প্রতীকী ছবি

Accident: ১২ নম্বর জাতীয় সড়ক বিভীষিকা! একসঙ্গে প্রাণ গেল দু’জনের, কারণ শুনলে চমকে যাবেন

রানাঘাট: প্রায় একই সময়ে ১২ নম্বর জাতীয় সড়কে হবিবপুরে এবং ফুলিয়ায় পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। প্রায় একই সময়ে ১২ নম্বর জাতীয় সড়কে হবিবপুরে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু সাইকেল চালকের। অন্যদিকে, ফুলিয়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় পেশায় এক নৈশপ্রহরীর মৃত্যু হল মোটরসাইকেলের ধাক্কায়।

সূত্রের খবর, প্রথম দুর্ঘটনাটি সম্পর্কে জানা যায় শনিবার রাত ১০ টা নাগাদ ওই রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল দুই যুবক। তখনই সামনে চলে আসে এক সাইকেল আরোহী, মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে সাইকেল চালক রাস্তাতেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে রক্তাক্ত হন সাইকেল চালক। তড়িঘড়ি রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রানাঘাট হাসপাতাল
রানাঘাট হাসপাতাল

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফের প্রবল গরমের সতর্কতা জারি, বৃষ্টি নামবে কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

যদিও মৃত সাইকেল চালকের নাম পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে, আহত হন বাইকে থাকা দুই যুবকও। তাঁদেরকে হবিবপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় আশপাশের এলাকায়। তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: তৃতীয় ‘টিম মোদি’-র মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু, বদলাবে রাজ্য বিজেপির সভাপতি? তুমুল জল্পনা শুরু

দ্বিতীয় দুর্ঘটনাটি ফুলিয়ার পেট্রোল পাম্পের কাছে হয়। এলাকা সূত্রে জানা যায়, কাজে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পেশায় এক নৈশপ্রহরীর। সূত্রের খবর,  শান্তিপুর থানার ফুলিয়া কদমতলা এলাকার বাসিন্দা পেশায় নৈশ প্রহরী বাসুদেব সরকার নামে এক ব্যক্তি শনিবার রাতে কাজে যাওয়ার সময় আনুমানিক রাত ১১ টা নাগাদ ফুলিয়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি লড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

Mainak Debnath