Ind vs Aus: অপরাজিতই থাকলেন অধিনায়ক রাহানে, ভারতীয় ক্রিকেটের নতুন ক্যাপ্টেন কুল?

#ব্রিসবেন: বিরাট কোহলির মতো আগ্রাসী নন৷ নেপথ্য নায়ক হয়েই থেকে গিয়েছেন৷ ব্যাট হাতে তাঁর ক্ষমতা নিয়ে কোনও দিন প্রশ্ন না থাকলেও নিজের নামের প্রতি হয়তো সুবিচার করতে পারেননি অজিঙ্কা রাহানে৷ কিন্তু অধিনায়ক হিসেবে নিজের দুর্দান্ত রেকর্ড অস্ট্রেলিয়াতেও ধরে রাখলেন মুম্বইকর৷ টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে এখনও অপরাজিত রাহানে৷ তাও অস্ট্রেলিয়ার মাটিতে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতে ফিরছেন তিনি৷

এখনও পর্যন্ত পাঁচটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রাহানে৷ ২০১৭ সালে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েই জিতেছিলেন৷ এর পর ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে দলকে নেতৃত্ব দেন রাহানে৷ প্রত্যাশিত ভাবে সেই ম্যাচেও জেতে ভারত৷ তার পর এই প্রথম অস্ট্রেলিয়া সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন অধিনায়ক রাহানে৷ প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছে দল, ফিরে গিয়েছেন বিরাট কোহলি৷ এই পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড় করালেন অধিনায়ক রাহানে৷ মেলবোর্ন টেস্টে তাঁর শতরানে ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত৷ তার পর সিডনিতে অশ্বিন- হনুমান বিহারীর অদম্য লড়াইয়ের সৌজন্যে প্রায় হারা ম্যাচ ড্র৷ আর সবশেষে অপেক্ষা করছিল অ্যাডিলেডের এই স্মরণীয় জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতা৷ যার অর্থ, পাঁচটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে চারটিতেই জিতেছেন রাহানে, ড্র হয়েছে একটি টেস্ট৷ স্বভাবতই ক্রিকেট ভক্তদের প্রশ্ন, অধিনায়ক রাহানে কি তাহলে ভারতের জন্য লাকি?

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, শুধু ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই৷ মাঠে বোলার বদল থেকে শুরু করে ফিল্ডিং সাজানো, সবক্ষেত্রেই বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছেন রাহানে৷ চলতি অস্ট্রেলিয়া সিরিজেও তার ব্যতিক্রম হয়নি৷ ভারতের প্রাক্তনরা তো বটেই, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও অধিনায়ক রাহানের প্রশংসায় পঞ্চমুখ৷ চুপচাপ স্বভাবের রাহানের শরীরী ভাষা কোহলির মতো আগ্রাসী না হলেও তাঁর অধিনায়কত্ব যথেষ্ট আক্রমণাত্মক৷ মুখে কথা কম বলে ব্যাটে-বলে প্রতিপক্ষকে জবাব দিতেই বিশ্বাসী তিনি৷ আর অধিনায়কের এই শান্ত, দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব দলের মধ্যেও ফুটে উঠেছে৷

তবে কাজটা একেবারেই সহজ ছিল না রাহানের কাছে৷ এই প্রথম দেশের বাইরে অধিনায়কত্ব করলেন তিনি৷ তাও দু’ বছরেরও বেশি সময় পর৷ প্রথম টেস্টে বিশ্রি হারের পর যখন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা লজ্জায় মুখ লুকোতে হবে বলে আশঙ্কা করছিলেন, তখন দায়িত্ব তুলে নিলেন রাহানে৷ চোটের কারণে একে একে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি, আর অশ্বিন, হনুমা বিহারী, যশপ্রীত বুমরার মতো নির্ভরযোগ্য ক্রিকেটাররা৷ কিন্তু সিরাজ, নটরাজন, শুভমন গিল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দরদের নিয়েই সমর্থকদের মুখে হাসি ফোটালেন ভারতীয় ক্রিকেটের নতুন ক্যাপ্টেন কুল৷ এম এস ধোনির মতো অজিঙ্ক রাহানেও যেন কঠিন সময়ে ভেঙে পড়েন না, ঐতিহাসিক জয়েও অতিরিক্ত উচ্ছ্বাস দেখান না৷ কোহলির হাতে ফের অধিনায়কত্বের ব্যাটন উঠলেও রাহানের নেতৃত্বে এই প্রত্যাবর্তন বহুদিন মনে রাখবেন সমর্থকরা৷

সিরিজ জয়ের পর কোচ রবি শাস্ত্রীও বলেন, ‘রাহানাকে দেখলে মনে হয় ও চুপচাপ, শান্ত৷ কিন্তু প্রথম টেস্টে ৩৬ রানে অল আউট হওয়ার পর এবং বিরাট কোহলি ফিরে যাওয়ার পর  আসলে ও ঠান্ডা মাথায় গোটা দলকে দুর্দান্ত ভাবে সামলেছে৷’

মাত্র পাঁচটি টেস্টে অধিনায়কত্ব করা রাহানের সঙ্গে হয়তো বিরাট কোহলির অধিনায়কত্বের তুলনা চলে না৷ ইংল্যান্ড সফর থেকে ফের অধিনায়কত্বের রাশ উঠবে কোহলির হাতেই৷ কিন্তু সদ্য বাবা হওয়া বিরাট নিশ্চিন্ত থাকলেন, কঠিন সময়ে পরামর্শের প্রয়োজন হলে চোখ বুজে নিজের ডেপুটির উপরে আস্থা রাখতে পারেন তিনি৷

একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব করে অপরাজিত রাহানে৷ তিনটি ম্যাচে অধিনায়কত্ব করে তিনটিতেই জিতেছেন৷ শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে দু’টি ম্যাচে অধিনায়কত্ব করে একবার হারের মুখ দেখতে হয়েছে রাহানেকে৷