চাকরি ছাড়ার জন্য ৮৩ লাখ টাকা ফেরালো রেস্তোরাঁকর্মী

Waiter Turns Down Rs 83 Lakh: চাকরি ছাড়ার জন্য দেওয়া হল ৮৩ লাখ টাকার লোভ, প্রত্যাখ্যান করলেন রেস্তরাঁকর্মী

দিল্লি: ভাবুন আপনাকে কোনও অচেনা ব্যক্তি কয়েক লাখ টাকা দিল, আপনার বর্তমান কোম্পানি ছাড়ার জন্য৷ টাকার অঙ্কটাও নেহাত কম নয়, প্রায় ৮৩ লাখ টাকা৷ কী করবেন? আপনি যাই করুন না কেন! একজন ব্যক্তি সেই টাকা পত্রপাট প্রত্যাখান করে দিলেন৷

ব্যক্তির নাম অ্যালেকজান্ডার হেল্ড৷ তিনি একজন রেস্তরাঁ কর্মী ছিলেন৷ তাঁকে কোনও এক অচেনা ব্যক্তি তাঁর রেস্তরাঁর চাকরি ছাড়ার জন্য তাঁকে প্রায় ৮৩ লাখ টাকা দিতে দেখা যায়৷ কিন্তু তিনি সেই টাকা প্রত্যাখ্যান করেন৷

আরও পড়ুন: লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনিস

এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যায় একজন ব্যক্তি তাঁর বর্তমান জায়গার কাজ ছেড়ে দেওয়ার জন্য তাঁকে একজন এই বিপুল পরিমাণে টাকা অফার করে৷ সেই টাকা প্রত্যাখ্যান করে কাজ ও মালিকের প্রতি তাঁর অপার অনুগত্য প্রমাণ করে৷

আরও পড়ুন: ট্রেন চলে আসায় ৯০ ফিট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিল দম্পতি! ভয়ঙ্কর ঘটনা ঘটল রাজস্থানে

কিন্তু কেন সে অচেনা ব্যক্তিটি এতগুলো টাকা দিতে চাইল, সেই বিষয়টা এখনও স্পষ্ট নয়৷ তবে এই ভিডিওটি @historyinmemes থেকে প্রথম পোস্ট হয়৷

এখন কাজের জগতে এই ধরনের আনুগত্য প্রায় দেখাই যায় না৷ যেখানে মাইনে বৃদ্ধির জন্য প্রায়শই কোম্পানি ছেড়ে কর্মীরা চলে যায়৷ সেখানে এই ধরনের কাজ সত্যিই নেটিজেনকে মুগ্ধ করেছে৷ তবে আনুগত্যের জন্য তিনি রেস্তোরাঁর মালিকের পক্ষ থেকে পুরষ্কারও পেয়েছেন৷ দেখা যাচ্ছে তিনি অ্যালেকজান্ডারকে তাঁর সততার জন্য প্রায় ১৬ লাখ টাকা দিয়েছেন৷

সেখানেই আবার বেশ কিছু রেস্তরাঁর কর্মচারীকে আবার বহু কাস্টমারের সঙ্গে টিপসের জন্য অভব্য আচরণ করতে দেখা যায়৷ একবার খবর হয়েছিল ফ্রান্সের এক রেস্তোরাঁতে একজন কাস্টমার এক কর্মীকে ৫০০ ইউরো টিপস দিয়েছিলেন৷ সেই টিপস পছন্দ না হওয়ায় সেই রেস্তোরাঁ কর্মী কাস্টমারের সঙ্গে ঝগড়া আরম্ভ করে দেয়৷ তাঁর পিছন পিছন ধাওয়া অবধি করেছেন৷ আরও এক খবর অনুযায়ী নিস মাটিন বলে একজন রেস্তোরাঁ কর্মী এক কাস্টমারের কাছ থেকে বিলের ২০ শতাংশ টিপ হিসেবে দাবী করে৷ সেখানে এই ধরনের সততার ভিডিও সত্যি অসাধারণ৷

কিন্তু মনে করা হচ্ছে এই ভিডিও স্ক্রিপটেড৷ মূলত এন্টারটেনমেন্টের জন্যই এই ভিডিওটি বানানো হয়েছিল৷ কিন্তু তাও বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ভিডিও এক ভাল বার্তা বহন করে৷