স্কুলে বসল এসি।

AC in Primary School: ক্লাসে বইছে ঠান্ডা হাওয়া, সরকারি প্রাইমারি স্কুলে বসল এসি! কোথায় ঘটল এই ঘটনা? শিক্ষকদের কুর্নিশ

রানাঘাটঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের পকেটের অর্থ খরচ করে ক্লাসরুমের জন্য কিনেছেন একটি এসি। স্কুলে গরমের ছুটির আগেই ক্লাসরুমে বসানো হয়েছিল ২ টনের এসি। স্কুল খুলতেই তাই খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। অস্বস্তি এতটাই বেশি যে এক মুহুর্তও কোনও জায়গায় টেকা কার্যত দায় হয়ে উঠেছে।

গরমের মধ্যেই সোমবার ১০ জুন খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। পঠন-পাঠন শুরু হলেও ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাঁচাদের কথা মাথায় রেখে এবার ক্লাসরুমেই এসির ব্যবস্থা করেছে নদিয়ার রানাঘাটের একটি স্কুল। রানাঘাটের হবিবপুরের নদোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের পকেটের অর্থ খরচ করে ক্লাসরুমের জন্য কিনেছেন একটি এসি। স্কুলে গরমের ছুটির আগেই ক্লাসরুমে বসানো হয়েছিল ২ টনের এসি। স্কুল খুলতেই এখন খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে।

আরও পড়ুনঃ ‘আসবেন, চেয়ারে বসবেন, ঘুরে বেড়াবেন…’, ঘনিষ্টমহলে বিস্ফোরক অভিষেক, কাদের দিলেন বার্তা?

বাইরের তাপমাত্রা যখন প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, সে সময় প্রায় ২৪ ডিগ্রির ঠান্ডা হাওয়ায় বসে এখন ক্লাস করছে ছাত্র-ছাত্রীরা। ঠান্ডা হাওয়া পেয়ে ক্লাসে নিত্যদিন পড়ুয়াতে উপস্থিতির সংখ্যাও বেড়েছে অনেক। স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২। তাদের মধ্যে ২৭ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট ৫ জন। শ্রেণিকক্ষের সংখ্যা দুটি।

স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার জানিয়েছেন, আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা করার কথাও ভাবছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রঞ্জিত সরকার