বহরমপুরে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী 

Lok Sobha Election 2024: পায়ের তলায় মাটি সরছে আর আক্রমণাত্মক হচ্ছে তৃণমূল কংগ্রেস, পঞ্চম দফায় মন্তব্য অধীরের

মুর্শিদাবাদ: সোমবার চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন পর্ব। ব্যারাকপুর থেকে হুগলি সব জায়গায় বিক্ষিপ্ত অশান্তি মধ্যে দিয়েই চলছে নির্বাচন। অন্য দিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই উত্তপ্ত। বিজেপির প্রার্থী অর্জুন সিং-কে ঘিরে চলছে বিক্ষোভ, অন্য দিকে অর্জুন সিং-ও হুমকি দিচ্ছেন। বহরমপুরে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

জানা গিয়েছে, সোমবার পঞ্চম দফায় খানাকুলে বোমাবাজি হয়েছে। লিলুয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অন্য দিকে, ব্যারাকপুরে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বিজেপির প্রার্থী অর্জুন সিং। আর পঞ্চম দফার লোকসভা নির্বাচন নিয়ে বহরমপুরে সাংবাদিক বৈঠকে সোমবার দুপুরে অধীর চৌধুরী বলেন, তৃণমূল খুব হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে। তাই তারা এত মরিয়া হয়ে যাচ্ছে।

তাই আক্রমণের রাস্তা নিয়ে নিচ্ছেন। প্রথমে তৃণমূলের এতটা তেজ ছিল না। এতটা আক্রমণ ছিল না। কিন্তু যখন নির্বাচন এগিয়ে যাচ্ছে, ততটাই তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি হালকা হয়ে যাচ্ছে। আর যত তাঁরা বুঝতে পারছে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল নয়, বিবর্ণ ভবিষ্যত তাই বেশি বেশি করে আক্রমণাত্মক হচ্ছে। নির্বাচনের পরে আরও আক্রমণ বৃদ্ধি হবে বলেই কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

কৌশিক অধিকারী