ঝিঙে চাষের জমি।

Money Making Tips : ধান আলু চাষ করে বারবার ক্ষতি হচ্ছে? ঝিঙে চাষে বাজিমাত করছেন কৃষকরা

ধান অথবা আলু চাষ করে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন? তাহলে খুব সহজেই শুরু করুন এই লাভজনক চাষ। যেখানে অল্প পরিশ্রমে ফলন হবে ভাল। বাজারে ভাল দামও পাবেন।

ধান, আলু অথবা সর্ষের বদলে করতে পারেন ঝিঙের চাষ। সারা বছরই এই সবজির চাহিদা থাকে বাজারে। এই চাষ করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। কাঁকসা এলাকার বিভিন্ন কৃষক ঝিঙে চাষ করে মোটা টাকা উপার্জন করছেন।

আরও পড়ুন: Electric গাড়ি কিনবেন? কম সুদে ঋণ দিচ্ছে SBI, ২০ লাখে কত EMI পড়বে দেখুন

কাঁকসা এলাকার ঝিঙে চাষি কালিপদ মেটে, হারাধন ঘোষরা বলছেন, ঝিঙে চাষ করতে হলে প্রথমেই মাটি তৈরির দিকে নজর দিতে হবে। মাটিতে নিয়মিত সার ব্যবহার করতে হবে। তাহলেই পাওয়া যাবে ভাল ফলন।

তারা জানিয়েছেন, বীজ বপন করার প্রায় ৫০ থেকে ৫৫ দিন পর গাছে ফুল আসা শুরু করবে। তারপর যদি ঝিঙে চাষের জমি ভালভাবে তৈরি করতে থাকেন, তাহলে দু-তিন মাস ধরে ভাল ফলন পাবেন। যার ফলে হবে মোটা লাভ।

আরও পড়ুন: খরচে রাশ টানতে পারছেন না? ‘30 Day Rule’ মেনে চললেই আপনার অ্যাকাউন্টে উপচে পড়বে টাকা

কাঁকসা সহ বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেই ঝিঙে চাষের আধিক্য দেখা যাচ্ছে। পাশাপাশি অনেকেই বিভিন্ন মরশুমি সবজি চাষ করছেন। বাজারে ভাল চাহিদা থাকার ফলে উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন। আবার এই সমস্ত ফসল ফলাতে খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না।