উত্তর ২৪ পরগনা: বসিরহাটে বনেদি বাড়িতে থিমের ছোঁয়ায় অক্ষরধাম মন্দির। বসিরহাটের ঘোষ বাড়িতে পুজোর থিমে চমক। ফুটিয়ে চলা হল গুজরাটের অক্ষরধাম মন্দির।
প্রাচীন বাড়ির পুজোগুলির মধ্যে সাধারণত পুরাতন রীতিনীতি মেনেই পুজো হয়। তবে এবার বসিরহাটে বোনেদের বাড়ির পুজোতে থিমের ছোঁয়া দেখা গেল।
আরও পড়ুন- উত্তরপাড়া বলাকার পুজোর থিমে বিরাট চমক..! দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে মানুষের ঢল
বসিরহাটের দন্ডিরহাট ঘোষ বাড়ির দুর্গাপুজো প্রায় ১০০ বছরের প্রাচীন বলে জানান উদ্যোক্ত লালটু ঘোষ। যদিও এই বাড়ির পুজো মাঝখানে পারিবারিক সমস্যার কারণে বেশ কয়েক বছর বন্ধ ছিল বলেই জানা যায়।
আবার গত কয়েক বছর ধরে জাঁকজমকের সঙ্গে ধুমধাম করে শুরু হয়েছে দুর্গা পুজোর। এবারের পুজো মণ্ডপটি সেজে উঠছে গুজরাতের অক্ষরধাম মন্দিরের আদলে।
গুজরাতের অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপের পাশাপাশি মন্ডপের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে নেপালের বৌদ্ধ ধর্মের একাটি মন্দিরের চিত্রপট।
পুজোর এই কয়েকটা দিন বেশ মহাসমারোহে ধুমধাম করে চলবে দুর্গা মায়ের আরাধনা। অষ্টমীতে দর্শনার্থীদের মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা আছে এলাকাবাসীদের জন্য, জানালেন ঘোষ বাড়ির পরিবারের পুজো উদ্যোক্তা লাল্টু ঘোষ।
আরও পড়ুন- প্রতীমায় সাবেকিয়ানা, ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী
এছাড়াও তিনি বলেন, আগে ঘোষ বাড়িতে বহু দর্শনার্থী পুজো দেখতে আসতেন বহু দূর-দূরান্ত থেকে। তাদের জন্য এলাহি খাবারের ব্যবস্থা। এখন দিন পরিবর্তন হয়েছে, ঘোষ বাড়ির সদস্যরা বহু দূর-দূরান্তে থাকে সময় মতো ঠিকঠাক আসতে পারে না। তবু পুজোর কটা দিন দেশের যে প্রান্তেই থাকুক না কেন বাড়িতে ফিরে পুজোর কটা দিন আনন্দ উপভোগ করেন।
সব মিলিয়ে শহর থেকে গ্রামে দুর্গাপূজোয় যখন থিমের ছোঁয়ায় ছড়াছড়ি, ঠিক তখনই এবার বসিরহাটে বনেদি বাড়ির পুজোতেও থিমের দেখা মিলল।
জুলফিকার মোল্লা