কলা চাষ করে লাভবান 

Make Double Profits: উঁচু জমিতে করুন এই কলার চাষ! স্বল্প খরচে হবে দ্বিগুণ লক্ষীলাভ

স্বল্প খরচে হতে পারে দ্বিগুণ লক্ষীলাভ! উত্তরের চাষিদের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কৃষকরা চা পাতা, সবজি চাষ ছেড়ে ঝুঁকছেন মালভোগ কলা চাষে।প্রথাগত চাষে লাভের পরিমাণ কম এবং সময় লাগে অনেকটাই বেশি। আর মালভোগ কলা চাষে খরচ নিমিত্ত মাত্র। কিন্তু মাত্র ১০ মাসেই প্রতি এক জমির পরিপ্রেক্ষিতে দেড় লাখ টাকার উপরে লাভ করা সম্ভব।
স্বল্প খরচে হতে পারে দ্বিগুণ লক্ষীলাভ! উত্তরের চাষিদের নয়া দিশা দেখাচ্ছে এই চাষ। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কৃষকরা চা পাতা, সবজি চাষ ছেড়ে ঝুঁকছেন মালভোগ কলা চাষে।প্রথাগত চাষে লাভের পরিমাণ কম এবং সময় লাগে অনেকটাই বেশি। আর মালভোগ কলা চাষে খরচ নিমিত্ত মাত্র। কিন্তু মাত্র ১০ মাসেই প্রতি এক জমির পরিপ্রেক্ষিতে দেড় লাখ টাকার উপরে লাভ করা সম্ভব।
কলা চাষ করতে খুব একটা বেশি জায়গা কিংবা পরিচর্যায় সময়ের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সঠিক পদ্ধতি এবং সঠিক সময়ের। খানিকটা উঁচু জমিতে মালভোগ কলা চাষ ভাল হয়। সার কিংবা সেচ ব্যবস্থার প্রয়োজন খুবই কম।
কলা চাষ করতে খুব একটা বেশি জায়গা কিংবা পরিচর্যায় সময়ের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সঠিক পদ্ধতি এবং সঠিক সময়ের। খানিকটা উঁচু জমিতে মালভোগ কলা চাষ ভাল হয়। সার কিংবা সেচ ব্যবস্থার প্রয়োজন খুবই কম।
অন্যান্য চাষের তুলনায় এই চাষের পরিশ্রমও নেই। সঠিক সময়ে সঠিক সার কীটনাশক প্রয়োগ করলে ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে না।
অন্যান্য চাষের তুলনায় এই চাষের পরিশ্রমও নেই। সঠিক সময়ে সঠিক সার কীটনাশক প্রয়োগ করলে ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে না।
এই চাষে আরেকটি বড় সুবিধা হল, একবার গাছ লাগালে ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের কৃষকরা প্রথাগত চাষের থেকে বেরিয়ে মালভোগ কলা চাষে সাফল্য পেয়েছেন বেশি।তাদের কথায়, সবজি চাষের তুলনায় অনেক বেশি লাভ হচ্ছে কলা চাষে।
এই চাষে আরেকটি বড় সুবিধা হল, একবার গাছ লাগালে ৩ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের কৃষকরা প্রথাগত চাষের থেকে বেরিয়ে মালভোগ কলা চাষে সাফল্য পেয়েছেন বেশি।তাদের কথায়, সবজি চাষের তুলনায় অনেক বেশি লাভ হচ্ছে কলা চাষে।
কৃষকদের মধ্যে কলা চাষ বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক লাভের পরিমাণ বেড়েছে কৃষকদের। ভবিষ্যতে জেলায় আরও কলা চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।
কৃষকদের মধ্যে কলা চাষ বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক লাভের পরিমাণ বেড়েছে কৃষকদের। ভবিষ্যতে জেলায় আরও কলা চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।