Kuldeep Yadav vs Yuzvendra Chahal : দুই রিস্ট স্পিনারকে কেন্দ্র করে আজ জমজমাট আইপিএলের লড়াই! চোখ রাখুন

#মুম্বই: গত একটা বছর খুব খারাপ সময় গিয়েছিল তার। কেকেআর দল থেকে ছেড়ে দেওয়ার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ছোটবেলার কোচ এবং পরিবার পাশে থাকায় ক্রিকেট থেকে সরে যাননি। অস্ত্রোপচার করেও মাঠে ফিরেছেন। এবারের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। মুখের ওপর জবাব দিয়েছিলেন নাইট কর্তৃপক্ষকে। তাকে ছেড়ে দিয়ে ভুল করেছিল কেকেআর প্রমাণ করেছেন কুলদীপ যাদব।

আরও পড়ুন – Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

বুধবার ফের পঞ্জাব কিংসের বিরুদ্ধে কুলদীপই ম্যাচের সেরা হয়েছেন। তাঁর বোলিং হিসেব ৪-০-২৪-২। ফিরিয়ে দেন কাগিসো রাবাডা এবং নেথান এলিসকে। ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে কুলদীপ নিজের দু’টি উইকেটের জন্যই কৃতিত্ব দিয়েছেন তাঁর অধিনায়ক ঋষভ পন্থকে। ঋষভই নাকি তাঁকে একটি বিশেষ কৌশল নিতে বারবার বলে যাচ্ছিলেন। কুলদীপ নিজে যা প্রথমে করতে চাননি।

শেষপর্যন্ত অবশ্য তিনি অধিনায়কের পরামর্শ শুনে বল করেই এলিসকে বোল্ড করেন। চায়নাম্যান স্পিনার মনে করেন, ক্রিকেট তাঁর পুনর্জন্মের নেপথ্যে ঋষভের উৎসাহ খুবই কাজে এসেছে। তাঁর ভাল লাগে, বোলারেরা রান দিয়ে ফেললেও অধিনায়ক হতাশ হন না দেখে। প্রাক্তন এই ‘নাইট’ যোগ করেছেন, এই মুহূর্তে নিজের বোলিং দারুণ উপভোগ করছি। এবং সেটা বহুদিন বাদে।

এবার আমার এত উইকেট পাওয়ার জন্য সব কৃতিত্ব প্রাপ্য ঋষভের।

ও সবসময় স্পিনারদের সাহয্য করে। এবং সেটা একেবারে শেষ পর্যন্ত করে যায়। যা যে কোনও বোলারকেই আত্মবিশ্বাসী করে তোলে। আমি নিজেকে দিয়ে সেটা বুঝেছি। নতুন দলের হয়ে খেলতে নেমে সাড়া ফেলেছেন আর এক ভারতীয় স্পিনারও। তিনি যুজ়বেন্দ্র চহাল। আজ, শুক্রবার, আইপিএলের মঞ্চে আবার একসঙ্গে দেখা যাবে কুল-চাকে। তবে জুটি হিসেবে নয়, তাঁরা খেলবেন পরস্পরের বিরুদ্ধে।

দিল্লি ক্যাপিটালসের যদি থাকে কুলদীপ যাদব, তবে রাজস্থান রয়্যালসের আছে যুজ়বেন্দ্র চহাল। যিনি আগের ম্যাচে এক ওভারে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিয়ে রাজস্থানকে জিতিয়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১৩ উইকেট পেয়ে দু’নম্বরে আছেন কুলদীপ। আর ১৭ উইকেট পেয়ে শীর্ষে লেগস্পিনার চহাল। দুই ‘রিস্টস্পিনার’ই ছ’টি করে ম্যাচ খেলেছেন।