দুর্গা প্রতিমা তৈরি হওয়ার ছবি।

Durga Puja 2024: দেবী দুর্গা এবার কিসে আসছেন জানেন, ফল খুবই মারাত্মক, দেবীর বিদায় কিসে তাও জেনে নিন

দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা! ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার।
দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা! ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার।
মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিন! এদিকে, পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে চেপে এবং তার প্রভাব কি।
মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিন! এদিকে, পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে চেপে এবং তার প্রভাব কি।
দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট- চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার। এরপর ৮ অক্টোবর থেকে পুজো শুরু!
দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট- চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার। এরপর ৮ অক্টোবর থেকে পুজো শুরু!
মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার।
মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার।
এই বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে৷ হিন্দু শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন, তার ফল মহামারী ও দুর্ভোগের সমান।
এই বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে৷ হিন্দু শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন, তার ফল মহামারী ও দুর্ভোগের সমান।
অন্যদিকে শাস্ত্র মতে গজে বা হস্তিতে দেবীর গমন রয়েছে। যার প্রভাব শস্যপূর্ণ বসুন্ধরা- অর্থাৎ ফলে ভাল ফসল উৎপাদন হয়। যার ফল শুভ। Input- Rahi Halder
অন্যদিকে শাস্ত্র মতে গজে বা হস্তিতে দেবীর গমন রয়েছে। যার প্রভাব শস্যপূর্ণ বসুন্ধরা- অর্থাৎ ফলে ভাল ফসল উৎপাদন হয়। যার ফল শুভ। Input- Rahi Halder