ফাইল ছবি

Accident: কেন্দ্রীয় বাহিনীর বাসে সপাটে ধাক্কা লরির! ভয়ঙ্কর ঘটনা আরামবাগে, রক্তে ভেসে গেল চারিদিক

আরামবাগ: রুট মার্চ সেরে ফেরার পথে আরামবাগে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন। তার মধ্যে গুরুতর আহত ৪ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ ৬ জন। এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগের ভালিয়া এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে আরামবাগের বাতানল পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে ৩২ জনের কেন্দ্রীয় বাহিনীর একটি টিম। সেই রুট মার্চ শেষে তিনটে নাগাদ বাসে করে থানার দিকে ফিরছিল কেন্দ্রীয় বাহিনীর ওই টিম। ফেরার পথে ভালিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় কেন্দ্রীয় বাহিনীর বাসে সজোরে ধাক্কা মারে একটি লরি।

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

মুথডাঙ্গা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। স্থানীয়দের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার এক ধারে হেলে যায় কেন্দ্রীয় বাহিনীর বাসটি। ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন। তার মধ্যে গুরুতর আহত হন ৪ কেন্দ্রীয় বাহিনী সহ লরির চালক ও বাসের হেলপার। স্থানীয়রা হাত লাগায় উদ্ধার কাজে।

পাশাপাশি ঘটনার পর সেখানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ সহ দমকল বাহিনীর আধিকারিকরা। তারাই আহত ৬ জনকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে, তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে। যদিও ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বাসটি উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে ঘাতক লরিটিও।