Special Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন - লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন – লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।