কোন রাজ্যে সবচেয়ে বেশি এসি ব্যবহার হয়?

AC City of India: AC-র ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে? বাংলা নয় কিন্তু, তাহলে? নামটা জাস্ট চমকে দেবে

উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোন উপায় নেই৷ গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজের ও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ তাই ঘরে ঘরে বসছে এসি৷
উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোন উপায় নেই৷ গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজের ও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ তাই ঘরে ঘরে বসছে এসি৷
শীতাতপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী৷ সবস্তরের মানুষই এখন এসি-র সঙ্গে পরিচিত৷ গরমের কটা মাস এসিতে থাকতেই চান সকলে৷ গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ৷ অর্থের চিন্তা দূরে রেখেই৷
শীতাতপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী৷ সবস্তরের মানুষই এখন এসি-র সঙ্গে পরিচিত৷ গরমের কটা মাস এসিতে থাকতেই চান সকলে৷ গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ৷ অর্থের চিন্তা দূরে রেখেই৷
কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার? এই নিয়ে একটি সমীক্ষা হয়েছিল৷ পঞ্চম ন্যাশনল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey-NFHS)-তে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য৷ জানা গিয়েছে যে দেশের মধ্যে চণ্ডীগড়-এ সব থেকে বেশি এসি-র ব্যবহার হয়৷ চণ্ডীগড়ের প্রায় প্রতিটি ঘরে শীতাতপ ব্যবস্থা রয়েছে৷ ৭৭.৯ শতাংশ বাড়িতে রয়েছে এসি৷
কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার? এই নিয়ে একটি সমীক্ষা হয়েছিল৷ পঞ্চম ন্যাশনল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey-NFHS)-তে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য৷ জানা গিয়েছে যে দেশের মধ্যে চণ্ডীগড়-এ সব থেকে বেশি এসি-র ব্যবহার হয়৷ চণ্ডীগড়ের প্রায় প্রতিটি ঘরে শীতাতপ ব্যবস্থা রয়েছে৷ ৭৭.৯ শতাংশ বাড়িতে রয়েছে এসি৷
এরপর রয়েছে দিল্লি৷ ৭৪.৩ শতাংশ বাড়িতে এসির ব্যবহার করা হয়৷ তারপর পঞ্জাব, ৭০.২ শতাংশ এসির ব্যবহার হয় সেখানে৷ এবং হরিয়ানায় ৬১.৮ শতাংশ এসির ব্যবহার হয়৷ এরই পাশাপাশি উঠে এসেছে এমন সব শহরের নাম যেখানে এসির ন্যূনতম ব্যবহার হয়৷
এরপর রয়েছে দিল্লি৷ ৭৪.৩ শতাংশ বাড়িতে এসির ব্যবহার করা হয়৷ তারপর পঞ্জাব, ৭০.২ শতাংশ এসির ব্যবহার হয় সেখানে৷ এবং হরিয়ানায় ৬১.৮ শতাংশ এসির ব্যবহার হয়৷ এরই পাশাপাশি উঠে এসেছে এমন সব শহরের নাম যেখানে এসির ন্যূনতম ব্যবহার হয়৷
চণ্ডীগড় হোক বা দিল্লি বা পঞ্জাব, এসির বাড়বাড়ন্ত ব্যবহারের জন্য তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ উত্তর ভারত তথা গোটা দেশ জুড়ে যেভাবে চড়ছে গরমের পারদ, তাতে এসি ছাড়া উপায় থাকছে না বলে মত সাধারণ মানুষের৷ মূলত মে, জুন, জুলাই মাসে দাপট চলে গরমের৷
চণ্ডীগড় হোক বা দিল্লি বা পঞ্জাব, এসির বাড়বাড়ন্ত ব্যবহারের জন্য তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ উত্তর ভারত তথা গোটা দেশ জুড়ে যেভাবে চড়ছে গরমের পারদ, তাতে এসি ছাড়া উপায় থাকছে না বলে মত সাধারণ মানুষের৷ মূলত মে, জুন, জুলাই মাসে দাপট চলে গরমের৷
তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন মিশছে বাতাসে, যা ওজন হোলের জন্য দায়ী৷ জানিয়েছেন পরিবেশবিদ পভিলা বালি৷ তাঁর মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিৎ৷
তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন মিশছে বাতাসে, যা ওজন হোলের জন্য দায়ী৷ জানিয়েছেন পরিবেশবিদ পভিলা বালি৷ তাঁর মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিৎ৷
আরও এক পরিবেশবিদের মতে, ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মেই ঘর ঠাণ্ডা রাখা যাবে৷ যাতে এসির ব্যবহার করতে হবে না৷
আরও এক পরিবেশবিদের মতে, ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মেই ঘর ঠাণ্ডা রাখা যাবে৷ যাতে এসির ব্যবহার করতে হবে না৷
অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে যে মেঘালয়ে মাত্র ০.৭ শতাংশ বাড়িতে এসির ব্যবহার হয়৷ শুধু মেঘালয় নয়, উত্তরপূর্ব ভারতের আবহাওয়া এমন যে সেখানে এসি বেশি ব্যবহার করতে হয় না সাধারণ মানুষকে৷

অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে যে মেঘালয়ে মাত্র ০.৭ শতাংশ বাড়িতে এসির ব্যবহার হয়৷ শুধু মেঘালয় নয়, উত্তরপূর্ব ভারতের আবহাওয়া এমন যে সেখানে এসি বেশি ব্যবহার করতে হয় না সাধারণ মানুষকে৷