, গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই ব্যক্তি। দুদিন ছিলেন কলকাতায়। এই দুদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসে রেইকি করেন রাজারাম রেগে। তাঁকে ভিডিওগ্রাফিও করতে দেখা যায়। গোপন সূত্র মারফত খবর যায় পুলিশের কাছে। ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে রাজারাম রেগেকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।