আনিশা

Hockey Player: স্বপ্ন ভারতীয় হকি দলে খেলার! কঠোর পরিশ্রম পরি‌যায়ী শ্রমিকের মেয়ের

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের প্রত্যন্ত গ্রামে থেকে আর্থিক দুর্বলতায় জর্জরিত, সুযোগ সুবিধাহীন আদিবাসী ঘরের মেয়ের দু চোখে স্বপ্ন ভবিষ্যতে দেশের হয়ে হকি খেলার। আদিবাসী সমাজে বসবাস করে এই প্রথম জেনারেশন লার্নার এমন একটি পরিবার থেকে তাঁর এই স্বপ্ন কি আদৌ কখনও সফল হবে তা জানা নেই ১১ ক্লাসে পঠনরত আনিশার।

সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে কোন প্রশিক্ষক ছাড়াই চলে হাড়ভাঙ্গা পরিশ্রম। বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কোয়ারন গ্রাম থেকে বালুরঘাট নদীপাড় নরেশ চন্দ্র স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। প্রতিদিনই আনিশা সাইকেল চালিয়ে স্কুলে যায়। আর্থিক প্রতিকূলতা আনিশাদের জীবনে নিত্যদিনের সঙ্গী। মেয়ের স্বপ্ন পূরণ করতে গ্রামে দিনমজুরের কাজ করে সংসার খরচ চালানো সম্ভব হচ্ছিল আনিশার বাবা জুয়েল হরের।

আরও পড়ুন:গরমে মদ খাওয়া কি উচিত? এই সব খাবার খাচ্ছেন না তো! জানুন বিশেষজ্ঞের মত

তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে বাধ্য হন। বাড়ির কাছে ছোট মাঠে চলে আনিশার নিজের মত করে অনুশীলন। দুচোখ ভরা স্বপ্ন, ভবিষ্যতের দেশের হয়ে হকি খেলবে কিন্তু কোন পথে গেলে তার সেই স্বপ্ন সফল হবে? কোন সাহায্য কি সে কখনও পাবে? সেই চিন্তাতেই দিন কাটছে।

আরও পড়ুন:ফলের মধ্যেই ফল! একেবারে যেন ম্যাজিক, গরমের শরীরে জলের ঘাটতি মেটায়, অ্যানিমিয়া থেকে বাঁচায়!

একটা সময়ে স্কুল থেকেই একাধিক রাজ্য স্তরের খেলায় সে অংশগ্রহণ করেছে, পাশাপাশি রাজ্য স্তরে এই স্কুলের হকি টিমটির যথেষ্ট নাম ডাক ছিল। তবে যে শিক্ষিকা হকির প্রশিক্ষণ করাতেন সে শিক্ষিকা অবসর হয়ে যাওয়ার পরেই সমস্যা শুরু হয়। মূলত নিভা মন্ডল নামক ওই শিক্ষিকাই আনিসার মধ্যে স্বপ্নের বীজ পুঁতে ছিলেন। ২০১৮ সালে কল্যাণীতে গিয়েছিল আনিশা হর। সেখানে হকি খেলে এসে তাঁর সেই স্বপ্ন আরও দৃঢ় হয়, সে আরও বেশি করে ভাবতে থাকে কোন একদিন সে নিশ্চয়ই দেশের হয়ে হকি খেলবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী