ফুল চাষে মালামাল

Money Making Tips: বাজারে দাম বেশ, পুজোর আগে এই ফুলের চাহিদা ভাল, দুটি ফুল চাষ করে মালামাল কৃষক

পশ্চিম মেদিনীপুর: পুজো আসছে। তার আগেই ফুল চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন বেশ কয়েকজন চাষি। পশ্চিম মেদিনীপুরের সবং, ডেবরা, পিংলার একাধিক চাষি ফুল চাষ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে।কিন্তু জানেন কি, ফুল চাষ করে লাভের দিশা দেখছেন বহু চাষি।

দুর্গাপুজোর পাশাপাশি বিভিন্ন পুজো এবং সামাজিক অনুষ্ঠানে প্রয়োজন হয় গাঁদা এবং রজনীগন্ধা ফুল। সারা বছর এই ফুলের দামও ভাল থাকে। বর্ষার মরশুমের পর শুরু হবে পুজোর মরশুম। আগামীতে দাম বাড়ার ভাবনা করছে চাষিরা।

সারাবছর বেশ ভালো দাম থাকে রজনীগন্ধা এবং গাঁদা ফুলের।বর্তমানে বাজারমূল্য প্রায় আড়াইশ টাকা দাম রয়েছে।পুজোর আগে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন চাষিরা। স্বাভাবিকভাবে এই চাষ করে মালামাল হবেন ফুলচাষিরা। প্রসঙ্গত ধান কিংবা অন্যান্য শস্য চাষ করে তেমন লাভ মেলেনা। তবে সামান্য পরিচর্যায় বেশ ভালো লাভ জুটে রজনীগন্ধা এবং গাঁদা ফুলের চাষ করে।

আরও পড়ুন: আম, জাম নয়! এবার ছাদ বাগানে ‘Red Diamond’ চাষ করে হতে পারবেন মালামাল!

প্রসঙ্গত, প্রায় তিন মাসের বেশি সময় ধরে এই ফুলের চাষ হয়। প্রতিদিন ভালো ফসল মেলে। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং কলকাতার একাধিক জায়গায় বিক্রি হয় এই ফুল। বিভিন্ন ফুলের মালা পুজোর উপকরণের পাশাপাশি এই ফুলের ব্যবহার হয়। সামনে দুর্গাপুজো। স্বাভাবিকভাবে ভালো অংকের লাভের দিশা দেখছেন চাষিরা। জানা গিয়েছে, ১০ কাঠা জমিতে গাঁদা ফুলের চাষ করতে খরচ হয় কুড়ি হাজার টাকা।

আরও পড়ুন: লাল রঙের এই ফল থেকে হাতে আসছে মোটা টাকা !

রজনীগন্ধা এবং গাঁদা ফুলের চাষ করতে তেমনই খরচ হয়। তবে তিন মাস ধরে প্রতিনিয়ত ভালো ফুল মেলে। লাভও হয় বেশ। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি কেজি গাদা এবং রজনীগন্ধা ফুলের দাম ২৫০ টাকা। বর্ষার মরশুমে তেমন বৃষ্টি না হওয়ার কারণে সামান্য পরিচর্যায় মালামাল হচ্ছেন কৃষকেরা। আগামীতে এই দাম আরও বাড়তে পারে বলে দাবি তাদের

রঞ্জন চন্দ