Tag Archives: Jaya Bacchan

Bachchan Family Education: বচ্চন পরিবারের কেচ্ছা-কেলেঙ্কারির মধ্যে বিরাট তথ্য ফাঁস! এক মুহূর্তে সবার রেকর্ড ভাঙলেন ‘ইনি’…, জানলে চমকে যাবেন

এই ভিডিও ভাইরাল হতেই সকলে উচ্ছ্বসিত৷ তাহলে মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল বচ্চন পরিবারের সম্মান৷ বাড়ির ছেলের ডিভোর্স আর হচ্ছে না৷ কয়েকদিন আগে অভিষেকও জানান যে তাঁর বিয়ে ভাঙেনি, তাঁরা একসঙ্গে রয়েছেন৷ এখন সময় বলবে কী হবে আগামীতে৷
এই ভিডিও ভাইরাল হতেই সকলে উচ্ছ্বসিত৷ তাহলে মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল বচ্চন পরিবারের সম্মান৷ বাড়ির ছেলের ডিভোর্স আর হচ্ছে না৷ কয়েকদিন আগে অভিষেকও জানান যে তাঁর বিয়ে ভাঙেনি, তাঁরা একসঙ্গে রয়েছেন৷ এখন সময় বলবে কী হবে আগামীতে৷
দ্বিতীয় কারণ হ'ল অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' শো-তে তাঁর শিক্ষা সম্পর্কে একটি প্রকাশ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক অমিতাভ কী বলেছিলেন এবং তাঁর পরিবারে কে সবচেয়ে বেশি শিক্ষিত?
দ্বিতীয় কারণ হ’ল অমিতাভ বচ্চন সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে তাঁর শিক্ষা সম্পর্কে একটি প্রকাশ করেছিলেন। আসুন জেনে নেওয়া যাক অমিতাভ কী বলেছিলেন এবং তাঁর পরিবারে কে সবচেয়ে বেশি শিক্ষিত?
প্রথমেই বলা যাক অমিতাভ বচ্চনের কথা। তিনি বিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে তার স্কুলিং করেন, যখন তিনি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬২সালে স্নাতক পাশ করেন। এর পরে, ১৯৬৯ সালে তিনি ভয়েস ন্যারেটর হিসাবে বলিউডে প্রবেশ করেন। অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি' শো-তে একটি বিষয় প্রকাশ করেছেন। তিনি জানান, না ভেবেই বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু ফিজিক্সে ফেল করেছিলেন। পরে আবার পরীক্ষা দিলে তিনি পাশ করতে সক্ষম হন। অমিতাভ বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ভাল নম্বর দেখে তিনি বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু খুব কষ্টে ৪২% নম্বর নিয়ে পাশ করেছিলেন।
প্রথমেই বলা যাক অমিতাভ বচ্চনের কথা। তিনি বিএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি নৈনিতালের শেরউড স্কুল থেকে তার স্কুলিং করেন, যখন তিনি দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৬২সালে স্নাতক পাশ করেন। এর পরে, ১৯৬৯ সালে তিনি ভয়েস ন্যারেটর হিসাবে বলিউডে প্রবেশ করেন। অমিতাভ বচ্চন সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-তে একটি বিষয় প্রকাশ করেছেন। তিনি জানান, না ভেবেই বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু ফিজিক্সে ফেল করেছিলেন। পরে আবার পরীক্ষা দিলে তিনি পাশ করতে সক্ষম হন। অমিতাভ বলেছিলেন যে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের ভাল নম্বর দেখে তিনি বিএসসিতে ভর্তি হয়েছিলেন, কিন্তু খুব কষ্টে ৪২% নম্বর নিয়ে পাশ করেছিলেন।
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তার প্রাথমিক শিক্ষা সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, ভোপাল থেকে করেছেন। এর পরে তিনি এফটিআইআই, পুনে থেকে স্নাতক হন। জয়া বচ্চন অভিনেত্রীর পাশাপাশি একজন রাজনীতিবিদ এবং তিনি রাজ্যসভার সদস্য। সম্প্রতি, তিনি রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে তার বাকবিতণ্ডার জন্য সংবাদে ছিলেন।
অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন তাঁর প্রাথমিক শিক্ষা সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, ভোপাল থেকে করেছেন। এর পরে তিনি এফটিআইআই, পুনে থেকে স্নাতক হন। জয়া বচ্চন অভিনেত্রীর পাশাপাশি একজন রাজনীতিবিদ এবং তিনি রাজ্যসভার সদস্য। সম্প্রতি, তিনি রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে তার বাকবিতণ্ডার জন্য সংবাদে ছিলেন।
অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছেন। তাঁর প্রাথমিক শিক্ষা সুইজারল্যান্ডের বম্বে স্কটিশ স্কুল এবং আইগলন বোর্ডিং স্কুল থেকে। এরপর তিনি স্নাতকের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ভাল না লাগার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। তারপর তিনি মুম্বই ফিরে আসেন এবং অভিনয় জগতে পা রাখেন।
অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছেন। তাঁর প্রাথমিক শিক্ষা সুইজারল্যান্ডের বম্বে স্কটিশ স্কুল এবং আইগলন বোর্ডিং স্কুল থেকে। এরপর তিনি স্নাতকের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ভাল না লাগার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। তারপর তিনি মুম্বই ফিরে আসেন এবং অভিনয় জগতে পা রাখেন।
অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই তার প্রাথমিক শিক্ষা মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে করেন। জয় হিন্দ কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন। এরপর ঐশ্বর্য রাই ডিজি রূপারেল কলেজ থেকে স্নাতক হন। এবং রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচারে ভর্তিও হয়েছিলেন, কিন্তু মডেলিংয়ে কেরিয়ার গড়ার জন্য তিনিও পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য রাই তার প্রাথমিক শিক্ষা মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে করেন। জয় হিন্দ কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেন। এরপর ঐশ্বর্য রাই ডিজি রূপারেল কলেজ থেকে স্নাতক হন। এবং রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচারে ভর্তিও হয়েছিলেন, কিন্তু মডেলিংয়ে কেরিয়ার গড়ার জন্য তিনিও পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা কোর্স করেছেন। শ্বেতাও সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুল থেকে তার স্কুলিং করেছেন। এভাবে যদি দেখা যায়, বচ্চন পরিবারে শ্বেতা বচ্চন সবচেয়ে বেশি শিক্ষিত হলেও এখন তার মেয়ে নভ্যা নাভেলি নন্দা তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছেন।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা কোর্স করেছেন। শ্বেতাও সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুল থেকে তার স্কুলিং করেছেন। এভাবে যদি দেখা যায়, বচ্চন পরিবারে শ্বেতা বচ্চন সবচেয়ে বেশি শিক্ষিত হলেও এখন তার মেয়ে নভ্যা নাভেলি নন্দা তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছেন।
অমিতাভ বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা বিদেশ থেকে স্নাতক হয়েছেন। তিনি আমেরিকার ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি আইআইএম আহমেদাবাদের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন, তারপরে তিনি শিরোনামে রয়েছেন।
অমিতাভ বচ্চনের নাতনি এবং শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা বিদেশ থেকে স্নাতক হয়েছেন। তিনি আমেরিকার ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি আইআইএম আহমেদাবাদের ব্লেন্ডেড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে (বিপিজিপি) ভর্তি হয়েছেন, তারপরে তিনি শিরোনামে রয়েছেন।

Jaya Bachchan-Amitabh Bachchan Love Story: কেমন ছিলেন প্রেমিক অমিতাভ? বিয়ের পরেই রেখার সঙ্গে উত্তাল প্রেম! কী পরিস্থিতি হয়েছিল…! বিস্ফোরক জয়া বচ্চন

*বলিউডে তখনও নাম হয়নি। সেই সময় অমিতাভ বচ্চনের হাত ধরেছিলেন জয়া বচ্চন। পরিবারের সম্মতিতে দু'জন বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কিছুদিন পর অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে যায়। জয়া বচ্চন, সিমি গারওয়ালকে একটি পুরানো সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের মধ্যে রোম্যান্টিসিজমের অভাবের কথা বলেছিলেন। জানিয়েছিলেন খুব কমই কথা বলতেন অমিতাভ। সংগৃহীত ছবি।
*বলিউডে তখনও নাম হয়নি। সেই সময় অমিতাভ বচ্চনের হাত ধরেছিলেন জয়া বচ্চন। পরিবারের সম্মতিতে দু’জন বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কিছুদিন পর অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে যায়। জয়া বচ্চন, সিমি গারওয়ালকে একটি পুরানো সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের মধ্যে রোম্যান্টিসিজমের অভাবের কথা বলেছিলেন। জানিয়েছিলেন খুব কমই কথা বলতেন অমিতাভ। সংগৃহীত ছবি।
*সিমি যখন অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি নিজেকে রোম্যান্টিক মনে করেন কিনা, তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না। পরিবেশ গম্ভীর হওয়ার আগেই জয়া হেসে পরিবেশ বদলে দেন। সংগৃহীত ছবি।
*সিমি যখন অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি নিজেকে রোম্যান্টিক মনে করেন কিনা, তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না। পরিবেশ গম্ভীর হওয়ার আগেই জয়া হেসে পরিবেশ বদলে দেন। সংগৃহীত ছবি।
*অমিতাভকে সিমি প্রশ্ন করেন রোম্যান্টিক হওয়ার অর্থ কী? তিনি কী মনে করেন? জয়া জানান, সঙ্গীর জন্য অনেকেই ভালবেসে ওয়াইন নিয়ে আসে। অনেকেই ফুলও নিয়ে যায়। এ কথা বলতে বলতেই তাঁকে কার্যত থামিয়ে দেন অমিতাভ। মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, 'আমি কখনও এরকম করিনি।' সংগৃহীত ছবি।
*অমিতাভকে সিমি প্রশ্ন করেন রোম্যান্টিক হওয়ার অর্থ কী? তিনি কী মনে করেন? জয়া জানান, সঙ্গীর জন্য অনেকেই ভালবেসে ওয়াইন নিয়ে আসে। অনেকেই ফুলও নিয়ে যায়। এ কথা বলতে বলতেই তাঁকে কার্যত থামিয়ে দেন অমিতাভ। মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, ‘আমি কখনও এরকম করিনি।’ সংগৃহীত ছবি।
*জয়া বচ্চন বলেন, অমিতাভের কোনও বান্ধবী থাকলে হয়তো তিনি আরও রোম্যান্টিক হতে পারতেন, তবে তাও হতেন কিনা, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়া। সংগৃহীত ছবি।
*জয়া বচ্চন বলেন, অমিতাভের কোনও বান্ধবী থাকলে হয়তো তিনি আরও রোম্যান্টিক হতে পারতেন, তবে তাও হতেন কিনা, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়া। সংগৃহীত ছবি।
*সিমি জয়াকে প্রশ্ন করেন, যখন ডেট করছিলেন তখন অমিতাভ কখনও রোম্যান্টিক ছিলেন কিনা। সিমির দিকে আচমকাই অবাক দৃষ্টিতে তাকান জয়া। বলেন, ' প্রেমের সময় আমাদের মধ্যে খুব কমই কথা হত। তারপরে বিয়েও হয়ে যায়। সংগৃহীত ছবি।
*সিমি জয়াকে প্রশ্ন করেন, যখন ডেট করছিলেন তখন অমিতাভ কখনও রোম্যান্টিক ছিলেন কিনা। সিমির দিকে আচমকাই অবাক দৃষ্টিতে তাকান জয়া। বলেন, ‘ প্রেমের সময় আমাদের মধ্যে খুব কমই কথা হত। তারপরে বিয়েও হয়ে যায়। সংগৃহীত ছবি।
*জয়া বলেন, অমিতাভের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। কারণ অমিতাভই একমাত্র ব্যক্তি যাকে তিনি রীতিমতো ভয় পেতেন। তিনি যদি হালকাভাবে কিছু বলতেন, তাহলেও আমি তা করতাম। কারণ আমি ওঁকে সুখী করতে চেয়েছিলাম পারিবারিক জীবনে। সংগৃহীত ছবি।
*জয়া বলেন, অমিতাভের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। কারণ অমিতাভই একমাত্র ব্যক্তি যাকে তিনি রীতিমতো ভয় পেতেন। তিনি যদি হালকাভাবে কিছু বলতেন, তাহলেও আমি তা করতাম। কারণ আমি ওঁকে সুখী করতে চেয়েছিলাম পারিবারিক জীবনে। সংগৃহীত ছবি।
*গুঞ্জন ছিল রেখার কারণে দু'জনের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিন্তু অমিতাভ-জয়ার সম্পর্ক আজও বলিউডের অন্যতম সুন্দর প্রেমের গল্প। সংগৃহীত ছবি।
*গুঞ্জন ছিল রেখার কারণে দু’জনের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিন্তু অমিতাভ-জয়ার সম্পর্ক আজও বলিউডের অন্যতম সুন্দর প্রেমের গল্প। সংগৃহীত ছবি।

Amitabh-Jaya Bachchan wedding: ‘আমার পরিবার ধ্বংস হয়ে গেল’! বিয়ের দিন জয়ার বাবার কথায় আঁতকে উঠেছিল বচ্চন পরিবার

মুম্বই: অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনার মাঝেই ফের সামনে চলে এল বচ্চন পরিবারের পুরনো কথা। গলদ কি ছিল গোড়াতেই? অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়েতে সুখী চিলেন না জয়া? চর্চায় সেই প্রসঙ্গই।

১৯৭৩ সালের ৩ জুন। চার হাত এক হয়েছিল অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ির। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল তাঁদের। অনেক বছর আগের কথা। দম্পতির বিয়ের ছবি এখনও ভাইরাল হয়। যদিও বিয়ের স্মৃতি সবটুকুই যে খুব আনন্দদায়ক ছিল এমন নয়, জানান অমিতাভের বাবা তথা কিংবদন্তি হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন।

আত্মজীবনী, ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ হরিবংশ তাঁর ছেলের বিয়ে নিয়ে এক চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছিলেন। লিখেছিলেন, মালাবার হিলসের স্কাইলার্ক বিল্ডিংয়ের উপরের তলায় বিয়ে হয়েছিল অমিতাভ আর জয়ার। অনুষ্ঠানে মাত্র কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। বরযাত্রী ছিলেন মাত্র পাঁচ জন। যাঁদের মধ্যে একজন কবি নিজে এবং আর একজন সঞ্জয় গান্ধী। জয়ার পরিবারের কেউ এ বিয়েতে তেমন উৎসাহী ছিলেন না বলেই জানান হরিবংশ।

হরিবংশের কথায়, “জয়ার বাবা-মা চেয়েছিলেন বিয়েটা বাঙালি রীতিতে হোক। তাতে আমাদের কোনও আপত্তি ছিল না। প্রথম পর্যায়টি ছিল বরের পূজা। জয়ার বাবা অমিতাভের বাসভবন ‘মঙ্গল’-এ উপহার নিয়ে এসেছিলেন। একটা ছোট অনুষ্ঠান হল। আমি তখন বিচ হাউসে নববধূর জন্য একই কাজ করে প্রতিদান দিয়েছিলাম। যদিও, বিচ হাউসে বেশ অপ্রত্যাশিত কিছু ঘটনা লক্ষ্য করেছি। জয়া ছাড়া ওর পরিবারের কেউই আনন্দ করেননি। কেউই খুশি ছিলেন না।”

হরিবংশের আক্ষেপ, ধুমধাম ছাড়াই স্বাগত জানানো হয়েছিল বরযাত্রীদের। অনুষ্ঠান শেষ হলে খেয়েদেয়ে আবার রওনা হয়ে গিয়েছিলেন তাঁরা ৫ জন। হরিবংশ লেখেন, “আমরা যাওয়ার আগে, আমি আমার নতুন পুত্রবধূর বাবাকে জড়িয়ে ধরেছিলাম। অমিতের মতো জামাই পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছিলাম, আশা করেছিলাম যে তিনিও জয়াকে নিয়ে একই কথা বলবেন। কিন্তু বদলে তিনি বললেন, ‘আমার পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল’।” শুনে অবাক হয়েছিলেন হরিবংশ। সেই ধাক্কা ভুলতে পারেননি।

আরও পড়ুন- গোপনে করেন অনেকেই! তবে প্রকাশ্যে ‘এই কাজ’ করার কথা স্বীকার করে নিয়েছেন যে নায়িকারা

অমিতাভ ও জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। তাঁদের দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চনও বলিউডের দুই খ্যাতনামী মুখ। বচ্চন পরিবারের নানা কাহিনি বলিপাড়ার আনাচেকানাচে ঘোরে। অভিষেক-ঐশ্বর্য সম্পর্ক নিয়ে যত গুঞ্জন, অমিতাভ-জয়াকে নিয়েও যে কিছু কম ছিল না, সেই প্রসঙ্গই উঠে এল নেট দুনিয়ায়।

Amitabh-Rekha-Jaya: ‘ওটা কাজের চেয়ে বেশি…’ অমিতাভ-রেখার একসঙ্গে কাজ করা নিয়ে এ কী বলেন জয়া? জানলে চমকে উঠবেন

অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে আজও গুঞ্জনের শেষ নেই। তবে অমিতাভ-রেখার জুটি বড় পর্দার অন‍্যতম হিট জুটি। তবে, ‘সিলসিলা’-র পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অমিতাভ-রেখা। এ প্রসঙ্গে কী বলেছিলেন জয়া বচ্চন?
অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে আজও গুঞ্জনের শেষ নেই। তবে অমিতাভ-রেখার জুটি বড় পর্দার অন‍্যতম হিট জুটি। তবে, ‘সিলসিলা’-র পর আর কখনও একসঙ্গে কাজ করেননি অমিতাভ-রেখা। এ প্রসঙ্গে কী বলেছিলেন জয়া বচ্চন?
সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
অন্যদিকে জয়া, অমিতাভ ও রেখা অভিনীত এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় সিনেমার হল ‘সিলসিলা’ (১৯৮১)। ছবিটি মুক্তি পাওয়ার প্রায় ৪০ বছর পেরিয়ে গেলেও, অমিতাভ এবং রেখা এরপর থেকে আর কখনও এক সঙ্গে কাজ করেননি।
অন্যদিকে জয়া, অমিতাভ ও রেখা অভিনীত এখনও পর্যন্ত সবচেয়ে স্মরণীয় সিনেমার হল ‘সিলসিলা’ (১৯৮১)। ছবিটি মুক্তি পাওয়ার প্রায় ৪০ বছর পেরিয়ে গেলেও, অমিতাভ এবং রেখা এরপর থেকে আর কখনও এক সঙ্গে কাজ করেননি।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এক সাক্ষাত্‍কারে স্পষ্টভাবেই জানিয়েছিলেন, অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করলে তাঁর কোনও আপত্তি নেই।

প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন এক সাক্ষাত্‍কারে স্পষ্টভাবেই জানিয়েছিলেন, অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করলে তাঁর কোনও আপত্তি নেই।
অমিতাভ এবং রেখা ৭০-এর দশকে বেশ কয়েকবার পর্দায় অসাধারণ সাফল্য নিয়ে এসেছিলেন। সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
অমিতাভ এবং রেখা ৭০-এর দশকে বেশ কয়েকবার পর্দায় অসাধারণ সাফল্য নিয়ে এসেছিলেন। সেই সময়কার বিখ্যাত সব ছবি নমক হারাম (১৯৭৩), দো আন জানে (১৯৭৬), খুন পসিনা (১৯৭৭), মুকদ্দার কা সিকন্দর (১৯৭৮), মিস্টার নটবরলাল (১৯৭৯) এবং সুহাগ (১৯৭৯) বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসে এবং এই জুটিকে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায়।
যদিও তাঁরা আর এক সঙ্গে কাজ না করার কারণ সম্পর্কে মুখ খোলেননি, ক্যামেরার বাইরে তাঁদের সম্পর্কের ক্রমবর্ধমান জল্পনায় প্রায়শই শোনা যায় যে, জয়ার তরফে কোনও সহযোগিতা না থাকাই কাজ বন্ধ করার কারণ। জয়া অবশ্য একবার বলেছিলেন যে, রেখা এবং অমিতাভ এক সঙ্গে কাজ করলে তাঁর কোনও সমস্যা হবে না।
২০০৮ সালের অক্টোবরে, রেডিফের উদ্ধৃতি অনুসারে, পিপল ম্যাগাজিনের সঙ্গেএকটি সাক্ষাৎকারে জয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, “রেখা ও অমিতাভ আবার এক সঙ্গে কাজ করলে আপনি কি আপত্তি করবেন?” উত্তরে অভিনেত্রী বলেন, “না, আমি কেন কিছু মনে করব? কিন্তু আমি মনে করি বাস্তব কাজের চেয়েও এটিই হয়তো দর্শকদের কাছে সেনসেশন হিসেবে বেশি কাজ করবে।”
অমিতাভ ও জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। এই দম্পতি ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন আসেন। শ্বেতা বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল নন্দাকে, অন্য দিকে অভিষেক শুধু অভিনয়ের পেশাতেই আসেননি, তিনি বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে।
অমিতাভ ও জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। এই দম্পতি ৩ জুন, ১৯৭৩ গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে দুই সন্তান শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চন আসেন। শ্বেতা বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল নন্দাকে, অন্য দিকে অভিষেক শুধু অভিনয়ের পেশাতেই আসেননি, তিনি বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে।
গত বছর, যখন অমিতাভ এবং জয়া তাদের ৫০তম বিবাহ বার্ষিকী উদযাপন করেন, সেখানে অভিষেক বাবা-মায়ের জন্য একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন, উত্তরে অমিতাভ বচ্চনও ভালোবাসা বিনিময় করেন।
গত বছর, যখন অমিতাভ এবং জয়া তাদের ৫০তম বিবাহ বার্ষিকী উদযাপন করেন, সেখানে অভিষেক বাবা-মায়ের জন্য একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন, উত্তরে অমিতাভ বচ্চনও ভালোবাসা বিনিময় করেন।
এদিকে রেখা ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর আবার বিয়ে না করার সিদ্ধান্ত নেন এভারগ্রিন হিসেবে খ্যাত এই অভিনেত্রী।
এদিকে রেখা ১৯৯০ সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর আবার বিয়ে না করার সিদ্ধান্ত নেন এভারগ্রিন হিসেবে খ্যাত এই অভিনেত্রী।

Bollywood Gossip: অমিতাভের সঙ্গে এ কী করছেন! রেখাকে কষিয়ে থাপ্পড় মারেন জয়া… তারপরেই তুলকালাম

বলিউডের অন্দরে অন্যতম চর্চিত জুটি অমিতাভ-রেখা। পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তাঁদের নিয়ে চর্চাও কম নেই।
বলিউডের অন্দরে অন্যতম চর্চিত জুটি অমিতাভ-রেখা। পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। তাঁদের নিয়ে চর্চাও কম নেই।
কেরিয়ারের প্রথম দিনগুলিতে রেখা এবং জয়ার বন্ধুত্ব ভালই ছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার বিয়ের পর তাঁদের সম্পর্কের অনেকটাই প্রভাব পড়তে শুরু করে। ৭র দশকে, রেখার নাম অমিতাভের সঙ্গে জুড়ে যায়। আজও তাঁদের প্রেমের গল্প বলিউডে বেশ বিখ্যাত। তারপরেই শুরু হয় বিতর্ক।
কেরিয়ারের প্রথম দিনগুলিতে রেখা এবং জয়ার বন্ধুত্ব ভালই ছিলেন। অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার বিয়ের পর তাঁদের সম্পর্কের অনেকটাই প্রভাব পড়তে শুরু করে। ৭র দশকে, রেখার নাম অমিতাভের সঙ্গে জুড়ে যায়। আজও তাঁদের প্রেমের গল্প বলিউডে বেশ বিখ্যাত। তারপরেই শুরু হয় বিতর্ক।
৮০-র দশকে রেখা-অমিতাভের প্রেম নিয়ে গুঞ্জন ছিল চরম পর্যায়ে৷ প্রত্যেক বলিউড গসিপ ম্যাগাজিনের পাতায়  রেখা-অমিতাভের প্রেমের খবর৷ ২০২৪-এও বিতর্কিত রেখা।
৮০-র দশকে রেখা-অমিতাভের প্রেম নিয়ে গুঞ্জন ছিল চরম পর্যায়ে৷ প্রত্যেক বলিউড গসিপ ম্যাগাজিনের পাতায় রেখা-অমিতাভের প্রেমের খবর৷ ২০২৪-এও বিতর্কিত রেখা।
ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা রাম বলরাম নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি তিনি।
ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমন ও রেখা রাম বলরাম নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি তিনি।
শোনা যায়, ওই ছবির শুট চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। শোনা যায়, তারপর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন।
শোনা যায়, ওই ছবির শুট চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। শোনা যায়, তারপর তিনি নিজেকে আর সামলাতে পারেননি। কষিয়ে এক থাপ্পড় মেরে দেন।
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
আবার শোনা যায়, ইরানীয় নৃত্যশিল্পীর সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার খবরে নিজেকে রীতিমতো প্রতারিত মনে করছিলেন রেখা৷ অমিতাভের ফিল্মের সেটে পৌঁছে অমিতাভের মুখোমুখি হন রেখা৷ স্পষ্ট প্রশ্ন করেন ওই ইরানীয় নৃত্যশিল্পীকে নিয়ে৷ শোনা যায়, সেই সময় তুমুল ঝগড়া হয়েছিল দু’জনের মধ্যে৷ এমন অশ্লীল অভিযোগে রীতিমতো রেগে গিয়েছিলেন অমিতাভ৷ একসময় কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছয় যে রেখাকে সজোড়ে একটি থাপ্পড় মারেন অমিতাভ৷
অমিতাভ-রেখার সম্পর্ক, বলিউডের চিরকালীন না পূরণ হওয়া প্রেমের কিংবদন্তী৷ এমন অনেক গল্প রয়েছে যা এখনও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়৷ অমিতাভের প্রতি গভীর প্রেম, তা সত্ত্বেও একের পর এক বিয়ে৷ অথচ কোনও বিয়েই থিতু করতে পারেনি রেখাকে৷ অমিতাভ বচ্চন যখন স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার যাপন করছেন৷ রেখা তখন একা৷
অমিতাভ-রেখার সম্পর্ক, বলিউডের চিরকালীন না পূরণ হওয়া প্রেমের কিংবদন্তী৷ এমন অনেক গল্প রয়েছে যা এখনও বলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়ায়৷ অমিতাভের প্রতি গভীর প্রেম, তা সত্ত্বেও একের পর এক বিয়ে৷ অথচ কোনও বিয়েই থিতু করতে পারেনি রেখাকে৷ অমিতাভ বচ্চন যখন স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার যাপন করছেন৷ রেখা তখন একা৷