কলকাতা: ভারতীয় ব্যবসায়ীদের ক্লাউড সমাধান দেওয়ার লক্ষ্যে গাঁটছড়া বাঁধল ভারতী এয়ারটেল এবং গুগল ক্লাউড। দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে গুগল ‘ফাস্ট ট্র্যাক ক্লাউড’ গ্রহণের জন্য ‘ক্লাউড টু ক্লাউড’ (Cloud to Cloud) সমাধান অফার করবে। শুধু তাই নয়, চুক্তির আওতায় এয়ারটেল ২০০০-এর বেশি বড় উদ্যোগ এবং এক মিলিয়নের বেশি উদীয়মান ব্যবসাতে ক্লাউড পরিচালিত পরিষেবা সরবরাহ করবে বলে জানা গিয়েছে।
অংশীদারিত্বে উভয় সংস্থাই ভারতীয় পাবলিক ক্লাউড পরিষেবা বাজারকে পাখির চোখ করেছে, যা ২০২৭ সালের মধ্যে ১৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এয়ারটেল মোবাইল, ব্রডব্যান্ড এবং ডিজিটাল টিভিতে গুগল ক্লাউডের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে। ভারতে তো বটেই বিশ্বব্যাপী এয়ারটেলের বি২বি গ্রাহকরা এই সুবিধা পাবেন।
আরও পড়ুন- প্রচণ্ড ঝড়ে উপড়ে গেল বিলবোর্ড ! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১৪ জনের
উভয় সংস্থাই এআই/এলএল সমাধানগুলির বিকাশ এবং এআই প্রযুক্তিকে একত্রিত করবে। এর মধ্যে রয়েছে ট্রেন্ড বিশ্লেষণ, সাইট নির্বাচন, ঝুঁকি ব্যবস্থাপনা, বাজার মূল্যায়ন এবং সম্পদ ট্র্যাকিং। এর সঙ্গে বিপণন প্রযুক্তি সমাধান, গ্রাহকের চাহিদার পূর্বাভাস, কম খরচে নির্ভুল প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলির সঙ্গে সামগ্রী তৈরির স্ট্রিমলাইনের জন্য ভয়েস বিশ্লেষণও থাকছে।
আরও পড়ুন– মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদি, গোটা বারাণসী জুড়েই সাজো সাজো রব
এয়ারটেল জানিয়েছে, ইউটিলিটি সেক্টরের জন্য এন্ড টু এন্ড আইওটি সমাধান তৈরি করা হচ্ছে, যা গুগল ক্লাউড পরিষেবা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে এক জায়গায় এনে বিরামহীন, ঝামেলামুক্ত এবং দ্রুত স্থাপন করতে পারবে। ক্লাউড বেসড সলিউশন ব্যবসাকে শক্তিশালী করতে পুণেতে ম্যানেজড সার্ভিস সেন্টার তৈরি করেছে এয়ারটেল। সেখানে রয়েছেন ৩০০-র বেশি বিশেষজ্ঞ। ক্লাউড পরিষেবাকে আরও ভালভাবে ব্যবহার এবং প্রযুক্তিগত বিকাশের জন্য তাঁরা কাজ করছেন।
ভারতী এয়ারটেলের এমডি এবং সিইও গোপাল ভিত্তল বলেন, “দেশ ডিজিটাল রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কাটিং এজ ক্লাউড এবং এআই সমাধানগুলি এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে ৷ গুগল ক্লাউডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি। ক্লাউডের বাজারে ব্র সুযোগ রয়েছে। সরকার, উদ্যোগ এবং উদীয়মান ব্যবসাগুলোকে পরিষেবা দেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’’
গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ন বলেন, “এয়ারটেলের সঙ্গে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারতে দ্রুত বেড়ে ওঠা ক্লাউড এবং এআই-এর বাজারের দিকে আমাদের এক পদক্ষেপ। এই অংশীদারিত্বে এয়ারটেলকে আরও উন্নত করা এবং গ্রাহককে ভাল পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য”।