আফগানিস্তান বনাম নিউজিল্য়ান্ড দ্বিতীয় দিনের খেলাও বাতিল

Afghanistan vs New Zealand Test : প্রবল বৃষ্টিতে মাঠে জল, কাঠগড়ায় দুর্বল পরিকাঠামো, আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বাতিল

দুর্বল পরিকাঠামো সঙ্গে প্রবল বৃষ্টি৷ গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট হবে কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে মোটে এক টেস্টের সিরিজ শুরু হয়েছে গ্রেটার নয়ডায়৷ কিন্তু টেস্টের প্রথম দিনেই প্রবল বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে যায়৷ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একটি বলও গড়ায়নি বাইশ গজে৷ অপেক্ষা ছিল মঙ্গলবারের৷ সেই মতো দর্শকরাও মাঠে ভিড় করেছিলেন৷ কিন্তু আউট ফিল্ডের অবস্থা খারাপ থাকায়, এদিনও খেলা হয়নি৷ আর এই বিষয়টাই প্রশ্ন তুলে দিল৷ শহীদ বিজয় সিং পথিক স্টেডিয়াম কি আদৌ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার যোগ্য?

আরও খবর : এখনও কোহলি-সচিন-ধোনিদের টেক্কা দিচ্ছেন সৌরভ, কোন ক্ষেত্রে জেনে নিন

সোমবারের প্রবল বৃষ্টিতে মাঠের ক্ষতিগ্রস্থ জায়গাগুলি শুকোনোর জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ সুপারসপার, ফোম শিট, টেবিল ফ্যান দিয়ে চেষ্টার ত্রুটি রাখেননি গ্রাউন্ড স্টাফেরা৷ এতেও যখন সমস্যার সমাধান হয়নি, মাঠ কর্মীরা তখন অভিনব পন্থায় মাঠ শুকোনোর চেষ্টা শুরু করেন৷ প্র্যাকটিসের জায়গা খুঁড়ে সেখান থেকে ঘাস নিয়ে মাঠে বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷

টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল হলেও, কিউয়িরা প্র্যাকটিসে নেমেছিল৷ কেন উইলিয়ামসন, ম্যাট হেনরি এবং গ্লেন ফিলিপসরা দুপুরের দিকে নেট প্র্যাকটিসে নেমেছিলেন।

আরও খবর : চার মাস নির্বাসিত আনোয়ার, সঙ্গে মোটা অঙ্কের ক্ষতিপূরণ! শাস্তি ইস্টবেঙ্গলের

ম্য়াচ না হলেও, নয়ডার দর্শকরা কিউয়ি প্র্যাকটিস ভালোই উপভোগ করলেন৷ ভেজা উইকেটে ব্যাট করছিলেন টম ল্যাদাম৷ ম্যাট হেনরির একটা বল ভুল জাজমেন্ট করে বসতেই তাঁর স্টাম্প ছিটকে গেল৷ আর তা দেখেই হৈ হৈ করে উঠলেন মাঠে উপস্থিত ক্রিকেট ভক্তেরা৷ প্র্য়াকটিসে উপস্থিত ছিলেন ড্যারিল মিচেল এবং রচিন রবীন্দ্রও৷ ছিলেন কিউয়িদের স্পিন পরামর্শদাতা রঙ্গনা হেরাথও৷