পুজো

Alipurduar News: ধান গাছ পুজো করে ধান কাটা শুরু! বোরো জনজাতির এই পুজো বড় উৎসব

আলিপুরদুয়ার: লক্ষ্মী পুজোর পর থেকে ধানগাছ পুজো শুরু হয় বোরো সমাজে।ধানগাছ শ্রী-র প্রতীক তাদের কাছে।প্রতিদিনই দেখা যাচ্ছে খেতে ধানগাছের পুজো হতে।
কোজাগরী লক্ষী পুজোর পর থেকে গ্ৰাম বাংলার বোরো সমাজের মানুষেরা ধান কাটার আগে গাছের পুজো করে থাকেন। তাদের এই নিয়ম একটু অন‍্য রকমের।উত্তরবঙ্গের বোরো জনজাতির মানুষেরা এই পুজোর জন‍্য প্রথমে বাজার থেকে ফল,পুজোর সামগ্ৰী ক্রয় করে আনেন। সকাল হলেই বোরো জনজাতির মহিলারা সকালে নদীতে গিয়ে স্নান সেরে নতুন কাপড় পরে তারা ধান খেতে যায়। সেখানে তাঁরা ধান গাছ পুজো করেন। এই সময় কোনও পুরোহিতের দরকার পড়ে না।

আরও পড়ুন: আজও রীতি মেনে রাস চক্র নির্মাণ করে এই পরিবার, প্রথা মেনে বসে ঐতিহ্যবাহী রাসমেলা

বোরো সমাজের এক মহিলা জানান,\”এই পুজো যুগ যুগ ধরে হয়ে আসছে।লক্ষ্মী পুজোর পর থেকে আমরা ধান গাছ পুজো শুরু করি।ধান কাটার আগে আমাদের এই পুজো হয়।এই দিনগুলি উৎসবের মত আমাদের কাছে।”

আরও পড়ুন: নতুন শাড়ি গয়নাতে কনের সাজে পালন করবা চৌথ! অনন্য রীতিতে জমজমাট কালচিনি

পুজো শেষে ধান ক্ষেত থেকে দু’টি ধান গাছ তুলে ঘরে নিয়ে আসেন তারা। সেই দুটি ধান গাছ মন্দিরে স্থাপন করেন মহিলারা। ধান গাছকে নতুন কাপড় পড়িয়ে সাজান হয়।সারাবছর পুজো করা হয় এই ধানগাছের।
Annanya Dey