গরমের ছুটি পড়তেই চিন্তা বাড়লো ছাত্র-ছাত্রীদের কারণে অবাক হবেন

Howrah News: স্কুলে গরমের ছুটি পড়তেই চিন্তিত ছাত্রছাত্রীরা! কারণ জানলে অবাক হবেন

হাওড়া: স্কুলে তাড়াতাড়ি গরমের ছুটির কথা শুনেই মন খারাপ ছাত্রছাত্রীদের, উলটো ছবি হাওডার সরকারি স্কুলে। গরমের ছুটি পড়তে দারুন চিন্তিত ছাত্র-ছাত্রীরা! এই চিন্তার আসল কারণ হল তাদের হাতে লাগান গাছ নিয়ে। স্কুলের শিক্ষকদের সহযোগিতায় গাছ লাগান ও তাদের পরিচর্যা করতে শেখা। এ নিয়ে তাদের বিশেষ মূল্যায়নেরও ব্যবস্থা আছে বিদ্যালয়ে। গাছ লাগান শিখে তাদের যত্ন নেওয়া শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। লেখাপড়ার অবসরে গাছ নিয়ে চর্চা। তাতেই স্কুল চত্বরেই বেড়ে উঠছে তাদের আদরের ফুলের গাছ।

আরও পড়ুন: আটলান্টিকের কচ্ছপ হাওড়ার নদীতে! কী ভাবে এল এটি? জানলে চোখ কপালে উঠবে

অসহ্য গরম মানে ছাত্র ছাত্রীদের কাছে, গরমের ছুটির প্রতীক্ষা। তবে এবার গরমের ছুটি পড়তে ছাত্র-ছাত্রীদের মধ্যে মন খারাপের ছবি। এই গরমের ছুটিতে কিভাবে গাছগুলি বাঁচিয়ে রাখা যায়, ছাত্র শিক্ষকের আলাপ আলোচনার মধ্য দিয়ে অবশেষে চিন্তা মুক্ত। বিশেষ কৌশলে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতিতেই গাছ জল পাবে সেই ব্যবস্থাই হল স্কুলে। বড় পাত্রে জল ভরে রাখা হয়েছে উঁচু স্থানে। সেখান থেকেই গাছেদের প্রয়োজন মত জল পৌঁছে যাবে নিয়মিত। জলভরা পাত্র থেকে প্রতিটি তবে যোগ করা হয়েছে পাটের দড়ি। সেই দড়ি দিয়ে জল পৌঁছে যাবে গাছে। এবার নির্দিষ্ট দিন অন্তর পাত্রে জল ভরে রাখলেই চিন্তামুক্ত গাছ থাকবে সুস্থ এবং সতেজ।

আরও পড়ুন: গরমে পাহাড়ে বা অন্য কোথাও শীতলতার খোঁজে? ট্রেন কবে, কোথায়? টিকিট পাবেন? দেখুন

হাওড়া জেলার আমতা পশ্চিম চক্রের গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা টবে গাছ বসিয়ে সারাবছর ধরে পরিচর্যা করে। এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিদ্যালয়ের শিক্ষক সৌমেন মণ্ডল। এভাবে এক বালতি জল সারা সপ্তাহ ধরে ওই গাছে চুঁইয়ে চুঁইয়ে পড়বে। গরমের ছুটিতে বিনা ব্যয়ে গাছ বাঁচানোর এই অভিনব উদ্যোগ করতে পেরে খুশি চতুর্থ ও পঞ্চম শ্রেণির সুদীপ্ত, রাজদীপ,কুন্তল, শুভ, সঞ্জীবরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে বলেন – গরমের ছুটি পড়লেও বিদ্যালয়ে প্রতি সপ্তাহেই গাছের জল জোগান দিতে ছাত্রছাত্রীরা পালা করে আসবে বলে কথা দিয়েছে। গাছের প্রতি এই ভালবাসাই আগামী দিনে ওদের পরিবেশকে রক্ষা করার তাগিদ জোগাবে বলেই মত আমাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি