অভিষেকের নিশানায় অধীর৷

Abhishek Banerjee: ‘বিজেপির হাত শক্ত করছে কে?’ মালদহ-মুর্শিদাবাদে ভোটের আগে অভিষেকের নিশানায় অধীর

সামসি: আগামী ৭ মে মালদহের দুই কেন্দ্রে নির্বাচন৷ এ ছাড়াও ভোট রয়েছে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদের দুই কেন্দ্রে৷ তার আগে এ দিন মালদহের সামসিতে সভা করতে গিয়ে অধীর এবং কংগ্রেসকেই নিশানা করেন অভিষেক৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘অধীর চৌধুরী বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভাল। বিজেপির হাত শক্তিশালী করছে কারা দেখুন? আর যোগী-শাহদের বিরুদ্ধে কে লড়াই করছে? যোগী আদিত্যনাথ বহরমপুরে সভা করতে এসে অধীর চৌধুরী নিয়ে একটা কথা বলেনি। আসলে চোরে চোরে মাসতুতো ভাই। আমরা দিল্লিতে মানুষের অধিকার চেয়ে আন্দোলন করেছি। একদিনও অধীর চৌধুরী যোগ দেয়নি। এদের কি উচিত ছিল না তৃণমূলের পাশে দাঁড়ানো? একদিনও দাঁড়ায়নি।’

আরও পড়ুন: কুণালকে পদ থেকে সরাল তৃণমূল, তাপস রায়ের প্রশংসা করেই পড়লেন দলের রোষে?

গত লোকসভা নির্বাচনেও মালদহ জেলায় কংগ্রেস বিজেপির সুবিধা করে দিয়েছিল বলে অভিযোগ করেন অভিষেক৷ তিনি বলেন, ‘এই মালদহ থেকে ভোট কাটাকাটি করে কংগ্রেস বিজেপির সুবিধা করেছিল। বাংলায় একটা কথা আছে নিজের নাক কেটে, পরের যাত্রা ভঙ্গ করা৷ এই মালতিপুর থেকে দেড় লক্ষ লিড চাই। গতবার কংগ্রেস প্রায় ৬৫ হাজার ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৫৪ হাজার। আর এতে সুবিধা হল বিজেপির।’

এতদিন তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলতেন কংগ্রেস এবং বাম নেতারা৷ এ দিন পাল্টা অধীরের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ করে অভিষেক বলেন, ‘তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিক ভাবে গ্রেফতার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখেছে৷ আর এই অধীর চৌধুরী সারদায় নাম থাকা সত্ত্বেও একটা নোটিস পর্যন্ত দেয়নি ইডি, সিবিআই। সেটিংয়ের তত্ত্ব আমরা করছি না৷ মানুষ বুঝতে পারছে। সিপিএম-কংগ্রেস বিজেপির বি-টিম হয়ে কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করছে। ২০১৯ সালে এই কংগ্রেস সাড়ে তিন লক্ষ ভোট না কাটলে এই মালদা উত্তর আসন আশি হাজার ভোটে জিতত না খগেন মুর্মু, জিতত মৌসম নূর। আমাদের দিল্লিতে প্রতিবাদ আরও শক্তিশালী হতো৷ আমি এদের কাছে বশ্যতা স্বীকার করিনা। আমি-আমরা অন্য ধাতুতে তৈরি। এবার মালদহের দুটো আসন আপনারা আমাদের দেবেন।’