মিনাখার উচিলদাহে ধরা পড়ল কুমির 

North 24 Parganas News: দীর্ঘদিন অপেক্ষার পর, অবশেষে মাছের জালে ধরা পড়ল কুমির

বসিরহাট: দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষীদের জালে ধরা পড়ল কুমির। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙ্গাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির। বেশ কিছুদিন আগে মিনাখা, হারোড়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল, এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নদীতে নামতে ভয় পান।

আরও পড়ুনঃ দুয়ারে হাসপাতাল! ব্যতিক্রমী উদ্যোগ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের

তারপরে বেশ কয়েক দিন বিভিন্ন মাছের ভেরিতে গিয়ে কখনও মাছ কখনও ছাগল খাচ্ছিল। এই কুমিরটি ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। তারা বিভিন্ন জায়গায় মাছের ভেরি ও ফিসারীতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য, এদিন রাতে একটি মেছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল কুমিরটি।

এলাকার মানুষও তাকিয়ে ছিল কখন কুমিরটি আসবে, কুমিরটি মাছের ভেরিতে ঢোকার পর পরেই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে, এবং উপরে ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে কয়েকজন মৎস্যজীবী। এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিশ্বাস ফেলল। বনদফতরকে খবর দেওয়া হয়েছে, এই ধৃত কুমিরটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার মানুষ।

জুলফিকার মোল্যা