ফিরে এল করোনা! একসঙ্গে ২৬ হাজার মানুষ আক্রান্ত, ভয় ধরাচ্ছে এশিয়ার দেশ

নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে আবারও ছড়াচ্ছে করোনা ভাইরাস। ৫ থেকে ১১ মে পর্যন্ত সেখানে ২৫,৯০০ টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং আবারও দেশবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নতুন ওয়েভের প্রথম দিকে আছি।

আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২ থেকে চার সপ্তাহের মধ্যে ওয়েভে চরমে পৌঁছাতে পারে বলে তিনি জানান। বর্তমানে কোনো ধরনের সামাজিক বিধিনিষেধ বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেছেন, করোনা এমন একটা জিনিস যার সাথে আমাদের বাঁচতে হবে।

আরও পড়ুন- ভয়ঙ্কর দৃশ্য ! ডিউটিতে থাকাকালীন সিঁড়ি সরতেই বিমান থেকে পড়ে গেলেন কর্মী 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৫ থেকে ১১ মে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। আগের সপ্তাহে ১৩,৭০০ ছিল যা। এদিকে, দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা এক সপ্তাহ আগে ১৮১ থেকে বেড়ে প্রায় ২৫০ হয়েছে। গত সপ্তাহে দুটির তুলনায় প্রতিদিন আইসিইউতে আসা মামলার গড় সংখ্যা তিনটি।

স্বাস্থ্য মন্ত্রক পাবলিক হাসপাতালগুলিকে প্রয়োজনীয় শয্যা বজায় রাখতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি রোগীদের মোবাইল ইনপেশেন্ট কেয়ার অ্যাট হোমের মাধ্যমে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এটি সিঙ্গাপুরের বিকল্প ইনপেশেন্ট মডেল, যা রোগীদের হাসপাতালের ওয়ার্ডের পরিবর্তে তাদের নিজের বাড়িতে রেখে চিকিৎসা পরিষেবা দেয়।

আরও পড়ুন- রাতেও ৪৬ ডিগ্রি তাপমাত্রা! ‘এই’ জায়গায় এসি, ফ্রিজ কাজ করছে না, ভয়ঙ্কর অবস্থা

স্বাস্থ্যমন্ত্রী ওং গুরুতর অনুরোধ করেছেন, এখনই যেন মাস্ক ব্যবহার করা শুরু করেন সকলে। কারণ পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেলে আবার হাসপাতালগুলির উপর চাপ বাড়বে। তখন বিভিন্ন বিধিনিষেধ আরোপ করতে হতে পারে।