২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার চালু করার কথা বলেছিলেন। সেই মোতাবেক লক্ষীর ভাণ্ডার চালু হয় গোটা রাজ্যজুড়ে।

Mamata Banerjee in Alipurduar: জলপাইগুড়ির পরে আলিপুরদুয়ার! ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মমতা

আলিপুরদুয়ার: জলপাইগুড়ির পাশাপাশি রবিবারের ঘূর্ণিঝড়ে তছনছ হয়েছে আলিপুরদুয়ারেরও একাংশ। সোমবার জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘আমি সারা রাত জলপাইগুড়িতে ছিলাম। আজএখানে পৌঁছেছি। ত্রাণ শিবিরে থাকা পরিবারের সঙ্গে কথা বলেছি। মানুষ সর্বস্ব হারিয়ে তাপসিখাতা স্কুলের ত্রাণ শিবিরে রয়েছে। আমাদের সরকার সবরকম সহায়তা করবে। সময়মতো ব্যবস্থা নেওয়া এবং ত্রাণ শিবিরগুলি তৈরি করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাবিনি। তবু আমি উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করব কারণ আমাদের প্রশাসন এখানে রয়েছে। আলিপুরদুয়ারে আহত কম হয়েছে, মানুষ প্রাণে বেঁচে গিয়েছেন, কিন্তু তাঁরা সব হারিয়েছেন। আমি বলব চিন্তা করবেন না, প্রশাসন আছে। প্রশাসন সার্ভে করে, যার যতটুকু প্রয়োজন, সেই ব্যবস্থা যেন করে।’

রবিবার বিকালে কিছুক্ষণের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিভিন্ন এলাকা। কয়েক মিনিটের ঝড়ের অভিঘাত কতটা সাংঘাতিক, তা বুঝিয়ে দিয়েছিল পাঁচজনের মৃত্যু। প্রচার কর্মসূচি বানচাল করে আশু ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে রবিবারেই উত্তরবঙ্গ ছোটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের বেশকিছু এলাকাও। সোমবার দুপুরের সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আলিপুরদুয়ারের ৬ মাইলের একটি প্রাথমিক স্কুলের ত্রাণ শিবিরে পৌঁছে মুখ্যমন্ত্রী। কথা বলেন পীড়িতদের সঙ্গে।