এসির জন্য মাসে কত টাকা বিল আসবে? হিসেব করা যায় আগেই, এই পদ্ধতি শিখে নিন

এই গরমে নিশ্চয়ই আপনি এসি কেনার কথা ভাবছেন! কিন্তু এসির বিদ্যুৎ বিলের হিসেব করে আবার পিছিয়ে আসছেন! এসির বিদ্যুৎ বিল নিয়ে আপনার মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। আজ সেসব প্রশ্নের উত্তর দেব আমরা।
এই গরমে নিশ্চয়ই আপনি এসি কেনার কথা ভাবছেন! কিন্তু এসির বিদ্যুৎ বিলের হিসেব করে আবার পিছিয়ে আসছেন! এসির বিদ্যুৎ বিল নিয়ে আপনার মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। আজ সেসব প্রশ্নের উত্তর দেব আমরা।
এখন বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে দেড় টন এসি। ১.৫ টন = ১৮,০০০ BTU. এসির ক্যাপাসিটি ১৮০০০ BTU মানে সেই এসি কোনও নির্দিষ্ট রুম থেকে প্রতি ঘন্টায় ১২০০০ BTU-এর সমপরিমান তাপ অপসারন করতে সক্ষম।
এখন বাজারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে দেড় টন এসি। ১.৫ টন = ১৮,০০০ BTU. এসির ক্যাপাসিটি ১৮০০০ BTU মানে সেই এসি কোনও নির্দিষ্ট রুম থেকে প্রতি ঘন্টায় ১২০০০ BTU-এর সমপরিমান তাপ অপসারন করতে সক্ষম।
কিছু ফ্যাক্টরের উপর এসির ক্যাপাসিটি নির্ভর করে। যেমন- রুমে কতজন মানুষ থাকে, রুম কিচেনের আশেপাশে কি না, আপনার রুম টপ ফ্লোরে কি না, সূর্যের আলো সরাসরি আপনার রুমে আসে কিনা!
কিছু ফ্যাক্টরের উপর এসির ক্যাপাসিটি নির্ভর করে। যেমন- রুমে কতজন মানুষ থাকে, রুম কিচেনের আশেপাশে কি না, আপনার রুম টপ ফ্লোরে কি না, সূর্যের আলো সরাসরি আপনার রুমে আসে কিনা!
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। এবার আসা যাক  সেই খরচের হিসেবে।
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। এবার আসা যাক সেই খরচের হিসেবে।
ধরা যাক আপনার বাড়িতে ১.৫ টনের এসি চলে। আপনি প্রতিদিন গড়ে ৬ ঘন্টা করে এসি চালান। বিশেষ করে গরমকালে।
ধরা যাক আপনার বাড়িতে ১.৫ টনের এসি চলে। আপনি প্রতিদিন গড়ে ৬ ঘন্টা করে এসি চালান। বিশেষ করে গরমকালে।
অর্থাৎ মাসে আপনি এসি চালাবেন ৬X৩০ = ১৮০ ঘন্টা। ১.৫ টনের এসির বিদ্যুৎ লোড ১৮০০ ওয়াট। সেই হিসেবে মাসে আপনার বিদ্যুৎ খরচ হবে- ১৮০X১৮০০=৩২৪,০০০ ওয়াট-ঘণ্টা।
অর্থাৎ মাসে আপনি এসি চালাবেন ৬X৩০ = ১৮০ ঘন্টা। ১.৫ টনের এসির বিদ্যুৎ লোড ১৮০০ ওয়াট। সেই হিসেবে মাসে আপনার বিদ্যুৎ খরচ হবে- ১৮০X১৮০০=৩২৪,০০০ ওয়াট-ঘণ্টা।
১ কিলোওয়াট = ১০০০ ওয়াট এবং বিদ্যুতের ১ ইউনিট= ১ কিলোওয়াট-ঘণ্টা। এই হিসেবে দেখে নেওয়া যাক মাসে কত টাকার বিল আসতে পারে।
১ কিলোওয়াট = ১০০০ ওয়াট এবং বিদ্যুতের ১ ইউনিট= ১ কিলোওয়াট-ঘণ্টা। এই হিসেবে দেখে নেওয়া যাক মাসে কত টাকার বিল আসতে পারে।
আপনার বিদ্যুৎ খরচ = ৩২৪,০০০/১০০০ = ৩২৪ ইউনিট। প্রতি ইউনিট কত টাকা আপনার এলাকায়, সেই হিসেবে মাসিক বিলের ধারণা পেয়ে যাবেন।
আপনার বিদ্যুৎ খরচ = ৩২৪,০০০/১০০০ = ৩২৪ ইউনিট। প্রতি ইউনিট কত টাকা আপনার এলাকায়, সেই হিসেবে মাসিক বিলের ধারণা পেয়ে যাবেন।