প্রতীকী ছবি

Leopard Menace: ভয়ে দুচোখের পাতা এক করতে পারেন না পূর্ব সাঁতালির বাসিন্দারা! কিসের ভয় জানেন!

আলিপুরদুয়ার: বুনো হাতির তান্ডব কম ছিল না,বর্তমানে লেপার্ডের আতঙ্ক প্রবল রূপ ধারণ করেছে কালচিনির পূর্ব সাঁতালি এলাকায়। আতঙ্কে দু-চোখের পাতা এক করতে পারেন না বাসিন্দারা। এখনও পর্যন্ত এলাকা থেকে প্রায় ১০ টি গবাদি পশু নিখোঁজ। যদিও হারিয়ে গিয়েছে বলা চলে না,কারণ ওই গবাদি পশুগুলির দেহাংশ পাওয়া গিয়েছে এলাকার জঙ্গলের সামনে।

এমনকি সন্ধ‍্যারাতে লেপার্ড এলাকাতে ঘুরতে দেখেছেন এলাকাবাসীরা। এই বিষয়ে সুমন্ত কার্জি নামের এক বাসিন্দা জানান,”আমাদের বনবস্তি এলাকা। এখানে রাত হয় খুব তাড়াতাড়ি। সন্ধ‍্যারাতেই আমরা ঘর থেকে বেরনো বন্ধ করি। আমি দুদিন দেখেছি সন্ধ‍্যাবেলায় এলাকায় লেপার্ড ঘুরছে। আমার চোখের সামনে দিয়ে লেপার্ড গিয়েছে।” পূর্ব সাঁতালি এলাকা চাষবাসের জন‍্য পরিচিত। ধান,ভুট্টা,সুপুরি ও নানা সবজি চাষ হয় এখানে।

আরও পড়ুন: বিরল প্রজাতির রেড ন‍্যাপড আইবিস পাখি উদ্ধার! কোথায় পাওয়া যায় গেল

এই চাষবাসের কারণে হাতির হানা রোজ লেগেই থাকে। মাঝেমধ‍্যে জঙ্গল থেকে বেড়িয়ে আসে বাইসন। গবাদি পশু টেনে নিয়ে যাওয়ার নেশায় এখন এলাকাতে আসছে লেপার্ড। রাতে একটু কুকুরের আওয়াজ পেলেই ঘর থেকে বেড়িয়ে যান এলাকাবাসীরা। এইভাবে আর কতদিন? প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। কারণ লেপার্ডের মত হিংস্র প্রাণীকে তাড়ানোর উপায় জানা নেই তাদের। এই বিষয়ে হ‍্যামিল্টনগঞ্জ রেঞ্জ সূত্রে জানা যায়, এলাকাবাসীরা রেঞ্জ অফিসে এসে অভিযোগ জানালেই পদক্ষেপ নেওয়া হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey