শিশু কন্যার শোকাহত পরিবার

Malda News: সাইকেল আরোহী স্কুলপড়ুয়াকে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, মায়ের কোল থেকে ছিটকে মৃত্যু ৯ মাসের শিশুর 

হরষিত সিংহ, মালদহ: শিশুকন্যার চিকিৎসা করিয়ে অটোতে বাড়ি ফিরছিলেন গৃহবধূ। মায়ের কোলে ছিল ৯ মাসের শিশুকন্যা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্ত অটোর সামনে হঠাৎ একটি সাইকেল চলে আসে। ঘটনার অভিঘাতে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুকন্যার। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের খরবা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম আনিসা পারভিন। তার বাবা আতাউর রহমান পেশায় ভিনরাজ্যের শ্রমিক। বাড়ি খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায়।বাবা বর্তমানে ভিন রাজ্যে মিস্ত্রির কাজে রয়েছেন। স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, অটোটি চাঁচল থেকে আশাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ অটোর সামনে এক স্কুলছাত্র সাইকেল নিয়ে চলে আসে। সাইকেল আরোহী স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে অটো উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই শিশু কন্যার।

আরও পড়ুন : ডায়াবেটিসের মুশকিল আসান! সকালে খালি পেটে এক চুমুকে শেষ করুন এক গ্লাস! ব্লাড সুগার কমবে ম্যাজিকের মতো

এদিন সকালে অসুস্থ শিশুকন্যাকে নিয়ে মা সাগরি খাতুন চাঁচল মহাকুমা হাসপাতালে যান ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে অটোয় করে বাড়ি ফিরছিলেন। খরবা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাইকেল নিয়ে যাওয়া এক স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অটোটি উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী জখম হন।এরপরই দুর্ঘটনাস্থলে গুরতর জখম হয় ওই শিশুকন্যাটি। তাকে উদ্ধার করে প্রথমে খরবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।