আম গাছের চারা প্রদান

Farming: স্বাধীনতা দিবসের দিন কৃষকদের জন্য অভিনব উদ্যোগ কৃষি দফতরের

পুরুলিয়া : রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। ‌এই জেলায় কৃষিকাজ খুব কমই হয়। ‌মূলত বেশিরভাগ জমিই এক ফসলি। জেলার বেশিরভাগ কৃষকেরা মূলত ধান চাষের উপর নির্ভর করে থাকেন। কিন্তু অনেক জায়গায় যথাযথ সেচের ব্যবস্থা না থাকায় সঠিক সময় চাষ করতে পারেন না তারা।

কৃষকদের কথা ভেবে বরাবরই কৃষি দফতর এগিয়ে আসে বিকল্প চাষের রাস্তা দেখাতে। তাই এবারও কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল কৃষি দফতর। ফল বাগান করার মাধ্যমে জীবিকা নির্বাহের পথ দেখাতে কৃষি দফতরের উদ্যোগে করা হল একদিনের কর্মশালা।

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

স্বাধীনতা দিবসের দিন জেলা কৃষি ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় যোগদান করেন জেলার বিভিন্ন প্রান্তের কৃষকেরা। এ বিষয়ে কৃষি দফতরের আধিকারিক তন্ময় সাহা বলেন, ‘‘বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলের চাষ করা জীবিকার অন্যতম উপায় হতে পারে। সেই লক্ষ্যেই এই কর্মশালা। উৎসাহীদের চাষিদের হাতে ছয় হাজার ভাল জাতের আমের চারাও তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছি আমরা। তাদের মধ্যে থেকে এইদিন এক হাজার জনকে আমের চারা দিলাম।’’

এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত জানালেন , ‘‘চাষিদের পাশে দাঁড়াতে আমরা সদা সর্বদাই সচেষ্ট থাকি। বিকল্প চাষ হিসেবে পুরুলিয়ায় আমের যথেষ্ট চাহিদা রয়েছে। আমি চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। তাই আমরা চাষিদের আম চাষের জন্য উদ্যোগী করে তোলার চেষ্টা করছি।’’

আরও পড়ুন: সেঁকতে গেলেই পুড়ে যায় রুটি? এক টিপসেই হবে কামাল! কালো দাগহীন নরম রুটি দেখেই খেতে চাইবে মন

এ বিষয়ে এক চাষি জানালেন , ‘‘কৃষি দফতরের এই উদ্যোগে খুশি তিনি।‌ আমের চারা পেয়ে তার খুবই ভালো লাগছে।‌ কৃষি দফতর যেভাবে সহযোগিতা করছে তাতে আগামী দিনে তারা আমের বাগান তৈরির পরিকল্পনা নেবেন।’’

এইদিন ফল চাষ নিয়ে বিস্তৃত তথ্য দেওয়া হয়েছে কৃষকদের। এই কর্মশালার উদ্বোধন করেন পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কৃষি আধিকারিকরা। স্বাধীনতা দিবসের দিন বিকল্প চাষের পথ দেখালকৃষি দফতর-সহ জেলা প্রশাসন।‌

শর্মিষ্ঠা ব্যানার্জি