লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা শাহের৷

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

আমতা: লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বার বারই অভিযোগ করছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে৷ পাল্টা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়য়ে রাজ্য সরকার ১০০০ টাকা করেছে, সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে৷

তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন৷ এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানো হবে৷

আরও পড়ুন:বাপের বাড়ি গিয়ে ডিভোর্স চাইলেন স্ত্রী, স্বামীর ‘অপরাধ’ কী? শুনলে আঁতকে উঠবেন

আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না৷ আমরা ১০০ টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাবো৷ উনি সব মিথ্যে কথা বলছেন৷’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাজ্য বিজেপি নেতাদের কাছে বিড়ম্বনা বাড়াতে পারে৷ কারণ, গত এপ্রিল মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র ১০০ টাকা বাড়ানোর কথা বলায়, এই বিষয়টিকে ফের ভোট প্রচারে অস্ত্র করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস৷

অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়ানোর কথা বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বাংলার মহিলাদের এত অপমান করার সাহস ওনার কীভাবে হয়?’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাঁকুড়ার ছাতনার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বলেছিলাম বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে৷ আজকে আমার নেতা অমিত শাহও বলে গেছেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিদিন একশো টাকা করে পাবেন মহিলারা, অর্থাৎ মাসে তিন হাজার টাকা৷’

এ দিনও কল্যাণীর জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখুন দেখি, কত সাহস৷ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবে না, বরং সারা জীবন চলবে৷