মহিলারা কতটা স্বাধীন !

Hooghly News: দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নারী? স্বাধীনতা দিবস নিয়ে মুখ খুললেন বাংলার মেয়েরা

হুগলি: ১৯৪৭ সালের পর ৭৭ বছর পেরিয়েছে। দেশ স্বাধীন হয়েছে। তবে ৭৮ তম স্বাধীনতা দিবস এর আগের রাত থেকে একটাই কথা বার বার শোনা যাচ্ছে, আমাদের স্বাধীন দেশে কি মহিলারা আদৌ স্বাধীন?

আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার ভয়াবহতায় তাজ্জব দেশবাসী। প্রশ্ন জাগছে অনেকের মনেই, মহিলারা চিরকালই কি নির্যাতনের শিকার হবেন? তাঁরা কি চির পরাধীন! ১৪ অগাস্ট ‘রাত দখল’-এর লড়াইয়ে এগিয়ে এসেছেন দেশ বিদেশের মহিলারা। প্রতিবাদী স্বর তুলেছেন তাঁরা।

আরও পড়ুন- বাসের মধ্যে নাবালিকাকে গণধর্ষণ! আরজি কর কাণ্ডের মাঝে আর এক ভয়াবহতার নজির

দিন কয়েক আগে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন, সেখানেও তাঁকে বলতে শোনা যায়, “মেয়েরা কি স্বাধীন ?”  রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দেশ স্বাধীন হলেও মেয়েরা কি এখনও স্বাধীন হতে পেরেছে ! নির্ভাবনায় নির্বিঘ্নে মহিলা নাকি চলাচল করতে পারে। রাত বিরেতে কোন মহিলা একা কী বাড়ি ফিরতে পারে ! যদি এগুলো না হয় তাহলে মহিলাদের স্বাধীনতা কোথায় !” শুধুমাত্র কলকাতা নয়, দিল্লি হাথরস সহ একাধিক জায়গায় যে ধরনের ঘটনা ঘটে চলেছে তাতে বলা চলে স্বাধীন দেশে মহিলারা এখনো স্বাধীন নয়।

একই রকম ভাবে, হাজারো মহিলা রাস্তায় নেমেছিল এক তিলোত্তমার শাস্তির দাবি চেয়ে। রাত দখলের লড়াইটা শুধুই ধর্ষকের শাস্তি নয় তার সঙ্গে ছিল নারী স্বাধীনতার প্রথমপর্যায়। অসংখ্য মহিলাদের মুখে একটাই প্রশ্ন তারা কি স্বাধীন ! ঠিক কিভাবে দেখলে বোঝা যাবে নারী স্বাধীনতা ?

এ বিষয়ে এক মহিলা জানান, মেয়েরা স্বাধীন হবে সেই দিনই, যখন নারী ও পুরুষের অধিকার খাতায়-কলমে নয় বরং বাস্তবে সমান হবে। এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারে বাড়ির মেয়েদের ঘরে ফেরার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়। বলে দেওয়া হয়, কোন পোশাক তাঁরা পরবেন আর কোনগুলো পরবেন না। এক জন ছেলেকে কোনও কিছুর জবাবদিহি করতে হয় না, আক্ষেপ সেই মহিলার।

আর একজন মহিলার দাবি, তিনি রাতে বাইরে বেরোলেই সমস্যা হয় তাঁর পরিবারের।  তিনি বলেন, “এতে পরিবারের লোকের কোন দোষ নেই আসলে। দোষ পুরুষতান্ত্রিক সমাজের।” পুরুষরা নারীদের ভোগপণ্য হিসাবে ভাবা বন্ধ করবে যে দিন, সে দিনই স্বাভাবিক হবে চারপাশ, দাবি নারীদের। যে দিন সঠিক শিক্ষা পৌঁছাবে নারী-পুরুষ নির্বিশেষে, যে দিন সমাজে একজন মহিলা ও একজন পুরুষের সমান অধিকার হবে সেই দিনই হবে মহিলাদের স্বাধীনতা, জানালেন নারীরা।

এ বিষয়ে সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক দিপ্সিতা ধর বলেন, “এ সমাজ মেয়েদের বার বার পিছিয়ে দিয়েছে। এই সমাজে মেয়েরা এখনও স্বাধীন নয়। শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়ে যে ঘটনা ঘটে চলেছে তাতে বলা যায় না নারী বা পুরুষ সমান ভাবে রয়েছে। যে দিন দাঁড়িপাল্লায় নারী ও পুরুষের সমান মর্যাদা আসবে সেই দিনই হবে স্বাধীনতা।”

রাহী হালদার