‘ওটা কাজের চেয়ে বেশি...’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

Amitabh-Rekha-Jaya: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে আজও গুঞ্জনের শেষ নেই। তবে অমিতাভ-রেখার জুটি বড় পর্দার অন‍্যতম হিট জুটি। তবে, ‘সিলসিলা’-র পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অমিতাভ-রেখা। এ প্রসঙ্গে কী বলেছিলেন জয়া বচ্চন?
অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে আজও গুঞ্জনের শেষ নেই। তবে অমিতাভ-রেখার জুটি বড় পর্দার অন‍্যতম হিট জুটি। তবে, ‘সিলসিলা’-র পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অমিতাভ-রেখা। এ প্রসঙ্গে কী বলেছিলেন জয়া বচ্চন?
সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
অন্যদিকে জয়া, অমিতাভ ও রেখা অভিনীত এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় সিনেমার হল ‘সিলসিলা’ (১৯৮১)। ছবিটি মুক্তি পাওয়ার প্রায় ৪০ বছর পেরিয়ে গেলেও, অমিতাভ এবং রেখা এরপর থেকে আর কখনও এক সঙ্গে কাজ করেননি।
অন্যদিকে জয়া, অমিতাভ ও রেখা অভিনীত এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় সিনেমার হল ‘সিলসিলা’ (১৯৮১)। ছবিটি মুক্তি পাওয়ার প্রায় ৪০ বছর পেরিয়ে গেলেও, অমিতাভ এবং রেখা এরপর থেকে আর কখনও এক সঙ্গে কাজ করেননি।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এক সাক্ষাত্‍কারে স্পষ্টভাবেই জানিয়েছিলেন, অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করলে তাঁর কোনও আপত্তি নেই।

প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এক সাক্ষাত্‍কারে স্পষ্টভাবেই জানিয়েছিলেন, অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করলে তাঁর কোনও আপত্তি নেই।
অমিতাভ এবং রেখা ৭০-এর দশকে বেশ কয়েকবার পর্দায় অসাধারণ সাফল্য নিয়ে এসেছিলেন। সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
অমিতাভ এবং রেখা ৭০-এর দশকে বেশ কয়েকবার পর্দায় অসাধারণ সাফল্য নিয়ে এসেছিলেন। সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
২০০৮ সালের অক্টোবরে, রেডিফের উদ্ধৃতি অনুসারে, পিপল ম্যাগাজিনের সঙ্গেএকটি সাক্ষাৎকারে জয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, “রেখা ও অমিতাভ আবার এক সঙ্গে কাজ করলে আপনি কি আপত্তি করবেন?” উত্তরে অভিনেত্রী বলেন, “না, আমি কেন কিছু মনে করব? কিন্তু আমি মনে করি বাস্তব কাজের চেয়েও এটিই হয়তো দর্শকদের কাছে সেনসেশন হিসেবে বেশি কাজ করবে।”
অমিতাভ ও জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। এই দম্পতি ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন আসেন। শ্বেতা বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল নন্দাকে, অন্য দিকে অভিষেক শুধু অভিনয়ের পেশাতেই আসেননি, তিনি বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে।
অমিতাভ ও জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। এই দম্পতি ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন আসেন। শ্বেতা বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল নন্দাকে, অন্য দিকে অভিষেক শুধু অভিনয়ের পেশাতেই আসেননি, তিনি বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে।
গত বছর, যখন অমিতাভ এবং জয়া তাদের ৫০তম বিবাহ বার্ষিকী উদযাপন করেন, সেখানে অভিষেক বাবা-মায়ের জন্য একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন, উত্তরে অমিতাভ বচ্চনও ভালোবাসা বিনিময় করেন।
গত বছর, যখন অমিতাভ এবং জয়া তাদের ৫০তম বিবাহ বার্ষিকী উদযাপন করেন, সেখানে অভিষেক বাবা-মায়ের জন্য একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন, উত্তরে অমিতাভ বচ্চনও ভালোবাসা বিনিময় করেন।
এদিকে রেখা ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর আবার বিয়ে না করার সিদ্ধান্ত নেন এভারগ্রিন হিসেবে খ্যাত এই অভিনেত্রী।
এদিকে রেখা ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর আবার বিয়ে না করার সিদ্ধান্ত নেন এভারগ্রিন হিসেবে খ্যাত এই অভিনেত্রী।