ভয়াবহ দুর্ঘটনা

Accident: গাছের উপরে আটকে গাড়ি, ৩ গুজরাতি মহিলার ভয়ঙ্কর পরিণতি! মুহূর্তে সব শেষ

নয়াদিল্লি: আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় এক ভয়াবহ দুর্ঘটনায় তিন ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। তিনজনই গুজরাতের আনন্দের বাসিন্দা। তাঁদের নাম, রেখাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মনীষাবেন প্যাটেল। মারাত্মক গতিতে থাকা এসইউভিটি দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিল কাউন্টিতে দুর্ঘটনার কবলে পরে।

বেপরোয়া গতিতে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে সেটি রাস্তার সব লেন পেরিয়ে একটি বাঁধের গায়ে ধাক্কা মারে বলে খবর। এরপর শূন্যে কমপক্ষে ২০ ফুট লাফিয়ে সেটি সেতুর বিপরীত দিকের একটি গাছের উপরে গিয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

আরও পড়ুন: কারেন্ট ছিল না বাগুইআটিতে, রাত বাড়তেই মিলল তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! যা ঘটল, ভয়াবহ

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চিফ ডেপুটি করোনার মাইক এলিস একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, ‘এটা স্পষ্ট, গাড়িটির গতি ছিল নির্ধারিত সীমার থেকে অনেক বেশি।’ খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবার দায়িত্বে থাকা দক্ষিণ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল, গ্রান্ট ফায়ার অ্যান্ড রেসকিউ ও গ্রিনভিল কাউন্টির একাধিক ইএমএস ইউনিট।

দেখা যায়, গাড়িটি একটি গাছের গায়ে আটকে রয়েছে। এলিস জানিয়েছেন, ‘ভেবে দেখুন, কত বেশি গতিতে থাকলে কোনও গাড়ি রাস্তার ৪-৬ লেন টপকে প্রায় ২০ ফুট লাফিয়ে গাছের উপরে গিয়ে পড়তে পারে।’