ফাইল ছবি

Accident: হাওড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাসে ধাক্কা লরির! বাসের ভিতরে কান্না-গোঙানি আর রক্ত

হাওড়া: যাত্রীবোঝাই বাসের পিছনে ধাক্কা একটি লরির। ধাক্কার জেরে আহত মহিলা শিশু সহ ৬-৭ জন। ঝিকিরা থেকে হাওড়া আসার পথে হাওড়ার বাকড়ার দোতলা মোড়ের কাছে যাত্রীবোঝাই বাসের পিছনে দ্রুতগতিতে আসা একটি লরি বাসের পিছনে ধাক্কা মারে।

বাসের পিছনে ধাক্কা লাগায় বাসের মধ্যেই ছিটকে পরে যাত্রীরা। আটক করা হয়েছে লরির চালক সহ লরিটিকে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকরি হাসপাতালে। ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন: কলকাতা তো সবচেয়ে বড়, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি জানেন? নাম শুনলে চমকে উঠবেন ১০০% নিশ্চিত

এদিকে, বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে গিয়ে ছ’চাকা বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নবম শ্রেণীর পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম মৃত চন্দ্রশেখর ঘোষ। সে নবম শ্রেণীর পড়ুয়া ছিল। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ডাকবাংলা পানুটিয়া সড়কের পছিপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মৃত ওই পড়ুয়া টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় পিছন দিক দিয়ে আসা একটি ছ’চাকার বালির ডাম্পারের চাকার নীচে পড়ে গেলে মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডাকবাংলা পানুটিয়া সড়কের পছিপাড়া গ্ৰামে।