সংসদে বিরোধীদের আক্রমণ রেলমন্ত্রীর

Ashwini Vaishnaw on Rail Accident: ‘মমতার আমলে রেল দুর্ঘটনার পরিসংখ্যানে যাঁরা টেবিল বাজাতেন, এখন তাঁরা…’, বেনজির আক্রমণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

নয়াদিল্লি: দেশে একের পর এক রেল দুর্ঘটনা। ধারাবাহিক দুর্ঘটনার জেরে কোটি কোটি মানুষের মনে ট্রেনযাত্রায় আশঙ্কা-আতঙ্ক। বাজেটের পরে দুর্ঘটনা নিয়ে লোকসভায় মুখ না খুলে বুলেট ট্রেনের স্তুতি করায় বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে বৃহস্পতিবার যেন সুধে-আসলে পাল্টা আক্রমণে নামলেন রেলমন্ত্রী।

লোকসভায় জোরদার ভাষণে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল তুলে এনে খোঁচা তো দিলেনই, পাশাপাশি ৫৮ বছরের কংগ্রেস জমানাকে কাঠগড়ায় তুলে প্রশ্ন ছুড়লেন, ‘যাঁরা চিৎকার করছেন, তাঁরা কেন এক কিলোমিটার যাত্রা করা ট্রেনেও অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি?’

আরও পড়ুন: বাড়িতে শেষ কথা রাত ১০টায়, পরে ঘুমন্ত ট্রেনে দুর্ঘটনা! সেদিন হাওড়া-মুম্বই মেলে ছিলেন মালদহের ৩ ফলবিক্রেতা

বাজেট অধিবেশনে শেষ কয়েকদিন পর পর রেল দুর্ঘটনার কথার বদলে অশ্বিনী বৈষ্ণবের মুখে কেবলমাত্র বুলেট ট্রেনের স্তুতি শোনা যাচ্ছিল বলে অভিযোগ বিরোধীদের। এদিন তারই পাল্টা রেলমন্ত্রী বলেন, ‘যাঁরা এখানে চিৎকার করছেন, তাঁরা ৫৮ বছর ক্ষমতায় থাকার পরেও কেন এক কিলোমিটার যাত্রা করা ট্রেনে অটোমেটিক ট্রেন প্রোটেকশন চালু করতে পারেননি? এই প্রশ্ন তুলতে তাঁরা ভয় পান।’

আরও পড়ুন: কালো মেঘে ঢেকেছে আকাশ! ৩ জেলায় মুষলধারে নামবে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর

রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল টেনে অশ্বিনী বৈষ্ণবের দাবি, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, উনি দুর্ঘটনার পরিসংখ্যানে বলতেন ০.২৪ থেকে কমে হার হয়েছে ০.১৯। তখন তা শুনে এখানে এঁরা টেবিল বাজাতেন। আজ যখন দুর্ঘটনার হার ০.১৯ থেকে কমে ০.০৩ হয়েছে তখন এরা দোষ দিচ্ছেন। এভাবে দেশ চলে? ট্রোল আর্মির সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অভিযোগ তুলেই চলেছে কংগ্রেস। এঁরা কি ২ কোটি ভারতবাসী যাঁরা ট্রেনে রোজ যাতায়াত করেন, তাঁদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছেন?’