আগুনে ভষ্মীভূত ইস্তানবুলের সেই পানশালা৷ ছবি- এএফপি

Istanbul fire: ইস্তানবুলের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ ২৯, বাড়তে পারে মৃতের সংখ্যা

ইস্তানবুল: তুরস্কের ইস্তানবুলের একটি পানশালায় আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হল৷ আরও বহু মানুষ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর৷ জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীনই পানশালাটিতে আগুন লাগে৷ ঘটনায় পানশালার ম্যানেজার সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাডোলু এজেন্সির খবর অনুযায়ী, ৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁদের মধ্যে সাতজনেরই অবস্থা আশঙ্কাজনক৷

আরও পড়ুন: বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

জানা গিয়েছে, একটি ১৭ তলা বহুতলের একেবারে নীচের তলায় ওই পানশালাটি ছিল৷ কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য সেটি বন্ধ ছিল৷ তুরস্কের বেসিকটাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ থাকা সত্ত্বেও পানশালাটিতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ যাঁরা মৃত এবং আহত তাঁরা প্রত্যেকেই রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা শ্রমিক বলে মনে করা হচ্ছে৷