শুরু হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। এর মধ্যে এয়ারটেল ইউজারদের জন্য নিয়ে এল সীমিত সময়ের ‘আইপিএল বোনানজা অফার’। মাত্র ৩৯ টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রিকেটপ্রেমীদের জন্য সোনায় সোহাগা।

Airtel-IPL Offer: আইপিএল বোনানজা! মাত্র ৩৯ টাকা দিয়ে শুরু আনলিমিটেড ডেটা প্যাক, কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের জন্য ধামাকা অফার নিয়ে এল এয়ারটেল

শুরু হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। এর মধ্যে এয়ারটেল ইউজারদের জন্য নিয়ে এল সীমিত সময়ের ‘আইপিএল বোনানজা অফার’। মাত্র ৩৯ টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রিকেটপ্রেমীদের জন্য সোনায় সোহাগা।
শুরু হয়ে গিয়েছে আইপিএল। ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। এর মধ্যে এয়ারটেল ইউজারদের জন্য নিয়ে এল সীমিত সময়ের ‘আইপিএল বোনানজা অফার’। মাত্র ৩৯ টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ক্রিকেটপ্রেমীদের জন্য সোনায় সোহাগা।
এয়ারটেল একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এবং দুটি ডেটা প্যাক সংশোধন করেছে। শুধু তাই নয়, আইপিএলের জন্য স্টার স্পোর্টসের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল। এখন থেকে অল্প টাকায় আইপিএলের ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন এয়ারটেলের ক্রিকেট অনুরাগী ইউজাররা। এখন ইউজারদের জন্য এয়ারটেলের ‘আইপিএল বোনানজা অফার’-এ চোখ বুলিয়ে নেওয়া যাক।
এয়ারটেল একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এবং দুটি ডেটা প্যাক সংশোধন করেছে। শুধু তাই নয়, আইপিএলের জন্য স্টার স্পোর্টসের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে এয়ারটেল। এখন থেকে অল্প টাকায় আইপিএলের ভরপুর আনন্দ উপভোগ করতে পারবেন এয়ারটেলের ক্রিকেট অনুরাগী ইউজাররা। এখন ইউজারদের জন্য এয়ারটেলের ‘আইপিএল বোনানজা অফার’-এ চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রিপেইড ইউজারদের জন্য ৪৯ টাকা এবং ৯৯ টাকার আনলিমিটেড ডেটা প্যাক প্ল্যানের সংশোধন এয়ারটেল। আইপিএলের মরশুমে সেগুলি পাওয়া যাবে যথাক্রমে ৩৯ টাকা এবং ৭৯ টাকায়। এই দুটি প্যাক আইপিএলের জন্যই বিশেষভাবে কাস্টমাইজড করা হয়েছে, যাতে এয়ারটেলের ক্রিকেটপ্রেমী ইউজাররা ম্যাচ দেখার সময় ডেটা ফুরিয়ে না যায়, নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারেন।৩৯ টাকার ডেটা প্ল্যানে আনলিমিটেড ডেটা পাবেন এয়ারটেল ইউজাররা। এই প্ল্যানের বৈধতা একদিন।
প্রিপেইড ইউজারদের জন্য ৪৯ টাকা এবং ৯৯ টাকার আনলিমিটেড ডেটা প্যাক প্ল্যানের সংশোধন এয়ারটেল। আইপিএলের মরশুমে সেগুলি পাওয়া যাবে যথাক্রমে ৩৯ টাকা এবং ৭৯ টাকায়। এই দুটি প্যাক আইপিএলের জন্যই বিশেষভাবে কাস্টমাইজড করা হয়েছে, যাতে এয়ারটেলের ক্রিকেটপ্রেমী ইউজাররা ম্যাচ দেখার সময় ডেটা ফুরিয়ে না যায়, নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারেন। ৩৯ টাকার ডেটা প্ল্যানে আনলিমিটেড ডেটা পাবেন এয়ারটেল ইউজাররা। এই প্ল্যানের বৈধতা একদিন।
৪৯ টাকার সংশোধিত ডেটা প্ল্যানের বৈধতাও একদিন। কিন্তু এতে আনলিমিটেড ডেটার সঙ্গে ৩০ দিনের উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন গ্রাহক। ৭৯ টাকার ডেটা প্ল্যানে ২ দিন আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এয়ারটেল ইউজাররা। তবে ইউজারের মূল অ্যাকাউন্টের বৈধ সময়সীমার মধ্যে রিচার্জ করতে হবে। ৩৯, ৪৯ এবং ৭৯ টাকার ডেটা প্ল্যানের দৈনিক FUP ২০ জিবি। প্রতিদিনের নির্ধারিত ২০ জিবি শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট।
৪৯ টাকার সংশোধিত ডেটা প্ল্যানের বৈধতাও একদিন। কিন্তু এতে আনলিমিটেড ডেটার সঙ্গে ৩০ দিনের উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন গ্রাহক। ৭৯ টাকার ডেটা প্ল্যানে ২ দিন আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন এয়ারটেল ইউজাররা। তবে ইউজারের মূল অ্যাকাউন্টের বৈধ সময়সীমার মধ্যে রিচার্জ করতে হবে। ৩৯, ৪৯ এবং ৭৯ টাকার ডেটা প্ল্যানের দৈনিক FUP ২০ জিবি। প্রতিদিনের নির্ধারিত ২০ জিবি শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট।
শুধু প্রিপেইড ইউজারদের জন্য নয়, আইপিএল ২০২৪ মরশুমে এয়ারটেল ডিটিএইচ ইউজারদের ক্রিকেটের আনন্দ দিতে এয়ারটেল ডিজিটাল টিভি যুক্ত হয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে। এর ফলে এয়ারটেল ডিজিটাল টিভিতে ইউজাররা স্টার স্পোর্টস ইনোভেটিভ 4K পরিষেবা পাবেন। ২২ মার্চ ২০২৪ থেকে ইউজাররা তাঁদের স্ট্রিমিং ডিভাইসে টাটা আইপিএল ২০২৪-এর রোমাঞ্চকর, নিরবিচ্ছিন্ন ক্রিকেট উপভোগ করতে পারবেন।
শুধু প্রিপেইড ইউজারদের জন্য নয়, আইপিএল ২০২৪ মরশুমে এয়ারটেল ডিটিএইচ ইউজারদের ক্রিকেটের আনন্দ দিতে এয়ারটেল ডিজিটাল টিভি যুক্ত হয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে। এর ফলে এয়ারটেল ডিজিটাল টিভিতে ইউজাররা স্টার স্পোর্টস ইনোভেটিভ 4K পরিষেবা পাবেন। ২২ মার্চ ২০২৪ থেকে ইউজাররা তাঁদের স্ট্রিমিং ডিভাইসে টাটা আইপিএল ২০২৪-এর রোমাঞ্চকর, নিরবিচ্ছিন্ন ক্রিকেট উপভোগ করতে পারবেন।