হকার্স কর্নার 

Malda News: পথ দেখাচ্ছে মালদহের এই পুরসভা! উচ্ছেদের পর পুনর্বাসন হকারদের!

মালদহ: শুধুমাত্র উচ্ছেদ নয়, পুনর্বাসন দিচ্ছে পুরসভা। রাজ্যে প্রথম মালদহের ইংরেজবাজার পুরসভার এমন উদ্যোগ। অনান্য জেলাকে পথ দেখাচ্ছে। রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যে প্রতিটি জেলায় ফুটপাত দখল মুক্ত করতে জবরদখল তুলে দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী দোকান। তবে শুধুমাত্র উচ্ছেদ নয়, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে নজির গড়ল ইংরেজবাজার পুরসভা।

পুরসভার পক্ষ থেকে সরকারি জমির উপর তৈরি করা হয়েছে হকার্স কর্নার। সেখানেই উচ্ছেদ করা ব্যবসায়ীদের দোকান দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে হকার্স কর্নারে দোকান দেওয়া হয়েছে। ব্যবসায়ী কৃত্তিবাস সরকার বলেন, আগে আমরা রোদ বৃষ্টির মধ্যে ফুটপাতে দোকান করতাম। একবার আমাদের দোকান ভেঙ্গে দেয়া হয়েছিল। পুরসভার পক্ষ থেকে আমাদের স্থায়ী দোকান করে দেয়া হলো আমরা খুব খুশি।

আরও পড়ুন:চোখের নিমেষে গঙ্গায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি! ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

মালদহ শহরের মালঞ্চপল্লী রেলগেটের সামনে এই হকার্স কর্নার তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে এখানে ৫৭ টি দোকান তৈরি করা হয়েছে। এই হকার্স কর্নারের নাম দেওয়া হয়েছে গৌড়বঙ্গ হকার্স কর্নার। সরকারি জমির উপর তৈরি হয়েছে এই হকার্স কর্নার। আগামীতে আরও দোকান তৈরির পরিকল্পনা রয়েছে এখানে। দোকান ছাড়াও এখানে থাকবে পার্কিং জোন সুলভ শৌচাগার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ