Tag Archives: Adhir Chowdhury

Berhampore Lok Sabha: বহরমপুরে এবার কি অধীর-বিদায়? ইউসুফই প্রধান পথের কাঁটা! কানাঘুষোয় কী ইঙ্গিত?

মুর্শিদাবাদ: চতুর্থ দফায় বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আগামী ১৩মে নির্বাচন হবে। তবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। মুর্শিদাবাদ জেলার যে দু’টি কেন্দ্রে নির্বাচন হয়েছে তাতে কোনও রক্তপাত হয়নি। তবে বহরমপুর লোকসভা নির্বাচন কেমন হবে। কীবলছেন বহরমপুর লোকসভার মানুষ। টানা ১৯৯৯ থেকে পাঁচ বারের সাংসদ আছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, অধীর কে পরাজিত করতে মাঠে নামানো হয়েছে তৃণমূলের তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানকে। পাশাপাশি আছেন বহরমপুরের চিকিৎসক ডাঃ নির্মল সাহা।

তবে হাড্ডাহাড্ডি লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে বহরমপুর লোকসভাতে। বহরমপুর লোকসভার সাধারণ মানুষ চাইছেন আবার অধীর চৌধুরীকেই। কেউআবার চাইছেন পরিবর্তন হোক বহরমপুর লোকসভাতে আসুক গেরুয়া ঝড়। শেষ মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করেই নির্বাচন করছে। তবে শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হোক চাইছেন সব পক্ষই। ইতি মধ্যেই তৃণমূলের হয়ে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: চমকে ওঠা তথ্য সামনে এল! ভারতে পুরুষ নাকি মহিলা, কাদের সংখ্যা বেশি? কত তফাৎ? শুনলে চোখ কপালে উঠবে

বিজেপির প্রচার করেছেন জেপি নাড্ডা থেকে যোগী আদিত্যনাথ। তবে কংগ্রেসের কোন হাইকমান্ড আসেনি ভোটের প্রচারে। গড় কি ধরে রাখতে পারবেন অধীর চৌধুরী। সেটাও যেমন অধীরের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক তেমনই পরিবর্তন করানো বিজেপি ও তৃণমূলের কাছে অন্য আর এক লড়াই। ১৩ মে বহরমপুর লোকসভায় নির্বাচন। সেই নির্বাচনে সাতটি বিধানসভার মধ্যে শুধুমাত্র বহরমপুরেই থাকবে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের দাবি, আরও দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। আর তা হলে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কোনও একটি বিধানসভায়, কোন একটি নির্বাচনে। বহরমপুর লোকসভায় ১৭ লক্ষ ৭৯ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে সাতটি বিধানসভায়। তারমধ্যে সবচেয়ে বেশি ২ লক্ষ ৬৯ হাজার ৪৭২ জন ভোটার আছেন রেজিনগর বিধানসভায়।

—- কৌশিক অধিকারী

Abhishek Banerjee: ‘বিজেপি-র ডামি ক্যান্ডিডেট’ বলে তীব্র আক্রমণ! ইউসুফকে পাশে নিয়ে অধীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিষেক

দক্ষিণবঙ্গ: লোকসভা কেন্দ্রের নাম বহরমপুর৷ আর কে না জানে রাজ্য রাজনীতির মানচিত্রে এই বহরমপুর পরিচিত অধীর চৌধুরীর ‘গড়’ হিসাবে৷ এই ‘গড়’ ভাঙতেই এবার এই কেন্দ্রে তৃণমূল বাজি রেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের উপরে৷ বুধবার যাঁর সমর্থনে বহরমপুরে প্রচার সেরে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড এবং খুব স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এল অধীর প্রসঙ্গ৷

অন্যান্য জায়গায় বক্তৃতা করার সময়েও কথায় কথায় অধীর চৌধুরীর বিরুদ্ধে সমালোচনায় সরব হতে দেখা যায় অভিষেককে৷ বুধবার অবশ্য তার চেয়েও এক পা এগিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাঁকে৷

আরও পড়ুন: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?

এদিনের সভায় বক্তৃতার সময় অধীরকে ‘বিজেপির ডামি ক্যানডিডেট’বলে তোপ দেগেছেন অভিষেক৷ তিনি বলেন, ‘‘অধীর চৌধুরী আপনাদের ভরসাকে কীভাবে শেষ করেছেন তিলতিল করে…যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিকে পাশে বসিয়ে বলছে বিজেপিকে সরাতে হবে, সেদিন অধীর চৌধুরী বলছেন মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে, যে তৃণমূলকে হঠাও।’’

তাঁর কথায়, ‘‘উনি তো কোনওদিন বিজেপির কোনও নেতাকে বলেন না এখানে এসে দাঁড়ান। অধীর চৌধুরী হচ্ছে বিজেপি-র ডামি ক্যান্ডিডেট। অধীর চৌধুরী নিজেও ভোট দিতে যাবেন উনি নিজেও বিজেপিকে ভোট দেবেন। তৃণমূলকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না। আমি আরও একটা ভবিষ্যৎ বাণী করে গেলাম, অধীর চৌধুরী এখানে ৩ নম্বর হবেন। এখানে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপি-র।’’

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট

এমনকি, বিজেপির সঙ্গে অধীরের ‘সেটিং’ রয়েছে বলেও মন্তব্য করেন অভিষেক৷ তাঁর কটাক্ষ, ‘‘অধীর চৌধুরীকে একবারও নোটিস পাঠিয়ে ইডি, সিবিআই ডাকেনি। তাহলে সেটিং-টা কার? যেখানে রাহুল গান্ধি, সনিয়া গান্ধিকে ঘণ্টার পর ঘণ্টা ডেকে বসিয়ে রেখেছিল।….এখানে একমাত্র ইন্ডিয়ার জোট হয়নি তার কারণ অধীর চৌধুরী।’’

Adhir Chowdhury: স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন অধীর? স্থাবর সম্পত্তি ‘শূন্য’! স্ত্রী কোটি কোটির মালিক, রইল হলফনামার চমকে দেওয়া হিসেব

*১৯৯৯ সাল থেকে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী ছাড়া অন্য কেউ দাগ কাটতে পারেননি। পরপর পাঁচ বছর একই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তিনি। আর এবার ষষ্ঠবারের জন্য ওই কেন্দ্র থেকেই সাংসদ হওয়ার দৌঁড়ে বুধবার ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। 
*১৯৯৯ সাল থেকে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী ছাড়া অন্য কেউ দাগ কাটতে পারেননি। পরপর পাঁচ বছর একই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তিনি। আর এবার ষষ্ঠবারের জন্য ওই কেন্দ্র থেকেই সাংসদ হওয়ার দৌঁড়ে বুধবার ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী।
*মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে অধীর রঞ্জন চৌধুরী জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকেই তার এবং তার পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ থেকে শুরু করে পাঁচবারের সাংসদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অধীর রঞ্জন চৌধুরী কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতদূর? সংগৃহীত ছবি। 
*মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে অধীর রঞ্জন চৌধুরী জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকেই তার এবং তার পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ থেকে শুরু করে পাঁচবারের সাংসদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অধীর রঞ্জন চৌধুরী কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতদূর? সংগৃহীত ছবি।
*অধীর রঞ্জন চৌধুরী ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত শেষ পাঁচ অর্থবর্ষে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ২৩ হাজার ৮৮৫ টাকা, ১৪ লক্ষ ৪৭ হাজার ৩৮০ টাকা, ১৪ লক্ষ ৫ হাজার ৪৮০ টাকা, ২১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং ৯ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা। সংগৃহীত ছবি। 
*অধীর রঞ্জন চৌধুরী ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত শেষ পাঁচ অর্থবর্ষে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ২৩ হাজার ৮৮৫ টাকা, ১৪ লক্ষ ৪৭ হাজার ৩৮০ টাকা, ১৪ লক্ষ ৫ হাজার ৪৮০ টাকা, ২১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং ৯ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা। সংগৃহীত ছবি।
*স্ত্রী অতসী চ্যাটার্জী চৌধুরী শেষ পাঁচ বছরে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ৬৩৫ টাকা, ৩ লক্ষ ৩৯ হাজার ৩৫০ টাকা, ২ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা, ৬ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা এবং ১১ লক্ষ ৫৬ হাজার ১১০ টাকা। সংগৃহীত ছবি। 
*স্ত্রী অতসী চ্যাটার্জী চৌধুরী শেষ পাঁচ বছরে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ৬৩৫ টাকা, ৩ লক্ষ ৩৯ হাজার ৩৫০ টাকা, ২ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা, ৬ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা এবং ১১ লক্ষ ৫৬ হাজার ১১০ টাকা। সংগৃহীত ছবি।
*অধীর রঞ্জন চৌধুরীর নামে মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে মোট ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ছাড়াও দু'জনের নামেই দুটি করে পিপিএফ-সহ অন্য খাতে বিনিয়োগ রয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর নামে রয়েছে একটি গাড়ি এবং তার স্ত্রীর নামে রয়েছে দুটি গাড়ি। সংগৃহীত ছবি। 
*অধীর রঞ্জন চৌধুরীর নামে মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে মোট ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ছাড়াও দু’জনের নামেই দুটি করে পিপিএফ-সহ অন্য খাতে বিনিয়োগ রয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর নামে রয়েছে একটি গাড়ি এবং তার স্ত্রীর নামে রয়েছে দুটি গাড়ি। সংগৃহীত ছবি।
*অধীরের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৪ লক্ষ ৪১ হাজার ১৪৪.৫২ টাকা। তার সন্তানের নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৯২ হাজার ৮৪ টাকা। অধীর রঞ্জন চৌধুরীর নামে কোন চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি নেই, নিজের নামে নেই কোনও বাড়ি। সংগৃহীত ছবি। 
*অধীরের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৪ লক্ষ ৪১ হাজার ১৪৪.৫২ টাকা। তার সন্তানের নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৯২ হাজার ৮৪ টাকা। অধীর রঞ্জন চৌধুরীর নামে কোন চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি নেই, নিজের নামে নেই কোনও বাড়ি। সংগৃহীত ছবি।
*তবে অচাষযোগ্য জমি সহ বেশ কিছু সম্পত্তি রয়েছে তার স্ত্রী ও সন্তানের নামে। এ ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য হলেও তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং সন্তানের নামে রয়েছে ৪৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। এছাড়াও নিজের নামে কোনও লোন না থাকলেও তার স্ত্রীর নামে বাড়ির জন্য ২৪ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকার লোন রয়েছে। সংগৃহীত ছবি। 
*তবে অচাষযোগ্য জমি সহ বেশ কিছু সম্পত্তি রয়েছে তার স্ত্রী ও সন্তানের নামে। এ ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য হলেও তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং সন্তানের নামে রয়েছে ৪৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। এছাড়াও নিজের নামে কোনও লোন না থাকলেও তার স্ত্রীর নামে বাড়ির জন্য ২৪ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকার লোন রয়েছে। সংগৃহীত ছবি।
*অধীর রঞ্জন চৌধুরী হলফনামায় উল্লেখ করেছেন নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যেখানে তিনি জানিয়েছেন, ১৯৭০ সালে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট থেকে তিনি নবম শ্রেণি পাশ করেছিলেন। সংগৃহীত ছবি।
*অধীর রঞ্জন চৌধুরী হলফনামায় উল্লেখ করেছেন নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যেখানে তিনি জানিয়েছেন, ১৯৭০ সালে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট থেকে তিনি নবম শ্রেণি পাশ করেছিলেন। সংগৃহীত ছবি।

Abhishek Banerjee: ‘বিজেপির হাত শক্ত করছে কে?’ মালদহ-মুর্শিদাবাদে ভোটের আগে অভিষেকের নিশানায় অধীর

সামসি: আগামী ৭ মে মালদহের দুই কেন্দ্রে নির্বাচন৷ এ ছাড়াও ভোট রয়েছে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদের দুই কেন্দ্রে৷ তার আগে এ দিন মালদহের সামসিতে সভা করতে গিয়ে অধীর এবং কংগ্রেসকেই নিশানা করেন অভিষেক৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘অধীর চৌধুরী বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভাল। বিজেপির হাত শক্তিশালী করছে কারা দেখুন? আর যোগী-শাহদের বিরুদ্ধে কে লড়াই করছে? যোগী আদিত্যনাথ বহরমপুরে সভা করতে এসে অধীর চৌধুরী নিয়ে একটা কথা বলেনি। আসলে চোরে চোরে মাসতুতো ভাই। আমরা দিল্লিতে মানুষের অধিকার চেয়ে আন্দোলন করেছি। একদিনও অধীর চৌধুরী যোগ দেয়নি। এদের কি উচিত ছিল না তৃণমূলের পাশে দাঁড়ানো? একদিনও দাঁড়ায়নি।’

আরও পড়ুন: কুণালকে পদ থেকে সরাল তৃণমূল, তাপস রায়ের প্রশংসা করেই পড়লেন দলের রোষে?

গত লোকসভা নির্বাচনেও মালদহ জেলায় কংগ্রেস বিজেপির সুবিধা করে দিয়েছিল বলে অভিযোগ করেন অভিষেক৷ তিনি বলেন, ‘এই মালদহ থেকে ভোট কাটাকাটি করে কংগ্রেস বিজেপির সুবিধা করেছিল। বাংলায় একটা কথা আছে নিজের নাক কেটে, পরের যাত্রা ভঙ্গ করা৷ এই মালতিপুর থেকে দেড় লক্ষ লিড চাই। গতবার কংগ্রেস প্রায় ৬৫ হাজার ভোট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৫৪ হাজার। আর এতে সুবিধা হল বিজেপির।’

এতদিন তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলতেন কংগ্রেস এবং বাম নেতারা৷ এ দিন পাল্টা অধীরের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ করে অভিষেক বলেন, ‘তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিক ভাবে গ্রেফতার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখেছে৷ আর এই অধীর চৌধুরী সারদায় নাম থাকা সত্ত্বেও একটা নোটিস পর্যন্ত দেয়নি ইডি, সিবিআই। সেটিংয়ের তত্ত্ব আমরা করছি না৷ মানুষ বুঝতে পারছে। সিপিএম-কংগ্রেস বিজেপির বি-টিম হয়ে কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করছে। ২০১৯ সালে এই কংগ্রেস সাড়ে তিন লক্ষ ভোট না কাটলে এই মালদা উত্তর আসন আশি হাজার ভোটে জিতত না খগেন মুর্মু, জিতত মৌসম নূর। আমাদের দিল্লিতে প্রতিবাদ আরও শক্তিশালী হতো৷ আমি এদের কাছে বশ্যতা স্বীকার করিনা। আমি-আমরা অন্য ধাতুতে তৈরি। এবার মালদহের দুটো আসন আপনারা আমাদের দেবেন।’

Adhir Chowdhury: অধীর চৌধুরীর গলায় CPIM-এর উত্তরীয়! সঙ্গে সেলিম, মুর্শিদাবাদ দেখল ‘জোটের’ জোর

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম মনোনয়নপত্র দাখিল করলেন বৃহস্পতিবার।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম মনোনয়নপত্র দাখিল করলেন বৃহস্পতিবার।
মিছিল করে এসে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর জেলা শাসক কার্যালয়ে।

মিছিল করে এসে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দুইজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর জেলা শাসক কার্যালয়ে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মহম্মদ সেলিম সহ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন পায়ে হেঁটে তারা একসঙ্গে মিছিল করে এসে প্রশাসনিক ভবনের বাইরে মিছিল শেষ করে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মহম্মদ সেলিম সহ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন পায়ে হেঁটে তারা একসঙ্গে মিছিল করে এসে প্রশাসনিক ভবনের বাইরে মিছিল শেষ করে।
পাঁচজনের প্রতিনিধি হিসেবে তারা মনোনয়নপত্র দাখিল করতে ভেতরে আসেন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন নেতা ও কর্মীরা।
পাঁচজনের প্রতিনিধি হিসেবে তারা মনোনয়নপত্র দাখিল করতে ভেতরে আসেন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন নেতা ও কর্মীরা।
মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তৃতীয় দফায়। ইতি মধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পদযাত্রার মধ্যে দিয়েই মনোনয়ন পত্র জমা দেওয়া হল বহরমপুরে জেলা শাসক কার্যালয়ে।
মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তৃতীয় দফায়। ইতি মধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পদযাত্রার মধ্যে দিয়েই মনোনয়ন পত্র জমা দেওয়া হল বহরমপুরে জেলা শাসক কার্যালয়ে।

Adhir Chowdhury: অধীর চৌধুরীর পাঁচ বার নাকি… বহরমপুরের লড়াইতে এবার এক্স ফ্যাক্টর সেই একজনই!

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায়। কী বলছেন জনগণ, আবার কি পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর উপরই ভরসা নাকি, বিজেপির ডাঃ নির্মল সাহা না খোলোয়ার ইউসুফ পাঠান। কী বলছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ? ১৯৫১ সালে বহরমপুর লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।

এটি মুর্শিদাবাদ জেলা প্রতিনিধিত্ব করে এবং বহরমপুর শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বড়ঞা, কান্দি, ভরতপুর, বহরমপুর, বেলডাঙা, রেজিনগর ও নওদা বিধানসভা নিয়ে গঠিত বহরমপুর লোকসভা। ১৯৯৯ সাল থেকে টানা কংগ্রেসের হাতে রয়েছে এই সংসদীয় এলাকা। টানা পাঁচবারের সাংসদ রয়েছেন অধীর চৌধুরী। এবছর লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াই।

আরও পড়ুন: মাত্র ৪৫ সেকেন্ড! গোটা রায়গঞ্জ জুড়ে শোরগোল ফেলে দিল মোদি-কার্তিক কথোপকথন

একদিকে বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা ও অন্যদিকে তৃণমূলের প্রার্থী খেলোয়াড় ইউসুফ পাঠান।২০১৯ সালে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার কে পরাজিত করে পঞ্চম বারের জন্য জয়ী হন অধীর চৌধুরী। কংগ্রেস ভোট পায় ৫লক্ষ ৯১ হাজার ১৬০। যার ভোটদানের হার ছিল ৪৫.৪ %। অন্যদিকে তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার ভোট পেয়েছিলেন ৫লক্ষ ১০ হাজার ৪১০ ভোট। ৩৯.২৬% ভোট পায় শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি তৃতীয় স্হান দখল করেছিল কৃষ্ণ জোয়ারদার আর্য। তার প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৮৩ হাজার ৩৮টি ভোট। যা ছিল ১১ শতাংশ ভোট দানের হার।

তবে অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে পরাজিত করেছিলেন ৮০ হাজার ৬৯৬ ভোটে। তবে এবছর বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলছে, পরিবর্তন চাই, কেউ বা বলছেন প্রত্যাবর্তন। তবে অনেকেই আবার চিকিৎসকের ওপর আস্থা রাখছেন। সাধারণ মানুষের দাবি, এ বছর পরিবর্তনের আশা আছে। তবে বহরমপুরের সিংহাসন কার দিকে‌ যায় তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন।

—-কৌশিক অধিকারী

Adhir Chowdhury: অধীরের পাশে দাঁড়ালেন মহিলারা! কিন্তু কেন এই সিদ্ধান্ত, জানুন

বহরমপুর: ইতিমধ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের হাতে এবার টাকা তুলে দিলেন মহিলা কর্মীরা।তাদের কারও জমির ফসল বিক্রি করে, কারও ছাগল বিক্রি করে, কারও বা স্বামীর এক দিনের রোজগার মিলে মোট প্রায় ১১০০০ টাকা তাদের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হাতে তুলে দিলেন বহরমপুরের মহিলা কংগ্রেস কর্মীরা। কারণ তারা মনে করছেন অধীর চৌধুরী অর্থাৎ দাদার লোকসভা নির্বাচনে কাজে লাগবে এই অর্থ।

অধীরের হাতে এই আর্থিক সাহায্য তুলে দিয়ে খুশি প্রকাশ করেন মহিলারা। ইডির পক্ষ থেকে কংগ্রেসের বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনের আগে। তাই ভোটের সময়ে নির্বাচনের জন্য টাকা খরচ করতে পারবেন না অনেকেই। আর সেই জন্যই এবার মহিলারা তুলে দিলেন আর্থিক অনুদান।

আরও পড়ুন: এই একটি কারণেই ঘাটালের মন জিতে ফেলেছেন তৃণমূল প্রার্থী দেব? জানলে অবাক হবেন

মহিলাদের কথায়, দাদা অধীর রঞ্জন চৌধুরীকে সাহায্য করার জন্য এবং দাদার পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যে ০যতটুকু সঞ্চয় করতে পেরেছেন সেই টাকা দাদার হাতে আজকে আমরা তুলে দিলাম লোকসভা নির্বাচনের জন্য। দাদা আমাদের পাশে থাকে, তাই দাদার পাশে দাঁড়িয়ে সাহায্য করার জন্য এই টাকা তুলে দিলাম।

যদিও এই অর্থ প্রদানকে কটাক্ষ করেছেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। তাঁর দাবি, কিছু ঠিকাদার আছে তারা চাঁদা দিয়েছে মহিলাদের হাত দিয়ে।

—কৌশিক অধিকারী

Lok Sabha Elections 2024: ভোটের মাঠে প্রতিপক্ষ ক্রিকেটার, তাই ব্যাট হাতেই ধামাল প্রচার অধীর চৌধুরী

: এবার ব্যাট হাতে ২২ গজে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। কংগ্রেসের হয়ে এবারেও প্রার্থী হয়েছেন টানা পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
: এবার ব্যাট হাতে ২২ গজে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। কংগ্রেসের হয়ে এবারেও প্রার্থী হয়েছেন টানা পাঁচবারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
ইতিমধ্যেই ভোট প্রচারের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে দুই প্রতিপক্ষের। চলছে একে অপরের বিরুদ্ধে ভোট প্রচারের লড়াই। তবে এবার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সরাসরি ব্যাট হাতে ময়দানে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর বাবু।
ইতিমধ্যেই ভোট প্রচারের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে দুই প্রতিপক্ষের। চলছে একে অপরের বিরুদ্ধে ভোট প্রচারের লড়াই। তবে এবার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে সরাসরি ব্যাট হাতে ময়দানে নেমে পড়লেন বিদায়ী সাংসদ অধীর বাবু।
ডানহাতি ব্যাটসম্যান তিনিও বুঝিয়ে দিতে একেবারে ক্রিকেট ময়দানে বাউন্সার থেকে এয়ারকার্ট সামলালেন নিজের ভঙ্গিতে। মন জয় করলেন দর্শকদের। এমনই এক ঘটনার সাক্ষী থাকল বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর এলাকা।
ডানহাতি ব্যাটসম্যান তিনিও বুঝিয়ে দিতে একেবারে ক্রিকেট ময়দানে বাউন্সার থেকে এয়ারকার্ট সামলালেন নিজের ভঙ্গিতে। মন জয় করলেন দর্শকদের। এমনই এক ঘটনার সাক্ষী থাকল বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর এলাকা।
শক্তিপুর ব্লকের কামনগর এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় অধীরকে ব্যাট হাতে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতে দেখা যায় অধীরকে।
শক্তিপুর ব্লকের কামনগর এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় অধীরকে ব্যাট হাতে। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতে দেখা যায় অধীরকে।
কয়েকদিন আগে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে কয়েকদিন আগেও ভোট প্রচারে গিয়ে ব্যাট হাতে ময়দানে নেমেছিলেন তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ।এবার তার পাল্টা অধীরের।কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানান, স্থানীয় ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাকে আমন্ত্রিত করার কারণে সুযোগ মিলতে ব্যাট ধরেছি। Input- Koushik Adhikary
কয়েকদিন আগে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে কয়েকদিন আগেও ভোট প্রচারে গিয়ে ব্যাট হাতে ময়দানে নেমেছিলেন তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান ।এবার তার পাল্টা অধীরের।কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানান, স্থানীয় ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাকে আমন্ত্রিত করার কারণে সুযোগ মিলতে ব্যাট ধরেছি। Input- Koushik Adhikary

 

Yusuf Pathan Adhir Chowdhury: শ্রীলঙ্কা থেকে অধীর-‘গড়ে’! ইউসুফ পাঠান যা করলেন, বড় টার্গেট বহরমপুরে!

মুর্শিদাবাদ: পড়নে সাদা পাঞ্জাবি আর পাজামা, আর শ্রীলঙ্কা সফর শেষ করেই অবশেষে রাজনীতির পিচে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করে দিলেন অন্যতম ক্রিকেটার ইউসুফ পাঠান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতা থেকে সোজা নবাবের জেলা মুর্শিদাবাদে আসেন ইউসুফ পাঠান।বহরমপুরে আসার পরেই তাকে দলীয় কর্মী ও সমর্থকেরা অর্ভ্যথনা জানান। ইউসুফ পাঠানকে সংবর্ধনা জানানো হয়।

একদা কংগ্রেস গড় হিসেবেই পরিচিত বহরমপুর। টানা পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিপক্ষ হিসেবে লড়াই করবেন শাসকদল ঘাস ফুল প্রতিক চিহ্নে ইউসুফ পাঠান। ইতি মধ্যেই বিজেপি একচুল জমি ছাড়তে নারাজ। বিজেপির প্রার্থী ডাঃ নির্মল সাহা ভোট প্রচার শুরু করেছেন অনেকে আগে থেকেই। তৃণমূলের পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এদিন সভার আয়োজন করা হয়। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার কে সঙ্গে নিয়ে তিনি ঝড়ো ব্যাটিং করতে মাঠে নামেন। তবে বিশ্বকাপের মতো তিনি আগামী দিনে ঝড়ো ইনিংস খেলবেন পাশাপাশি মানুষের কাছে তার গ্রহণ যোগ্যতা তৈরি করবেন বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

বহরমপুর তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জানান, অধীর চৌধুরী কে কটাক্ষ করে বলেন যত বড় ব্যাটসম্যান ততভালো বল করা যাবে। এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তৃণমূল কে। ক্রিকেট ও রাজনীতির ময়দান দুটো আলাদা। সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি আরও এগিয়ে যাব মানুষের ভরসা নিয়ে।

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে রাজনীতির ময়দান, ফলে ভালো খেলা হবে। গুজরাট আমার জন্মভূমি হলেও আমার বহরমপুর আমার কর্মভূমি হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছে আমার অনেক ভালো লাগছে। পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী হলেও আগামী দিনে অনেক পরিবর্তন হবে। ভালোর জন্যই পরিবর্তন আনবে সাধারণ মানুষ।

—– কৌশিক অধিকারী

 Lok Sabha Election 2024: এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি হাইকমান্ড, অধীর ‘গড়ে’ প্রচারে এগিয়ে বিজেপি-তৃণমূল

অধীর চৌধুরীর 'গড়' বলে পরিচিত বহরমপুরে ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল। আগেই বিজেপির দেওয়াল লিখন শুরু হয়েছিল, এবার দেওয়াল লিখন শুরু তৃণমূলের।
অধীর চৌধুরীর ‘গড়’ বলে পরিচিত বহরমপুরে ময়দানে নেমে পড়েছে বিজেপি ও তৃণমূল। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল। আগেই বিজেপির দেওয়াল লিখন শুরু হয়েছিল, এবার দেওয়াল লিখন শুরু তৃণমূলের।
টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান'কে বহরমপুরে প্রার্থী করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী ঘোষণা না করলেও মনে করা হচ্ছে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী'কে প্রার্থী করবে। অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করবেন ডাঃ নির্মল সাহা।
টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান’কে বহরমপুরে প্রার্থী করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী ঘোষণা না করলেও মনে করা হচ্ছে টানা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী’কে প্রার্থী করবে। অন্যদিকে বিজেপির হয়ে লড়াই করবেন ডাঃ নির্মল সাহা।
বিজেপি আগেই দেওয়াল লিখন শুরু করে ছোট ছোট কর্মী সভা করছে। অন্যদিকে সোমবার সকাল থেকেই বহরমপুর পুর এলাকায় দেওয়াল লিখন শুরু করল শাসকদল তৃণমূল কংগ্রেস।
বিজেপি আগেই দেওয়াল লিখন শুরু করে ছোট ছোট কর্মী সভা করছে। অন্যদিকে সোমবার সকাল থেকেই বহরমপুর পুর এলাকায় দেওয়াল লিখন শুরু করল শাসকদল তৃণমূল কংগ্রেস।
বহরমপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় পুরপ্রধান নারুগোপাল মুখার্জিকে।
বহরমপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে দেওয়াল লিখতে দেখা যায় পুরপ্রধান নারুগোপাল মুখার্জিকে।
হাইকমান্ড এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় কংগ্রেস সেই অর্থে প্রচার শুরু করেনি। ফলে বাকি দুই প্রতিপক্ষের থেকে প্রচারে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে তারা। তবে ক্রিকেটার ইউসুফ পাঠানকে গুরুত্ব দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী।
হাইকমান্ড এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় কংগ্রেস সেই অর্থে প্রচার শুরু করেনি। ফলে বাকি দুই প্রতিপক্ষের থেকে প্রচারে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে তারা। তবে ক্রিকেটার ইউসুফ পাঠানকে গুরুত্ব দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী।
এদিকে গরম পড়তে শুরু করেছে রাজ্যে জুড়েই। অন্যদিকে ভোটের আবহাওয়াতে তপ্ত মুর্শিদাবাদ জেলার রাজনীতি। শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। তবে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখনে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নয়।
এদিকে গরম পড়তে শুরু করেছে রাজ্যে জুড়েই। অন্যদিকে ভোটের আবহাওয়াতে তপ্ত মুর্শিদাবাদ জেলার রাজনীতি। শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। তবে নির্বাচনী প্রচারের দেওয়াল লিখনে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে রাজি নয়।