Air Cooler Use Tips: কুলার কাজ করছে না? এই ছোট্ট কাজ করলেই বিনা খরচে চলবে! জানুন

Cooler: গরম এতই বাড়ছে যে সবাই ঠান্ডায় থাকার উপায় খুঁজছে। সারা দেশেই তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, কুলার এবং এসিও কাজ করা বন্ধ করে দিয়েছে। অনেক সময় এমন হয় যে কুলার সামনে থাকলেও ঠান্ডা বাতাস দেয় না। তাই যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে বুঝতে হবে যে তা অনেক কারণে হতে পারে। আজ জেনে নেওয়া যাক কীভাবে কিছু জিনিস দেখে কুলারের অবস্থা ঠিক করা যায়। অনেক সময় ধুলোর কারণে কুলারের কার্টেন বন্ধ হয়ে যায়। যদি কার্টেনের মধ্য দিয়ে বাতাস যাওয়ার জায়গা না থাকে, তাহলে বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারবে না এবং সেখান থেকে শীতল বাতাসও আসবে না।

যে কোনও ক্ষেত্রে শীতল বাতাস প্রবাহের জন্য কার্টেনের মধ্যে জায়গা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে মাঝে মাঝে ধুলো কার্টেনে জমে যায়। তাই কুলারের কার্টেন পুরনো হয়ে গেলে তা পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়। অন্যথায় একটি জেট ক্লিনিং পাইপ দিয়ে কার্টেন ভাল করে ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: এসির বদলে কিনুন ২৫ টাকার এই জিনিস! দেওয়ালে লাগালেই হু-হু করে ঠান্ডা হবে ঘর! জানুন

দ্বিতীয় যে জিনিসটি মনে রাখতে হবে তা হল ঘরের ভিতরে কুলারটি কোথায় রাখা হয়েছে। কুলার কখনই বন্ধ জায়গায় রাখা উচিত নয়। কুলার তখনই ঠান্ডা হয় যখন এটি বাইরের বাতাস গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ঘরের ভিতরে কুলার রাখলে ভিতরে বাতাস সঞ্চালিত হতে থাকবে এবং বাতাস ঠান্ডা হবে না। বরং এতে ঘরের আর্দ্রতা আরও বেড়ে যাবে।

এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে

এছাড়া একটি ছোট বিষয়েও মনোযোগ দেওয়া যেতে পারে, যাতে শীতল বাতাস পাওয়া যায়। যখনই কুলার চালানো হবে, কিছুক্ষণের জন্য পাম্প চালু রাখার চেষ্টা করতে হবে।

এর অর্থ হল কুলারটি যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন এর ফ্যানটি চালু করা উচিত, এতে বাতাস শুষ্ক এবং গরম হবে না তবে শীতল আসতে শুরু করবে। তবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আবহাওয়া আর্দ্র থাকলে কুলারটি সঠিক ভাবে ঠান্ডা বাতাস দিতে পারে না।