মাস্ক পরতে বলায় অসভ্যতা, Uber চালকের গায়ে কেশে দিলেন মহিলা; ভাইরাল ভিডিও

#সান ফ্রান্সিসকো: Uber চালক অশালীন ব্যবহার করেছেন, এমন খবর সংবাদের শিরোনামে বড় কম উঠে আসে না। এই খবরটিরও কেন্দ্রে রয়েছেন শুভাকর খড়কা (Subhakar Khadka) নামে এক Uber চালক। কিন্তু তিনি কোনও যাত্রীর সঙ্গে অভদ্রতা করেননি। বরং, তিনিই চূড়ান্ত রকমের নাজেহাল হয়েছেন জনৈক যাত্রিণীর ব্যবহারে। ওই মহিলা অশালীনতার মিথ্যা দায় চাপিয়েছেন শুভাকরের ঘাড়ে, যত রকম ভাবে সম্ভব অসহযোগিতার চূড়ান্ত করেছেন!

ডিয়ন লিম (Dion Lim) নামের সান ফ্রান্সিসকোর এক সাংবাদিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খবর ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। জানা গিয়েছে যে শুভকর বেভিউ থেকে তিন যাত্রিণীকে তুলেছিলেন। তাঁদের মধ্যে দু’জন ফেস মাস্ক পরে থাকলেও তৃতীয় জনের মুখে মাস্ক ছিল না। আমরা সবাই এখন জানি যে করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বের সব দেশেই যাত্রীদের ফেস মাস্ক পরে গাড়িতে ওঠা বাধ্যতামূলক করে দিয়েছে Uber। গাড়ি বুক করার আগে সেই মর্মে একটা অনলাইন সম্মতিও পেশ করতে হয়।

20

কিন্তু এই যাত্রিণী সে সবের ধার দিয়ে যাননি। তিনি গাড়িতে ওঠার পর তাই শুভাকর তাঁকে মাস্ক পরে নেওয়ার জন্য অনুরোধ জানান। এর পরেই তাঁর সঙ্গে অভব্যতা শুরু করেন ওই মহিলা। তিনি চালকের ঘাড়ে অশালীনতার অভিযোগ চাপিয়ে দেন। একটা সময়ে ওই মহিলা শুভাকরের মাস্কটাও পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে খুলে নেন, ভেঙে দেওয়ার চেষ্টা করেন তাঁর সেলফোন। কেশে দেন তাঁর গায়ের উপরে! আর গোটা ঘটনায় অন্য যাত্রিণীরা হেসে কুটোপাটি হন!

ঘটনাটি নিয়ে সান ফ্রান্সিসকো পুলিশে লিখিত অভিযোগ জমা করা হয়েছে। পুলিশ ওই মহিলাটির খোঁজ করছে বলে জানা গিয়েছে। শুভাকরের শারীরিক স্বাস্থ্য ভালো আছে। তবে ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তিনি দিন কয়েকের ছুটি নিয়েছেন বলে জানা গিয়েছে। সঙ্গত কারণেই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি- শুভাকরের গাড়ি নিয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির হওয়া উচিৎ ছিল, তাহলেই জব্দ হতেন ওই মহিলা! অনেকে আবার ওই মহিলার মানসিকতার সমালোচনা করে এটা বলতেও ছাড়েননি যে তিনি চালকের ভদ্রতার সুযোগ নিয়েছেন!